পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বিছানায় শুইয়া নিদ্রার ভাণ করিয়া রহিলেন, যেন তিনি মোটেই শয়নগৃহ ত্যাগ করিয়া ধান নাই । কয়েক মুহূৰ্ত্ত পরেই নগরের পথগুলি জনকোলাহলে মুখর হইয়া উঠিল। নগরবাসিগণ উদ্ধশ্বাসে সেতুর দিকে দৌড়িয়া চলিয়াছে। প্রতি গির্জা হইতে ঘোররবে বিপদসুচক ঘণ্টাধ্বনি হইতে লাগিল। কিছুক্ষণ পরে ভয়ানক শব্দে সেতু ভাঙিয়া পড়িল । বহু বৎসর পূৰ্ব্বে শত্রুসৈন্য কর্তৃক সেতু বিধ্বস্ত হওয়ার সময় টলিডোবাসিগণ যেরূপ আৰ্ত্তনাদ করিয়া উঠিয়াছিল, আজও সেইরূপ আৰ্ত্তনাদ শোনা গেল । জুয়ান চমকিয় জাগিয়া উঠিলেন। র্তাহার পত্নী তাহার পাশ্বে গভীর নিদ্রায় অভিভূত, এত কোলাহলেও তিনি জাগরিত হন নাই। স্থপতি যথাসম্ভব শীঘ্ৰ পোযাক পরিয়া বাহিরে দৌড়িয়া গেলেন । সংবাদ শুনিয়া তিনি বিস্ময়ে স্তব হইয়া গেলেন । অগ্রসর হইয়া দেখিলেন, অগ্নিরাশি তখন আকাশ চুম্বন করিয়াছে। মনে মনে তিনি অত্যন্ত আনন্দিত হওয়া সত্ত্বেও মুখে কিছু বলিতে পারিলেন না । প্রধান ধৰ্ম্মযাজক এবং নগরবাসিগণ মনে করিলেন, খিলানের উপর বজ্রপাত হওয়াতেই কাঠমঞ্চে আগুন ধরিয়া গিয়াছে। সকলের দুঃখের সীমা রহিল না। সকলেই স্থপতির গম্ভীর দুঃখ এবং নিরাশায় সহায়ুভূতি প্রকাশ করিতে লাগিল। প্রচুর যশ লাভের মুঙেই পুস্তক-পরিচয় ২৬৩ SASAJASMMMJJSJJAeS eAeMS SJSJA JJSJSAASAASAASAAASSS S SS কি না তাহার ভাগ্যে এমন বিপৎপাত হইল। নগরবাসীরা কোনোদিনই নিশ্চয় করিয়া জানিতে পারিল ন! যে, সেতু ব্ৰজের আগুনেই ধ্বংস হইল, ন, মাহুষের হাতও তাহার ভিতর ছিল । কিন্তু জুয়ান ঈশ্বর-বিশ্বাসী এবং সৎচরিত্র পুরুষ ছিলেন, তাহার দৃঢ়বিশ্বাস হইল যে, তাহার জীবনরক্ষা করিবার জন্যই ভগবান সেতুটি বিনষ্টকরিলেন, বজ্রপাতেই এই অগ্নিরাশির স্থষ্টি হইয়াছে। সেতু ধ্বংস হওয়াতে জুয়ানের যশ অর্জন করার দিন এক বৎসর পিছাইয়া গেল মাত্র। পরের বৎসর, ঐ একই উৎসবের দিনে, তাহার নিৰ্ম্মিত নূতন সেতু উন্মুক্ত হইল। প্রধান ধৰ্ম্মযাজকই উন্মোচনের কার্য্য করিলেন । আনন্দিত নগরবাসিগণ সেতু অতিক্রম করিয়া দলে দলে সিগারেলস্ প্রাস্তরে গিয়া উপস্থিত হইতে লাগিল, বহু বৎসর তাহারা এ স্থখ হইতে বঞ্চিত ছিল । প্রধান ধৰ্ম্মযাজক সেদিন সমস্ত নগরবাসীকে নিমন্ত্রণ করিলেন । র্তাহার দক্ষিণ দিকে জুয়ান ও ক্যাথরিন বসিয়া আহার করিলেন। পরে ধৰ্ম্মযাজক জুয়ানকে প্রচুর সাধুবাদ দিয়া একটি বক্তৃত৷ করিবার পর, নগরবাসিগণ আননাসূচক কোলাহল করিতে করিতে জুয়ান এবং ক্যাথারিনকে তাহাদের গৃহে পৌছাইয়া দিয়া আসিল । তাহার পর পাচ শত বৎসর কাটিয়া গিয়াছে, কিন্তু জুয়ানের সেতু এখনও খরস্রোতা টেগসের উপর দণ্ডায়মান । দ্বিতীয়বার আর গণনায় তাহার কোনো ভুল হয় নাই । পুস্তক-পরিচয় ぶ দেশীয় রাজ্য—স্বৰ্গীয় কনেল ঠাকুর মহিমচন্দ্র দেববৰ্ম্ম৷ কর্তৃক ৫ তি। ডক্টর রায় স্ত্রীযুক্ত দীনেশ চন্দ্র সেন বাহাদুর কর্তৃক লিখিত ভূমিক-সম্বলিত। প্রকাশক গ্রসোমেন্দ্রচন্দ্র দেববৰ্ম্ম। এম-এ SBBB S BBBBSBBBBS BBBKS BBB BBB BBS ডুবল-এলটন ১৬ পেঞ্জী ৩৩৩ পৃষ্ঠা। কাপড়ে বাধা। সচিত্র। মূল্য তিন টাক। মাত্র । গ্রস্থ কবি ত্রিপুররাজগণের পাশ্বচর এডিকং ছিলেন । মেই মুযোগে তিনি বহু দেশীয় রাজ্য পরিদর্শন করেছিলেন এবং দেশীয় রাজ্যের বহু মহারাজা মহারাণ মন্ত্র। দরবারী ও ব্রিটিশ গভমেন্টের বহু পলিটিক্যাল এণ্ডেণ্ট ছোটলাট বড়লাট প্রভৃতির ঘনিষ্ঠ পরিচয় লাভ করেছিলেন। গ্রন্থকারের সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় লাভ করুবার সৌভাগ্য হয়েছিল ; তামে আমার স্বকীয় অভিজ্ঞতা থেকে আমি জানি যে তিনি সদালাপী, বিনয়ী, সহৃদয় ও বুদ্ধিমান ছিলেন । এই সকল গুণ থাকাতে তিনি উচ্চপদস্থ মাস্থ্য ব্যক্তির সহিত ও সাধারণ লোকের সহিত তুল্যভাবে মিশতে পারছেন। এইরূপ মেলামেশার ফলে তিনি যে-সব অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করেছিলেন সেইগুলি মাঝে মাঝে মাসিক-পত্রে প্রবন্ধ লিথে প্রকাশ করেছিলেন । লেপকের সুযোগ্য পুত্র পরম স্নেহভাজন শ্রীমান সোমেন্দ্র দেবকৰ্ম্ম পিতার সেই রচনাগুলি একত্র সংগ্রহ ও স্ববিদ্যস্ত করে পুস্তকাকারে প্রকাশ করে পিতৃ ঋণ কিঞ্চিৎ পরিশোধ করতে চেষ্টা করেছেন । লেখকের বন্ধু রায় বাহাদুর ডক্টর প্রযুক্ত দীনেশচন্দ্র সেন ভূমিকায় এই পুস্তকের পরিচয়-দান-প্রসঙ্গে লিখেছেন "দেশীয় রাজ্যগুলির অধস্থ সম্বন্ধে এরূপ