পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] শিল্পজাত রপ্তানী করি। কিন্তু পাটের নূতন উপযোগিতার ক্ষেত্র আমরা স্বষ্টি করি না, কিংবা পাট হইতে নূতন শিল্পজাত তৈয়ারীর চেষ্টাও আমরা দেখি না। আজ আমাদের মন্ত্র হওয়া উচিত “পাট কাজে লাগাও” (পাটের জিনিষ ব্যবহার করুন )। বাংল। দেশ ও সমগ্র ভারতবর্ষে এই এক কথাই ধ্বনিত হওয়া উচিত। পাটের নূতন-নূতন ব্যবহারের উপায় কি-ইহাই লোকের ভাবনার বিষয় হওয়া উচিত । কি করা আবখ্যক সে সম্বন্ধে আমরা নিম্নোক্ত কয়েকটি প্রস্তাব উত্থাপন করিতেছি । ১ । তসর তৈয়ারীতে পাটের দরকার। পাট ও রেশম একটর পর একটি, এইরূপ টানা-পোড়েনে দিলে উংকৃষ্ট পরিচ্ছদের বস্ত্র হইবে। ২ । র্যাশান ক্রাশ নামীয় বস্ত্রে কিছু কিছু পাট মিশ্রিত । ৩। কপেট পাট হইতে আরও বেশী পরিমাণ তৈয়ারী করা চলে । ৪। রঞ্জীন পাটের আঁশ দিয়া সতরঞ্চি তৈয়ারী করা যায় | ৫ । ঝাড়িবার পুছিবার কাজে ন্যাকড়ার পরিবন্তে পাট ব্যবহার করা চলে । নাকড়ার পুতুল, ক্রিকেটের কোটি কোটি বল এবং যেখানেই কোনও রূপ গর্দীর প্রয়োজন, সেখানেই পাটের প্রয়োগ চলে । ৬ । পাটের রঙীন ডোরাকাটা চিকুণ আঁশের দ্বারা জাম্মানীতে এক সময়ওয়াল-পেপারের কাজ চালানো হইত । ৭। চামড়ার পরিবৰ্ত্তে জুতার শুকতলা পাটের つで ৱত্ৰ ང། ༄ད་རྗེ་ كل 2 っそ পাট-ব্যবসায়ে মন্দা २१(t .ബ് ء^x.*x .... হওয়া হওয়া সম্ভব। চটিজুতার ঐক্লপ শুকতলা উচিত । ৮। টেপ'-এর বা ফিতার পরিবর্তে পাট ব্যবহার করা যায় | ৯। যেখানে ক্যান্‌ভ্যাস ও বিদেশের ক্যানভাস প্রয়োগ চলিতেছে, সেখানেই মোট আঁশের পাট ব্যবহার করা উচিত । ১০ । আস্তর ও চূণকাম করিলে মোট আঁশের পাট দিয়া বেড় দেওয়া যায়। ১১ । রঙীন আঁশের পাটের থলি দ্বারা ক্যানভাসের বা বিলাতি চামড়ার ব্যাগ বা ছেলেদের বইয়ের থলির কাজ চলে । ১২ । পাটের বর্ষাতি বোধ হয় চমৎকার ম্যাকিণ্টশ বা তেরপলের কাজ দিবে। ১৩। শীতবস্ত্র পাটের স্থতায় তৈয়ারী করা যাইতে পারে। নাতিশীতের দেশে পাতলা পশম ও টুইড়, কাপড়ের স্থান এইরূপ পাটের শীতবস্ত্র অধিকার করিতে পারে । ১৪ । টেনিস, ব্যাডমিণ্টন ও মাছধরার জাল আলকাংরা ছোপানো পাটের স্থতায় তৈয়ারী করা যায়। ১৫। পর্দা ও জানালার কাপড় পাটে তৈয়ারী হইতে পারে । ১৬। পাট হইতে বিছানার আবরণ হওয়া সম্ভব । যদি পাটের সুন্দর রঙীন ছিট বুনা যায়, তাহ হইলে “বেজ”-এর পরিবর্তে উহাতে শেজের ঢাকন করা চলে । -- سكار איר