পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটের মূল্য হ্রাস পাট বাংলা দেশের একটি প্রধান ফসল। যখন চাষীরা ইহার ভাল দাম পায়, তখনও পাটের ব্যবসায়ে এবং পাট হইতে মিলে নানাবিধ জিনিষ প্রস্তুত করিয়া যে লাভ হয়, তাহার তুলনায় চাষীর সামান্ত টাকাই পাইয়া থাকে। চাষীদের অজ্ঞতা এবং জোট বাধিয়া উপযুক্ত সময়ের অপেক্ষা করিয়া উপযুক্ত দরে ইহা বিক্রয় করিবার ক্ষমতার অভাব ইহার কারণ। বর্তমান বৎসরের মত যখন পাটের দর অত্যন্ত কমিয়া যায়, তখন ত চামীদের মজুরীও পোষায় না। এ বৎসর পাটের দর খুব কমিয়া যাওয়ায় চাষীদের খুব অল্পকষ্ট হইয়াছে। কোন কোন স্থান হইতে অনশনে মৃত্যুর সংবাদ পাওয়৷ যাইতেছে। কেবল চাষীরাই যে বিপন্ন হইয়াছে, তাহা নহে। তাহার খাজান দিতে ন পারায় অনেক জমীদারের বিপদ হইয়াছে। কাহারও কাহারও জমীদারী নীলামে চড়িয়াছে বলিয়া সংবাদপত্রে খবর বাহির হইয়াছে। যত পাট দরকার তাহা অপেক্ষ উহা বেশী উৎপন্ন হইলে দর কমিবে, ইহা বুঝা সহজ । কোন বৎসর কত পাট দরকার হইবে যদি আগে হইতে তাহা অকুমান করিয়া উপযুক্ত পরিমাণ জমীতে পাটের চাষ করা হয়, তাহা হইলে অতিরিক্ত ফসল উৎপাদন হেতু দর কমিবার সম্ভাবনা থাকে.না, ইহা বলাও সহজ। সব জেলায় চাষীদের কাছে এই কথাটা পৌছাইয়া দেওয়া ব্যয়সাধ্য ও শ্রমসাধ্য হইলেও দুঃসাধ্য নহে। কিন্তু পাটের চাষ কমাইতে বলিলেও কোন জেলায় কোন গ্রামে কোন চাষী কত পরিমাণে কমাইবে তাহ স্থির করা এবং স্থির হইলে সেই সিদ্ধাস্ত অনুসারে সব চাষীকে কাজ করিতে বাধ্য করা যায় কিনা, তাহা বিবেচ্য। পাট চাষের পক্ষে কাহারও জমী ভাল, কাহারও মাঝারি গোছের, কাহারও মন । কাহারও জমীতে কেবল পাটই হয় বলিয় তাহারই উপর তাহার নির্ভর । কাহারও জমীতে বা অন্য ফসলও হয় । কাহারও নগদ টাকার বেশী দরকার, কাহারও হয়ত খাদ্য শস্তের প্রয়োজন বেশী । এবম্বিধ ও অন্ত নানা কারণে ভিন্ন ভিন্ন গ্রামের ভিন্ন প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৭ ASAMASJMMMAAASAASAASAASAASAAAS ভিন্ন চাষীর অবস্থার বিভিন্নতা ও বৈচিত্র্য আছে। স্বতরাং একটা সাধারণ ব্যবস্থা সৰ্ব্বত্র স্বপ্রযুক্ত হইতে পারে না । বস্তুত: পরামর্শ যিনিই দেন এবং সাধারণ বিধান যিনিই প্রদান করুন, তাহার প্রয়োজন থাকিলেও কৃষকের নিজে শিক্ষিত ও চিন্তাক্ষম না হইলে যথাযোগ্য প্রতিবিধান হইবে না । আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নহি, সুতরাং অধিক লিখিব না। এ বিষয়ে শ্ৰীযুক্ত স্বধীরকুমার সেনের লেখা যেপ্রবন্ধটি অন্তত্ত্ব প্রকাশিত হইল, তৎপ্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করিতেছি । পাট আমরা যত বেশী প্রকার প্রয়োজনসিদ্ধির জন্য ব্যবহার করিতে পারি, ততই উহার অাদর ও মূল্য বাড়িবার সম্ভাবনা। অতএব ঐ প্রবন্ধে যত রকম জিনিষের উল্লেখ আছে, তাহ ভিন্ন আরও কত রকম জিনিষ কেবল পাট হইতে বা পাট মিশাল দিয়া আমরা প্রস্তুত করিতে পারি, কেহ কেহ তাহার আলোচনা করিলে ভাল হয়। বিদেশীদের মিলের সাহায্য না লইয়া কি করিতে পারা যায়, তাহাই বিশেষ করিয়া বিবেচ্য | এরূপ আলোচনা আমরা মুদ্রিত করিতে ইচ্ছুক। যাহারা লিখিবেন, তাহারা দয়। করিয়া সংক্ষেপে কেবল কাজের কথাই লিখিবেন । গল্পলেখকদিগের প্রতি র্যাহার প্রবাসীতে প্রকাশের জন্য গল্প লিথিয় পাঠান, তাহাদিগকে একটি বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখিতে অকুরোধ করি । প্রত্যেক গল্পে চারি হাজারের বেশী শব্দ না থাকা আবশ্বক । তাহা অপেক্ষা কম হইলে ক্ষতি নাই, বরং ভাল। র্যাহারা গল্প পাঠাইবেন, তাহার উহাতে কত শব্দ আছে লিথিয় দিলে বাধিত হইব । এক একটি গল্পের জন্য প্রবাসীর আট পৃষ্ঠ। অপেক্ষ। বেশী স্থান দিলে অসুবিধা হয় । ইহার আট পৃষ্ঠায় চারি হাজার অপেক্ষ কিছু কম শব্দ ধরে। র্যাহার। চারি হাজার অপেক্ষ বেশী শব্দের গল্প পাঠাইবেন, ষ্ঠাহীদের গল্প অপঠিত অবস্থায় ফেরত গেলে তাহার বিস্মিত হইবেন না। .