পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বীপময় ভারত رايرلمانيا পরিচিত বাদুঙ-এর সেই চীনা ফোটোগ্রাফরকেও দেখি, খুব ছবি নিতে ব্যস্ত । আমরা দাহ-স্থানে গিয়ে পৌছুলুম। সদর রাস্তার উবুদে অস্তোষ্টিক্রিয়ার স্থান শ্ৰীযুক্ত বাকে কত্ত্বক গৃহীত ) ধীরে একটা বড়ে tt দাহের ব্যবস্থা হ’য়েছে | ( | ঘাসে ঢাকা মাঠ, দু দিকে গাছপালা । মাঠের মাঝখানে চিতাগৃহ (খ্ৰীযুক্ত বাকে কত্ত্বক গৃহীত ) SMMA AMMMMMAiSAAAAAAAS খড়ে ছাওয়া একটী মন্দিরের মতন বাড়ী করা হয়েছে—যেন বাঙলা দেশের দু-প্রস্থ ছাদবিশিষ্ট থ’ড়ে ঘর । এটী হ’চ্ছে চিতা-গৃহ । এর ভিতরে ইটের বেদির উপরে বিরাট একটি কাঠময় কৃষ্ণবর্ণ বুম-মৃত্ত্বি । ঘরের সাম্নেই বাশের উচু একটা সিড়ি-পথ । ওয়াদাটিকে এনে এই সিড়ি-পথের সামনে রাখা হয়। তারপর শবদেহ উচু ওয়ালা থেকে এই বাশের সিড়ি পথ বেয়ে সরাসরি চিতাগৃহের কাঠময় বৃষ-মূৰ্ত্তির খোদাই করা ফাপা পিঠের ভিতরে নামিয়ে রাখা হয়। চিতাগৃহের পিছনে খানিক দূরে বাশের আর একটা ঘর বানিয়েছে, এটতে রাজবাড়ীর মেয়ের এসে সমবেত হ’লেন । আর তার অপর পাশে বিদেশী আর স্বদেশী অভ্যাগতদের বসবার জন্য একটা চালাঘর তৈরী করা হ’য়েছে। ইতস্তত: লোকজন ঘুরে বেড়াচ্ছে—এই দাহস্থানে চার দিক থেকে লোকেরা এসে উপস্থিত হ’য়েছে। বাদুড় থেকে বোম্বাইয়ে’ খোজার দল, চীনে দোকানীর দল, আরব ফেরিওয়ালার!--সব এসেছে । দাহস্থানে মাঠের মধ্যে ছোটোখাটে আরও কতকগুলি চিতাগৃহ তৈরী হ’য়েছে ; আর যারা খরচ ক’রে খড়ের ঘর তুলতে পারে নি, তার অমনি একটা মাচ বেধে তার উপরে বৃষ বা সিংহ বা মংস্য মৃত্তির শবাধার সাজিয়ে রেখেছে । জনকতক ভারিক্কে চেহারার ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন, খালি গায়ে, রঙীন উত্তরীয় আর কাপড় পর, বোধ হয় এরা এই অঞ্চলের পদ গু বা মাতববর ব্যক্তি হবেন । সন্ধের দিকে, মাইল দেড়েক দূর রাজপ্রাসাদ থেকে মিছিলের মধ্যে শবাধার দাহস্থানে এসে পৌছুল । ওয়াদার উপরে ব’সে আর দাড়িয়ে সাদা কাপড়-পরা জনকতক পদণ্ড, আর পুঙ্গব স্থখবতীর ভাইটি—যার কথা আগে উল্লেখ ক’রেছি। ওয়াদটিকে চিতাগুহের সংশ্লিষ্ট সিড়ি পথের সঙ্গে মিলিয়ে দাড় করালে । শ্বেতবস্ত্রে জড়িত শবদেহ কাধে ক’রে নিয়ে আস্তে আস্তে সিড়ি-পথ দিয়ে নীচে নামালে । দেহের সঙ্গে দুই রাজ-ছত্ৰ চ’লল। দেহ নীচে নামিয়ে কাঠময় বৃষের অভ্যস্তরে রাখা হ’ল। সেখানে