পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বামনদাস বস্থ esrrmے ہمسودہ r۔ د میج. -- 80 y লেখাপড়া জানিতেন । বাংলা রামায়ণ মহাভারত ও গীত পড়িতে পারিতেন এবং তাহার দীর্ঘ ৮৬ বৎসরব্যাপী জীবনে এই গ্রন্থগুলি পুনঃ পুনঃ পড়িতেন । বামনদাস ১৮৮২ সালে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়া লাহোর মেডিক্যাল কলেজে ভর্তি হন । সালে মেডিক্যাল কলেজের শেয পরীক্ষায় একটি বিষয়ে তিনি ফেল হওয়ায় অত্যস্ত নিরুৎসাহ হইয় পড়েন । কিন্তু তাহার দাদ। শ্ৰীশচন্দ্র এবং ছোট ভগিনীপতি শ্ৰীযুক্ত তারণচন্দ্র দাস বিলাত যাইতে উৎসাহ দেওয়ায় ও সাহায্য করায় তিনি র্তাহাদের পরামর্শ অনুসারে ইংলণ্ড যাত্র। করেন । তাহার ঠিক পূৰ্ব্বে তাহার মাতার আদেশ অনুসারে তিনি এলাহাবাদের পরলোকগত হরিমোহন দে মহাশয়ের জ্যেষ্ঠ কহু শ্ৰীমতী কুকুমারী দেবীকে বিবাহ করেন। ১৮৮০ সালের আগষ্ট মাসে তিনি ইংলণ্ড পৌছেন। সেখানে তিনি প্রথমে এল-এস-এ,তাহার পর এম-আর-সিএস এবং সৰ্ব্বশেষে ১৮৯০সালের আগষ্ট মাসে আই এম-এস পরীক্ষায় উত্তীর্ণ হন। লাহোরে থাকিতে তিনি চিকিৎসাবিদ্যা ভাল করিয়া শিথিয়াছিলেন বলিয়া বিলাতে দুষ্ট বৎসবে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিয়াছিলেন । অতঃপর অফিসারদের শিক্ষা পাইবার পর তিনি ১৮৯১ সালের ১৩ই এঞ্জিল ইণ্ডিয়ান মেডিক্যাল সাবি সে রাজার কমিশন ( King's Commission } &ii*, *a I & *R** >** এপ্রিল তিনি বোম্বাই পৌছেন এবং বোম্বাই প্রেসিডেন্সী তাহার কৰ্ম্মস্থান নিদিষ্ট হয় । ১৯০৭ সালে পেন্সান লওয়া পৰ্য্যস্ত তিনি বোম্বাই প্রদেশেই কাজ করেন। মধ্যে মধ্যে যুদ্ধ উপলক্ষ্যে আফ্রিকা, চিত্রাল প্রভৃতি যাইতে হইয়াছিল । অন্তসময়েও তিনি প্রায়ই সৈন্যদলের সহিত কাজ করিতেন ; কেবল পুনা, আহমদনগর ও বেলগাওয়ে সিবিল সাজ্জনের কাজ করিয়াছিলেন । বেলগাঁওয়ে কাজ করিবার পরই তিনি পেন্সান গ্রহণ করেন । পেন্সান লইবার সময় তিনি “মেজর" ছিলেন। বালুচিস্থান, মালাকন প্রভৃতি স্থানে সৈন্যদলের সহিত গুরুতর শ্রমসাপেক্ষ কাজ করায় তাহার স্বাস্থ্য ভগ্ন হয়। তাহার “স্কাভি" পীড়া ও তাহ হইতে বহুমূত্র হয়। ইহা তাহার পেন্সান লইবার অমৃতম কারণ। বহুমূত্রজনিত ব্যাধিতে বৰ্ত্তমান ১৯৩• &brbr" সালের ২৩শে সেপ্টেম্বর এলাহাবাদে তাহার মৃত্যু ठूग्न । তিনি যে কেবল ষোল বৎসর চাকরি করিবার পর পেন্স্যন লাহোরে নিখিলভারতীয় আয়ুৰ্বেদিক কনফারেন্সের সভাপতি বামনদাস বহু গ্রহণ করেন,ভগ্ন স্বাস্থ্য তাহার উপলক্ষ্য হইলেও ডাহা একমাত্র কারণ ছিল না। তিনি তেজস্বী ও স্বাধীনচিত্ত ছিলেন। তাহার নিজের আত্মসম্মানবোধ এবং জাতীয় সম্মানবোধ প্রখর ছিল । এরূপ লোকের পক্ষে সৈন্যদলের ব্রিটিশ কৰ্ম্মচারীদের সহিত মিলমিশ ও চলাফির প্রতি কর