পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য। ] দেশদ্রোহী 8స్సె তাদের জন্তে মাথা ঘামিও না। আমি তোমায় যা বলছি তা লেখ ।” আসন্নমুতুার মুখে বসিয় তাহাকে এ ভাবে হিসাব নিকাশের ব্যবস্থা করিতে দেপিয়া, ফরাসীরা তারিফ করিয়া হাসিতে লাগিল । কেরাণী কলম হাতে করিয়া লিখিবার জন্য প্রস্তুত ইষ্টয়া বসিল । গাসিয়া নিমন্ত্রিত বর্গকে সম্বোধন করিয়া বলিলেন, “মহাশয়গণ, দেগা যাক, কার কত রুতিত্ব বেশী। যে যেমন ভাবে বসেছেন, তেমনি ভাবে ধরা যাক। কাপ্তেন, আপনি পিরেনিস্ পার হবার পর কতগুলি স্প্যানিয়ার্ডের প্রাণবধ করেছেন ?” ফরাসীরা সমস্বরে চীংকার করিয়া বলিল, “বাহব: বেশ ! বেশ ফুঠি হবে ।” গাসিয়। প্রথম র্য{হাকে ব'লয়াছিলেন, সেই ফরাসী বসিয়া স:স্বাধন করিয়া কথা কাপ্তেন সোজা হইয়। গোফ টানিতে টানিতে বলিলেন, “নিজের করে আমি দশ কি এগারো জন মেরেছি বলে ধরতে পার ।” ডাক্তার তাহার কেরাণীকে বলিলেন, “খণের দিকে এগারো লেখ ।” -- কেরাণী তাহাই লিখিয়া বলিল, “এগারে লিখিলাম ।” গৃহকৰ্ত্ত বলিলেন, “বেশ চলুক। শ্ৰীযুক্ত জুলিয়ান, আপনি ক'জনকে মেরেছেন ?” “আমি ছ'জনকে মেরেছি।” “সেনাপতি আপনি ক’জনকে মেরেছেন ?” দেনাপতি বলিলেন, “আমি জন জুড়ির দফা নিকেশ রেছি বোধ হচ্ছে।” তাহার পর পরে পরে কয়েকজন বলিয়া গেল “আমি আটজন”, “আমি চৌদ্দজন”, “আমি একজনকেও বারিনি”, “আমি ঠিক বলতে পারি না, চোখ বুজে গুলি চালিয়ে গিয়েছি।” sist এইভাবে সবাই উত্তর দিতে লাগিল, সঙ্গে সঙ্গে ক্যালিডোনিও লিখিয়া চলিল। সকলের নামে লেখা হইবার পর গালিয়া বলিলেন, "মহাশয়গণ, এখন জঙ্ক সারে কি লিখতে হবে দেখা যাক । を{(5 कt८६gन अवाब्र श्राभब्र) আপনাকে দিয়েই গুরু করছি । ५क्रन, “हे मूर्ध्ना १नि श्राग्नe ९िमदक्ष्व्र ध्रण, उाइल আপনি আরও ক’জন স্প্যানিয়ার্ডকে মারতে পারবেন বলে বোধ হয় ?” কাপ্তেন বলিলেন, “সে কথা কি কখনও বলা যায় ?” গালিয়া বলিলেন,"একটু কষ্ট করে ভেবে দেখুন না ?” কাপ্তেন বলিলেন, “আরও এগারো জন বলে লিখুন।” ডাক্তার বলিলেন, “বা ধারের সারে "এগ:রো’ লেখ।” কালিডোনিও তাহাই লিখিল । - গার্সিয়া যে ভাবে আগে সকলকে জিজ্ঞাসা করিয়াছিলেন, এখনও সেই ক্রমে জিজ্ঞাসা করিয়া চলিলেন, “আপনি ক’জনকে ?”

  • আমি বোধ হয় পনেরে! জনকে ৷” “আমি কুড়িজনকে ।” “আমি একশ’ জনকে, খুব কম হলেও ” *আর আমি একহাজার জনকে "

ফরাসীদের ভিতর এই ভাবে প্রায় সকলেই উত্তর निल । - গার্সিয়া গৃঢ় বিদ্রুপের সহিত হাসিয়া বলিলেন, ক্যালিডোনিও, প্রত্যেকের নামে দশজন করে লিখে রাথ । আর এর পর যোগ করে দেখ ।” বেচার ক্যালিডোনিওর তখন ভয়ে কালঘাম ছুটিতে আরস্ত করিয়াছিল, তবু প্রভূর কথা অবহেলা করিবার সাহস তাহার হইল না, আঙ লে গণিয়া গণিয়া সে যোগ দিতে লাগিল । কয়েক মিনিট সকলে নীরব থাকিবার পর কেরাণী বলিল, “একদিকে হচ্ছে ২৮৫, আর একদিকে ২৪০ ৷ গাসিয়া বলিলেন, “তাহলে হ’ল, ২৮৫ জন হত এবং ২•• জন মৃত্যুদণ্ড প্রাপ্ত । সব জড়িয়ে ৪৮৫ জন স্প্যানিয়ার্ডের জীবন নষ্ট হবে ।" - তাহার গলার স্বর এমন গম্ভীর জার শোকাকুল যে, ফরাসীরা ভীতভাবে পরস্পণের মুখ দেখিতে লাগিল । গার্সিয়া তখন মনে মনে ক্ষার একটা হিসাব করিতে ছিলেন। হিসাব শেষ হইবামাত্র তিনি চীৎকার ঋরিয়া বলিলেম “আমরা সকলেই ধীর পুরুষ। আমরা