পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ..............--ബ്--ജ്ഞബ്-l. AMAAASAASAASAASAASAAMAMMAAAS SAASAASAASAASAAMMAMAMMSAeAiAAASAAAS গোধূলি-লগনে তোমায় আমায় পথের তীর্থে মিলন হ’ল, কুণ্ঠ কাটায়ে অয়ি মায়াময়ী, স্বপ্ন-উতল নয়ন তোল, স্বৰ্গ মাগিছে মাটির পরশ, মৰ্ত্তা মাগিছে স্বর্গভূমি, তোমারে খুঁজেছি, তুমিও খুজেছ, তোমারে চেয়েছি, চেয়েছ তুমি । দুটি নয়নের মদির দীপ্তি দুনিয়নে আজ লাগালে ঘোর, কোথায় থাকিব, কোথায় রাখিব, কি করিব আমি, কি হবে মোর t - এ কি জাগরণ, এই কি স্বপন, এ কি হলাহল, এই কি স্বধী, এ কি মরণের পরম তৃপ্তি, এ কি জীবনের অমর ক্ষুধা! অধরে অধর করিল স্পর্শ, তড়িৎ ছুটিল শোণিত মাঝে এ দেহযন্ত্র বাজিয়া উঠিল আগুনের বীণা যেমন বাজে । গন্ধমদির বাতাস অধীর, আকাশ অথির আলোয় আলী, তীব্র মুখের বেদনা বুকের গহনে জালায় দহন-জালা কুন্দ ধবল জ্যোংমা-নিঝরে ঝরিছে অবিশ্রান্ত ধারা, সুনীল আকাশ, সবুজ সাগর, হামল বনানী আত্মহারা । শাথায় শাখায় বকুল আকুল, কুয়ে কুঞ্জে যুথিকা বেলা, অশোকে অশোকে লাল তরুবীথি, কাননে কাননে ফুলের মেল । “আজি পূর্ণিমা, আজি পূর্ণিমা, ঘেরা ঘরে থাকা আজ কি ভালো, আমায় ডেকেছে সাগরের জল, আমায় ডেকেছে চাদের আলে ।” “তোমায় ডেকেছে আকাশের চাদ, তোমায় ডেকেছে সাগর-বারি, তোমায় ডেকেছে স্বদূরের পথ, আর কি ধরিয়া রাখিতে পারি ?” ঝিল্লীর স্বর বাজে ঝিম ঝিম, নিঃকুম রাত অন্ধকার, আকাশে নাহিক তারার চিহ্ন, বিলুপ্ত জ্যোতি চন্দ্রমার । অন্ধ উষর বন্ধুর পথ, ধূম্ৰ-ধূসর গগনতল, এমন গহন গভীর রাত্রে, যাত্রার নিলে কি সম্বল ? হায় পথহারা ব্যাকুল বালিকা, কি ঘোর তামসী, কোথায় তুমি । গুমরি গুমরি র্কাদে বিভাবরী, লোটে সমীরণ চরণ চুমি । ষেয়ে না ধেয়ে না ওদিকে যেয়ে না, ও পথ ভীষণ, ও দিক ভুল, চলন্ত-শিখা নাচে বিভীষিকা, ছোটে জলস্ত উল্কাকুল । এস এস এস ফিরে এস তুমি, যেয়ো না যেয়ে না ধেয়ে ন। আর, ও জালোয় পথ প্রদীপ্ত হ’লে ফিরিবার পথ অন্ধকার । ওপৰে যে খায় সে পথ হারায়, ওপথে ৰে যায় পায় না ভূমি বাঞ্চকন্তু কাদিয়া ফিরিছে, ধেয়ে না যেয়ে না যেয়ে না তুমি ।