পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবির বিবাহের প্রস্তাব করিলেন । এবার সখিনা বিবি স্পষ্টভাষায় উত্তর দিলেন, “ন৷ ” “সৰ্ব্বনাশ হইল, সৰ্ব্বনাশ হইল,” বলিয়া বর্ষীয়সী রমণীগণ চীৎকার করিয়া উঠিলেন। উকীল সাহেব ও সাক্ষীগণ কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া বসিয়া পড়িলেন । শেষে সকলে পরামর্শ করিয়া আমীর সাহেবকে ডাকিয় পাঠাইলেন। তিনি সমস্ত শুনিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে বলিলেন, “সখিনার বয়স এখনও পনর বৎসর হয় নাই, সে এখন অপ্রাপ্তবয়স্কা । মুসলমান শাস্ত্রে বিধান আছে, পাত্রী অপ্রাপ্তবয়স্ক হইলে তাহার এজেনের দরকার হয় না, পিতার এজেনেই তাহার বিবাহ হইবে । তোমরা বিবাহ-সভায় কাজী সাহেবের নিকটে গিয়া বল, অপ্রাপ্তবয়স্ক কন্যার পক্ষে আমি পিতা বিবাহে এজেন দিতেছি । তাহা হই’লই বিবাহ শাস্ত্রসন্মত হইবে ।” তাহাই হইল। পিতার এজেনে সথিন বিবির শুভবিবাহ সম্পন্ন হইল । 8 শুভবিবাহ শেষ হইবার পরই আমীর সাহেব বাটাতে আসিয়া সখিনা বিবিকে বলিলেন, “আমার সম্মতিতে তোমার শুভবিবাহ সমাধা হইয়াছে। আর ছেলেমাতুষী জেদ করিয়া কোনো ফল নাই। এখন বস্ত্রীলঙ্কার পরিয়া প্রস্তুত হও । পাত্রের সহিত শুভদৃষ্টির পর স্বামী গৃহে যাইতে হইবে।” সখিনাকে আর বস্ত্রীলঙ্কার পরিবার জন্য জিদ করিতে হইল না। সে আপনি উঠিয়া চক্ষের জল মুছিয়া শুষ্কচক্ষে নববধূর বস্ত্ৰালঙ্কার পরিতে আরম্ভ করিল। তখনও তাহার মুখখানি দৃঢ়তাব্যঞ্জক । বলিদান 6:8:S পাত্রের সহিত শুভদৃষ্টির পর সখিনা বিবি স্বামীগৃহে যাইবার জন্ত পাবীতে উঠিল । পান্ধীতে চড়িবার জন্য কাহাকেও বলপ্রয়োগ করিতে হইল না । অনেকে বলিতে লাগিলেন, “এতক্ষণে মেয়ের স্ববুদ্ধি হইয়াছে । স্বামী কি ধন মেয়ে ক্রমেই বুঝিতে পরিবে ।” সখিনা বিবি পাল্কীতে চড়িয়া স্বামী-গৃহে চলিল । 6t স্বামী-গৃহে সখিন বিবির এক রাজি কাটিয়া গেল । ভোরের বেলা সখিন বিবি এক বাহিরে ‘ আসিয়া জববার সাহেবের ভগ্নী তমল্লা বিবির নিকট র্কাদকঁাদ স্বরে বলিল, “আম্বন, আপনার ভাইসাহেব কেমন হইয়া গিয়াছেন, দেখিবেন আস্থন ।” '፩ তমল্লা বিবি তাড়াতাড়ি উঠিয়া ভ্রাতৃগৃহে আসিয়া দেখিলেন, জব্বার সাহেব মৃতবৎ বিছানায় পড়িয়া আছেন, ডাকিলে উত্তর দিতেছেন না এবং নড়িতেছেন না । তাড়াতাড়ি একজন এ্যাসিষ্টাণ্ট সার্জনকে ডাক হইল। তিনি আসিয়া বিশেব পরীক্ষা করিয়া দেখিয়া বলিলেন, “বিবাহের উত্তেজনায় রক্তের চাপ বৃদ্ধি হওয়ায় হঠাৎ পক্ষাঘাতে রোগীর মৃত্যু হইয়াছে।” আমীর সাহেবের নিকট তাড়াতাড়ি সংবাদ পাঠানো হইল । তিনি এই দুঃসংবাদ পাইয়াই জামাতার গৃহে আসিলেন । তিনি কহিলেন, “সখিনার কপালে যাহা ছিল তাহ হইয়া গেল। যা হোক তার আইবুড় নাম ত ঘুচিল ।” সখিনা বিবি বস্ত্রীলঙ্কারে ভূষিত হইয়া শুষ্কচক্ষে স্বামিগুহে আসিয়াছিল। একদিনের পর আভরণহীন হইয়া জাবার শুষ্কচক্ষে পিতৃগৃহে চলিল । S2 8 الأجسسسدية 8