পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] পৰ্য্যস্ত পাট সংক্রান্ত প্রায় সমস্ত জ্ঞাতব্য বিষয় সরল ভাষায় বর্ণিত হইয়াছে। অধিকাংশ বিষয়ই নির্মলবাবুর নিজ অভিজ্ঞতা হইতে লিখিত, তাই বর্ণনাগুলি বেশ বাস্তব ও সহজবোধ্য হইয়াছে। বইখানিতে অর্থনীতির কুট প্রশ্ন ও সমস্তার সমাবেশ কিছু নাই, অথচ বালক ও প্রবীণ সকলেরই জানিবার বিষয় অনেক রহিয়াছে। দুর্ভাগ্যক্রমে দুই এক স্থানে পুস্তিকাখানির তাড়াতাড়ি প্রকাশের লক্ষণ হিয়া গিয়াছে। যেমন ৩৬ পৃষ্ঠায় দ্বিতীয় প্যারার শেষ অংশে ভ্রমক্রমে ১০ টাকা দর স্থলে ৭ টাকা মুড়িত হইয়াছে। ফলে গ্রন্থকারের একচেটিয়া দরের আলোচনা পাঠকের পক্ষে বোঝা কঠিন হুইয়া দাড়াইয়াছে । মোটের উপর বইখানি খুব সময়োযোগী হইয়াছে। শ্ৰীনলিনাক্ষ সাদ্যাল বহ্নিশিখা—উপহাস - শ্ৰীগৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। প্রকাশক শ্ৰীঅজিত শ্ৰীমানী, ২a৪, কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাতা। ডবল ক্রাউন ষোড়ষাংশিত ৩২৪ পৃষ্ঠা। কাপড়ের মলাট, রূপালি হরফে নাম লেখা। মূল্য দুই টাকা। গল্প, উপন্যাস, নাটক ও শিশু-সাহিত্য রচনা করিয়া সৌরীন্দ্রবাবু বাংলা সাহিত্য-ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করিয়াছেন । তিনি বাংলা সাহিত্যের এফজন prolifiং লেখক । তার রচনা স্রোতোধারার মত অবাধে অবলীলায় বহিয়া চলে-তার মধ্যে কষ্টকল্পনা বা কুত্রিমতার লেশমাত্র নাই। আলোচ্য উপন্যাসখানিতেও রচনার সেই প্রাঞ্জলতা বৰ্ত্তমান । কলিকাতা শহরে জুয়াচোরের অভাব নাই -সমাজের সকল স্তরেই তার বিরাজ করে । সকলের শিক্ষা-দীক্ষা সমান না হইলেও সকলেই বুদ্ধিজীবী । খবরের কাগজ মারফৎ তাদের অভিনব কীৰ্ত্তিকলাপ প্রায়ই আমরা শুনিতে পাই । তেমনি এক জুয়াচোর দলের নকল কুমার-বাহাদুর-এক শিক্ষিত সুদর্শন বাঙালী যুবক বহিশিখা'র মায়ক । তার নাম গিরিজা। সে ও তার বন্ধু গুণমূল, অদৃষ্ট স্বপ্রসন্ন না হওয়ায়, কতকটা যেন অভিমানন্তরে এই অষ্ঠায় কাজে নামিয়াছে । শিকারের খোজে কলিকাত অাদিয়া দুই বন্ধু ঘটনাচত্রে এক অতি-আধুনিক শিক্ষিত তরুণ-তরুণী সম্প্রদারের সঙ্গে জড়াইয়া পড়িল । এই সম্প্রদায়ের সভ্যদের ছবি খুব বাস্তব হইয়াছে—এমন কি কোনো কোনো চরিত্রকে চেনা-চেন মনে হয়। ইহাদের হাব-ভাব, কথাবাৰ্ত্ত, চিন্তাধারার মধ্যে নুতনত্ব আছে—হাসির উপাদানও কম নাই। গিরিজা এই দলের সংস্রবে আসিয়া দুটি নারীর স্নেহ ও প্রেম লাভ করে ; এবং তার ফলে মন নিরাময় হইয়া উঠিলে অসৎ সংসর্গ ত্যাগ করিয়া স্বায়ুপথে জীবনযাপনে উদযোগী হয় । গল্পের নায়ক গিরিজার চেয়ে তার বন্ধু ও সহকারী স্তমিল তলি गुग्रिएछ। उडाइँ भन्न भन्, जैक्र दृक्कि, भाबिंठ -िु" উপর রাগ বা বিরক্তি আসে না। তার adventurous হইলেও eminently lovable—wh qwtā to co startni, si অকৃত্রিম ও মধুর। আলোচ্য গ্রন্থের শ্রেষ্ঠ চরিত্র মায়—নিঃসন্দেহ সে-ই উপন্যাসের নায়িক । মায়। মন মুগ্ধ করে-সুক্ষর tragic figure ! খইয়ের আগাগোড়া তার ছবি উজ্জ্বল হইয়া আছে। প্রেমাম্পদের হুখের পুস্তক-পরিচয় 6 (; 3) কন্তু তার সকরুণ আত্মবিলোপ পাঠকের চিত্ত পর্ণ না করিয়া পারে না । বইখানির নিভুল পরিষ্কার ছাপা প্রশংসার যোগ্য। যাযাবর—ত্ৰপ্ৰবোধকুমার সাম্বাল প্রণীত এবং কলিকাতা ২.e, কর্ণওয়ালিস প্লট হইতে শ্ৰীঅভয়হরি শ্ৰীমানী কর্তৃক প্রকাশিত। ডবলক্রাউন ঘোড়াংশিত ১৭৪ পৃষ্ঠা, রূপালি হরফে নাম লেখা কাপড়ের প্রচ্ছদ, দাম পাচ সিকা । আলোচ্য গ্রন্থ উপস্যাসের ছদ্মবেশে ছোটগল্পের সংগ্রহ। ভুমিকায় লেখা আছে—”এই উপন্যাসখানি বিভিন্ন দামে ও আংশিকভাবে 'কালি-কলম","কল্লোল', 'উত্তর' ও 'বঙ্গবাণী'তে ক্রমশ প্রকাশিত হুয়েছিল ৷” লেখা মন্দ নয়, কিন্তু গল্পগুলি দুৰ্ব্বল মেরুদণ্ডহীন—ইংরেজীতে যাকে বলে thin’। ওরই মধ্যে গৌরীর গল্পে একটু গল্পত্ব আছে। যতদূর জানি, "যাযাবর" নবীন লেখকের প্রথম বই-কালক্রমে উপলব্ধি আরও গভীর হইলে তার রচনার উৎকর্ষ বাড়িবে আশা করি। শ্ৰীসুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রক্তের সম্বন্ধ—ঐশচীন্দ্রলাল রায়, এমূ-এ প্রণীত । প্রকাশক ডি. এম. লাইব্রেরী, ৬১নং কর্ণওয়ালিস্ ট্রট, কলিকাতা। পৃঃ সং ৮৬ ৷ রক্তের সম্বন্ধ' ও 'খেয়ালী দুটি বড় গল্প আছে। লেখকের ভাষাটি বেশ মিষ্ট । দু-চার কথায় ব্ৰঞ্জেশ্বরীর চরিত্রটি ভারী স্বন্দর ফুটিয়াছে । খেয়ালী’ গল্পটিই বেশ ভাল লাগিল । ঐবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাচ ও মণি—মৌলভী একরামুদিন প্রণীত । প্রকাশক মোহ দিন এও কোং, ৬৬১-এ বৈঠকখান রোড, কলিকাভা । মূল্য দেড় টাকা । উপন্যাসখানি স্ববৃহৎ । নানারূপ ঘটনা ও চরিত্রের সমাবেশে গল্পটিকে ঘোরালো করা হইয়াছে। সকল চরিত্রের বৈশিষ্ট সম্পূর্ণভাবে ফুটিয়া না উঠিলেও, গল্পের স্রোত অব্যাহতভাবে বহিয়া যাওয়ায় পাঠকের নিকট উপন্যাসখানি কৌতুহলোদ্দীপক হইবে স্বশীলার চরিত্রে বিলাতী গভর্ণে এবং প্রভাবতীর চরিত্রে বিলাতী এডভেঞ্চারেসের ছাপ পড়িয়াছে। গ্রন্থকারের মত উদার এবং রচনারীতি প্রশংসনীয়। স্থানে স্থানে উপহার রসিকত। বিশেষ উপভোগ্য। বইখানির গল্পাংশ চিত্তাকর্ষক। ছাপ ও বাধাই ভাল । আমরা লেখকের সম্প্রদায়িকতাহীন সহৃদয়তার প্রশংসা করি । কালু সর্দার—এঁরবীন্দ্রনাথ সেন প্রণীত এবং এলাহাবাদ ইভিয়ান প্রেস হইতে প্রকাশিত। মূল্য বার আনা। ইহ ছেলেমেয়েদের উপস্তাস বলিয়। কথিত হইয়াছে। বইখানি রূপকথা-জাতীয় । গল্পের সাবলীল প্রবাহ রূপকথার প্রাণ। রূপকথা আপনি ঘোরালে হইয় উঠে, ইচ্ছা করিয়া গল্পের মোড় ঘুরাইতে হয় না। বইখানিতে কিন্তু বার-বার এই চেষ্টার লক্ষণ পরিলক্ষিত হয়। এই চেষ্ট ন ফুটিয়া উঠিলে ছেলেদের কাছে গল্পটি সম্পূর্ণ উপভোগ্য হইয়া উঠিত । সে বললে না সে বললে ? জিজ্ঞাসা করলো না জিজ্ঞাসা করলে’, ‘দেখলো লা দেখলে ? মনে হয় চলিত दाँजाग्र जिब्राद्र ब्रश शनिर्मिहे शश्वांद्र नभग्न अॉनिग्राइ, विप्लषष्ठ শিশু-সাহিত্যে । ঐশৈলেন্দ্রকৃষ্ণ লাহী