৪র্থ সংখ্যা ] ヘヘヘ・ヘヘヘヘヘヘヘヘヘヘヘペ*******・ヘヘヘヘヘヘヘヘ・・・・・、ヘ・・ হইতে দাও না । যুদ্ধ-শিক্ষার স্থযোগ দিয়া আমাদিগকে দেশ রক্ষার ভার দাও।” এই দাবির বিরুদ্ধে নূতন নূতন বাজে আপত্তি তোলা ক্রমশঃ কঠিন হইয়া উঠিতেছে । এখন ইংরেজ রাষ্ট্রনীতিবিদের অন্য পথ ধরিয়াছেন। আমরা বরাবর বলিয়া আসিতেছি, “কানাডা অষ্ট্রেলিয়। প্রভৃতি ডোমীনিয়ন এক এক আত্মরক্ষায় অসমর্থ, অথচ তোমরা তাহাদিগকে স্বশাসন ক্ষমত। দিয়াছ ; আমাদের বেলায় কেন অন্য রূপ নীতি অবলম্বন কর ?” ভাবতীয়দের মুখের এই কথাটি যেন কড়িয়া লইয়া ব্রিটিশ মন্ত্রী মিঃ টমাস সেদিন গোলটেবিল বৈঠকের ডিফেন্স ( অর্থাৎ দেশরক্ষা । সব-কমিটির এক অধিবেশনের সভাপতিরূপে বলিয়াছেন, “Complete Indianization was not necessary as a preliminary to the attainment of responsible “প্রজাদের কাছে দায়ী গবন্মের্ণট স্থাপনের আগে সৈন্যদলের সম্পূর্ণ ভারতীয়তপাদন আবশ্বক নহে,” এবং নঞ্জীর স্বরূপ বলেন, “the government,” still British Navy for protection,” “Cossaloof এখনও তাহদের রক্ষার জন্য ব্রিটিশ রণতরী বিভাগের উপর নির্ভর করে ।” Dominions were dependent on the মন্ত্রী মিঃ টমাসের এইরূপ উক্তিতে আমাদের অসতর্ক হইয় পড়া উচিত নয়। র্তাহার কথা, ভারতীয় সৈন্যদলে ভারতীয়দিগকে শীঘ্র শীঘ্র সমস্ত সেনানায়কত্ব না-দিবার একটি ছল মাত্র হইয়া দাড়াইতে পাবে। ব্রিটিশ গবন্মেন্ট ভারতীয়দের যুদ্ধশিক্ষার জন্ত নূতন বৃঃত্তর আয়োজন কি করেন, আগে দেখা যাক্ । বঙ্গের রাজস্ব হ্রাস সরকারী প্রেস অফিসারের একটি বর্ণনা-পত্র অনুসারে এ বৎসর বঙ্গের রাজস্বে ৮৭,৬৬,••• টাকা ঘাটতি পড়িবার সম্ভাবনা। রাজশ্বের কোন দফায় শতকরা বিবিধ প্রসঙ্গ—আয়ুৰ্বেদ সম্বন্ধে গণনাথ সেন JAAASA SAASAASAASAAASMMMSASAJS Qb・Q。
- ・ヘ”ヘヘヘヘヘヘヘ・vヘヘヘ・ヘヘヘヘヘヘ...xヘヘヘヘヘヘ* *・ヘヘヘヘ
কত টাকা কম পড়িবার সম্ভাবন তাহ। নীচের ফর্দে দেখান হইল । জমীর খাজন। 。. br আবকারী 8 R.(t o ষ্ট শপ ఫిఖీ,\లి(t রেজিষ্ট্রেশন 29. е а অরণ্য ৩.৭৯ আমোদ প্রমোদ ও বাজী রাখার উপর ট্যাক্স ২.০৫ বিচার a。○8 పెt.83 অবকারীর আর হ্রাস মানে মাদক দ্রব্যের ব্যবহার হ্রাস, এবং ষ্ট্যাম্পের আয় হ্রাস মানে প্রধানতঃ মোকদ্দমা হ্রাস । কোনটাই দুঃখের বিষয় নহে । আয়ুৰ্বেদ সম্বন্ধে গণনাথ সেন মহীশুরে এবার ভারতীর আয়ুৰ্বেদ সম্মেলনের একবিংশতম অধিবেশন হয়। মহামহোপাধ্যায় কবিরাজ গণনাথ সেন তাহাতে সভাপতি রূপে মুচিস্তিত, পাণ্ডিত্যপূর্ণ বক্তৃত করেন। তিনি তাহাতে এই প্রচলিত ধারণার সতেজ প্রতিবাদ করেন, যে, যে-সকল ঋষিকে আয়ুর্বেদের উদ্ভাবক মনে করা হয়, তাহারা সৰ্ব্বজ্ঞ ছিলেন, জ্ঞানের সম্পূর্ণতায় উপনীত হইয়াছিলেন, এবং আয়ুর্বেদের অঙ্গহানি না করির। তাহার কোন পরিবর্দ্ধন ব৷ উৎকর্ষসাধন সম্ভবপর নহে । তিনি প্রামাণিক গ্রন্থ হইতে বচন উদ্ধৃত করিয়া দেখান, যে, ঋষিরা নিজেদের জ্ঞানের অসম্পূর্ণতা স্বীকার করিয়া গিয়াছেন, এবং মূল চরক ও সুশ্ৰুত সংহিতার অনেক মূল্যবান অংশ হারাইয়া গিয়াছে। অন্যান্য কথার পর তিনি আয়ুর্বেদের সংস্কার ও উন্নতিসাধন চেষ্টার প্রস্তাব করেন ।