পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qb"&。 SASJAAA SAAAAAS AAAS SAMA SeMAASASMSMAJSJ SJSAM SMAMMAMAAASA SAAAAS বাবুরাও গেম্বর আত্মোৎসর্গ বোম্বাইয়ের বাবুরাও গেম্বু বিদেশী কাপড় বোঝাই মোটর লরী থামাইবার জন্ম তাহার সামনে দাড়াইয়াছিলেন । সেই অবস্থায় তিনি মোটর চাপা পড়িয়া নিহত হন। র্তাহার অস্ত্যেষ্টিক্রিয়ায় সকল ধৰ্ম্মের লক্ষাধিক লোক যোগ দিয়া তাহার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন । তাহার মৃত্যুতে বিদেশী বস্ত্র বর্জনের চেষ্ট নূতন উৎসাহের সহিত চলিতেছে। র্তাহার মৃত্যুর অনভিপ্রেত পরোক্ষ কারণ স্বরূপ একটি কথা বোম্বাইয়ের ইণ্ডিয়ান সোশ্যাল রিফমারে দেখিলাম। বোম্বাইয়ের একজন প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট বিবেচনা না করিয়া বলেন,"চলন্ত মোটর লীর সামনে আত্মনিক্ষেপ করিয়া, পিকেটারদের নিজেদের অকপটতা প্রমাণ করা উচিত।” রিফমারের প্রবীণ সম্পাদক লিখিয়াছেন, “আমরা যখন এই লঘুতাপ্রস্থত উক্তির রিপোর্ট পাঠ করি, তখন মনে করিয়াছিলাম ইহার ফলে গুরুতর কিছু ঘটনা ঘটিবে।” দুঃখের বিষয় তাহ ঘটিয়াছে। বাবুরাও গেম্বু ছিলেন একজন অজ্ঞাত অখ্যাত যুবক। তিনি (দ্বিজেতর) কামাটি-জাতীয়। অথচ তাহার শব-বহন সব জাতির লোকে করিয়াছে। হিন্দুদের মধ্যে একান্ত লোকাভাব না হইলে স্ত্রীলোকের শ্মশানে শব লইয়া যান মা ! এক্ষেত্রে শববাহীর অভাব ত ছিলই না—আধিক্যই বরং ছিল । তথাপি মহিলারাও র্তাহার শব বহন করিয়াছিলেন। অধিকন্তু, বোম্বাইয়ের “যুদ্ধ মন্ত্রণাসভার” নেত্রী ঐযুক্ত স্নেহলতা, হজরং নামী এক সন্ধান্ত ব্ৰাহ্মণমহিলা শ্ৰীমানূ বাবুরাওয়ের চিতায় অগ্নি সংযোগ করেন। ইহাও গোড় হিন্দুরীতির বিরুদ্ধ। স্বাঞ্জাতিকতার প্রবল তরঙ্গাঘাতে অনেক প্রাচীন অনাবশু্যক সংস্কার বিনষ্ট হইতেছে ও হইবে । ঢাকায় দীপালি প্রদর্শনী কলিকাতায় নারীশিক্ষা সমিতি ও সরোঞ্জনলিনী নারীমঙ্গল সমিতি যেরূপ কাজ করেন, ঢাকায় দীপালি সঙ্য প্রবাসী—মাঘ, ১৩৩৭ AMMEMeJAMSBBA AMAAA SAAAAAAASAAAA [ ৩০শ ভাগ, ২য় খণ্ড JAeMMAMAAA AJSAAJeMMMMA AAAJeeeAMAJS কতকটা সেইরূপ কাজ করেন । এই সঙ্ঘের নারীশিক্ষ মন্দিরে গড ডিসেম্বর মাসে মহিলাদের প্রস্তুত নানাবিধ শিল্পসামগ্রীর প্রদর্শনী হইয়াছিল। এই প্রদর্শনীর সংশ্রবে ছাত্রীদের সঙ্গীতের প্রতিযোগিতা, আবৃত্তির প্রতিযোগিতা প্রভৃতি হইয়াছিল। বিবাহিত বালিকারাও কোন কোন প্রতিযোগিতায় যোগ দিয়াছিলেন। চরখা ও টেকোর প্রতিযোগিতাও হইয়াছিল । শেব দিনে লাঠি ও ছোরা খেলার প্রতিযোগিত হইয়াছিল । এই সব অনুষ্ঠান প্রশংসনীয়, এবং নারীদের জীবনকে বৈচিত্র্য ও আনন্দে পূর্ণ করে এবং তাহাদের শিক্ষার সহায়তা করে । বোম্বাইয়ের ইউরোপীয়দের রাষ্ট্রীয় মত বোম্বাইয়ের এংলোইণ্ডিয়ান দৈনিক টাইমস্ অবইণ্ডিয়া ভারতবর্ষের জন্য ডোমীiনয়ন ষ্টেটাস সম্বন্ধে বে-সরকারী ইউরোপীয়নদের মত জিজ্ঞাসা করেন । প্রায় এক হাজার জন মত দিয়াছিল । তাহার মধ্যে ৮১৮ জন ডোমীনিয়ন ষ্টেটসের পক্ষে এবং ১৬৫ জন বিরুদ্ধে মত দেয় } বোম্বাই অঞ্চলে সত্যাগ্রহ ও বিদেশীবর্জন খুব প্রবল বলিয়। সেখানে বেশীর ভাগ ইউরোপীয় ডোমীনিরান ষ্টেটাসের পক্ষে মত দিয়া থাকিবে । মসজিদের সম্মুখে সঙ্গীত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি স্থলেমান এবং ইয়াং একটি মোকদ্দমার রায়ে এই মত প্রকাশ করিয়াছেন, যে, ব্যক্তিগত ভাবে এবং হিন্দুসমাজের সভ্য হিসাবে, মসজিদের সম্মুখ দিয়া সঙ্গীত সহকারে শোভাযাত্রা করিবার অধিকার হিন্দুদের আছে ; কেবল ম্যাজিষ্ট্রেট ও পুলিসের আদেশ মানা দরকার ; স্থানীয় ঐতিহ্য ও দেশাচারের সহিত এই অধিকারের কোন সম্পর্ক নাই । z