পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৮ প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ২য় খণ্ড गौरङण रुन्ण–किस्त्र झश नाभिनौं, ७थाप्न थात्र না-চল চলে যাই কোথাও । আমাদের বেঁচে থাকৃতে হবে যে ! দামিনী মুক্তির নিঃশ্বাস ফেলে উঠে দাড়াল,—তাই চল। এখানে থাকৃলে আমাদের ঘরও হয়ত ভেঙে যাবে । চল |’ . . 舉 豪 變 弹 গ্রীষ্ম যায়, বর্ষা যায়—একটি একটি ঋতু ঘুরে ঘুরে পার হয়ে যায় । যারা ছিল এবং যারা নেই তাদের ৰখা' কেউ মনেও করে না । সুধ্য আলো বিকীর্ণ করে, রাতে জ্যোৎস্ব ছড়িয়ে পড়ে, আকাশে ওঠে তারা, গাছে ফোটে ফুল ও ফল—কিন্তু তাদের কি ! মাটির নীচে যারা জালে জড়িয়ে থাকে, উপরের পৃথিবীর থবর তারা রাখবে কেন ? পাপের স্বভাব সৌন্দৰ্য্যকে ভুলে থাকা ! গলির এ-মোড়ে দামিনীর ঘর থালি পড়ে থাকে, গলির ও-মোড়ে বীণার ঘরে কেউ প্রবেশ করে না । ও-জান্‌লাটি তাকিয়ে থাকে এ-জান্‌লাটির দিকে। এ করেছে স্বন্দর জীবনের তপস্তা, ও করেছে আত্মহত্যার সাধনা ! নৈপুণ্য শ্ৰীসুধীরকুমার চৌধুরী একদা নিপুণ হাতে, ... মানুষ গড়িল তার অসিকলকের তীর্ঘাতে - প্রস্তরের সুন্দর মুরতি ; জালি’ দীপারভি কহিল সে, “এ মোর দেবতা, এর নাম *ঞ্জাতি রাখিলাম।” তারপর আপনার নৈপুণ্যেরে বহু বাখানিল ।

  • "

সারা নিশি দিশে দিশে সঘনে হানিল * * জয় জয় রব । ফুলমালা-দীপালি-চন্দনে, - নৃত্যগীত-মহোৎসবে, শস্বঘণ্টা-বাণীয় বন্দনে । ধীরে রাত সারা হয়।—পূৰ্ব্বাকাশ-তীরে হোমাগ্নি-শিখায় ঢালে নিশা তার শেষ অস্থিতিরে তমিত্রার পাত্র শূন্ত করি । সহসা সে নিশাকাশ ঘন ঘন উঠিল শিহরি' ঝঙ্কার ঝঞ্চনে । দিশে দিশে চক্রের ঘর্ঘর সনে হুঙ্কার-উল্লাস যায় মিশে । গুরু গুরু জয়ভেরী, ডঙ্কানাদ, কোদণ্ড-টঙ্কারে আরতি-শঙ্খের ধ্বনি মগ্ন করি জাগে অহঙ্কারে মহা কলরোল –ওঠে রব, *বাহির-অঙ্গনে মাজি সমবেত দেবতারা সব, নরের পূজার অংশভাগী, আজিকার যজ্ঞভাগ লাগি ।” তিনজন তারা, যুযুধান-বেশী যুদ্ধ, ক্রুর ঈর্ষ্য, ভয় ভয়হার । এ তিনের মাঝে যুদ্ধের হুঙ্কার গিয়ে ত্রিভুবনে বাজে। নিমেষে থামিল শঙ্খ ঘণ্টাধ্বনি, খর-করতাল, মৃদঙ্গ-রণন, নৃত্যগীতোৎসব। কূটবুদ্ধি-জাল বহু ছলে বিস্তারিয়া, বহুতর প্রিয়ভাষে তুষি’ ঈর্ষ্য ও ভয়েরে তার জয় করি’ নিল। পরে রুষি’ যুদ্ধেরে করিল রুদ্ধকণ্ঠ বুদ্ধিহার । তারপর উৎসবের দ্বারে স্বারে উঠিল পাহারা, শস্থাগার শূন্ত করি ভরি দিল পূজা-উপচারে, পুনরায় শঙ্খ ঘণ্ট কোলাহল চৌদিকে প্রচারে নূতন হর্ষের বাৰ্ত্ত। শান্তিমন্ত্ৰ-গীতে তিন দেবতারে তারা বসাইল একটি বেদীতে ; --खांख्,ि ङेंघ्,ि खघ्, ~ এর নাম “আন্তর্জাতিকভা” তা'র ক্ষয় । দিকে দিকে জয় জয় সবে মিঙ্গি’ সঘনে হানিল, আপনার নৈপুণ্যেরে পুনরায় বহু বাখানিল ।