পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રક્ત سید محمدمه مام، محمدم. مسدس بن مس سیستم . দায়ী ভারতীয় মন্ত্রীর হাতে অৰ্পিত হওয়া একান্ত জাবগুক। নতুবা অন্তর্জাতিক সমৃদয় ব্যাপারে এবং জ্ঞারতবর্ষের সহিত অন্যান্য দেশের বাণিজ্যিক ও অন্যান্য সম্বন্ধ বিবেচনার সময় ভবিষ্যতে এখনকারই মত, ব্রিটেনেরই স্বার্থ ও মত বিবেচিত হইবে, ভারতবর্ষের লোকমত ও মঙ্গলামঙ্গল বিবেচিত হইবে না । তাহা বাঞ্ছনীয় নহে, স্বরাজসঙ্গতও নহে। দেশের শান্ত অবস্থা রক্ষা ব্রিটিশ প্রধান মন্ত্রী বলিতেছেন, সঙ্কটকালে দেশের শাস্ত অবস্থা রক্ষার ভারও বড়লাটের হাতে থাকিবে এবং তজ্জন্ত র্তাহাকে আবশ্যক ক্ষমতা দেওয়া হইবে। বৰ্ত্তমানেও বড়লাট দেশে শান্তিরক্ষার জন্য ভিন্ন ভিন্ন রকমের অর্ডিন্যান্স জারি করিয়াছেন । তাহা জারি করিবার নিমিত্ত র্তাহাকে ব্যবস্থাপক সভায় যাইতে হয় না। এই সব অর্ডিন্যান্স নানাদিকে ভারতীয়দের স্বাধীনতা লোপ বা হ্রাসের এবং পুলিস ও অন্যান্য অধস্তন কৰ্ম্মচারীদের দ্বারা উৎপীড়নের কারণ হইয়াছে। আমাদের কাগজগুলিতে এবং অন্যান্য কোন কোন কাগজে দেখান হইয়াছে, যে, অর্ডিন্যান্সগুলি জারি ৰুরিবার যথেষ্ট কারণ ছিল না ও নাই। তাহাদের দ্বারা গবন্মেণ্টের উদ্দেশ্যও সিদ্ধ হইতেছে না। বর্তমানে নানাদিকে ভারতীয় লোকদের স্বাধীনতা স্বেচ্ছায় লোপ বা হ্রাস করিবার এবং বড়লাটের অনভিপ্রেত হইলেও, পুলিসের দ্বারা নিগ্রহের পরোক্ষ উপায় স্বষ্টি করিবার যে ক্ষমতা আছে, ভবিষ্যতে তাহা বড়লাটের হাতে রাখিবার আমরা বিরোধী । ভারতবর্ষে শাস্তি থাকা ভারতীয়দের পক্ষে যত দরকার, তত আর কাহারও পক্ষে নহে । সুতরাং শাস্তিরক্ষার ভার ভারতীয় মন্ত্রীদের হাতেই থাকা উচিত। সংখ্যানুনদের অধিকার রক্ষা মিঃ র্যামজি ম্যাকডোনাল্ড বলিয়াছেন, ভারতবর্ষের ীিখ্যান্যন সম্প্রদায় সঙ্কলকে কন্সটিটিউশ্যন অর্থাৎ মূল প্রবাসী—ফাল্গুন, ১৩৩৭ -- । बाङ्ग्रे বিধিবার যে সকল অধিকার দেওয়া হইবে, তাহার [७०* एअंशं, २ग्न ५७ তাহা ভোগ করিতে পাইতেছে, না বঞ্চিত হইতেছে, তাহা দেখিবার জন্য এই বিষয়টি-সম্বন্ধেও বিশেষ ক্ষমত বড়লাটের হাতে থাকিবে। ভবিষ্যতে প্রত্যেক বড়লাট সদাশয় ভদ্রলোক হইবেন কিম্বা হইবেন না, তাহা বিবেচনা করিবার প্রয়োজন নাই। ধরিয়া লওয়া যাক, যে, প্রত্যেকেই খুব সাধুপুরুষ হইবেন । কিন্তু বড়লাট ত তাহার সব ক্ষমতা পরিচালন স্বয়ং স্বহস্তে করেন না, অম্ভ লোকেরা তাহার নামে করে । তাহারা সকলেই ভেদনীতি অবলম্বন না করিয়া, কেবল সংখ্যানুনদের মঙ্গলচিস্তাই করিবে, ইহা আমরা বিশ্বাস করি না, তদ্ভিন্ন, যদি তাহারা সকলেই ভাল লোক হয়, তাহী হইলেও ভারতীয় লোকদের প্রতিনিধি-সমষ্টি অপেক্ষ ইংরেজ গবন্মেন্টের কৰ্ম্মচারীরা ভারতবর্ষের সংখ্যানুন শ্রেণী জাতি বা সম্প্রদায় সকলের অধিক হিতাকাজী, ইহা আমরা স্বীকার করি না ; কারণ ইহা সত্য নহে। ভারতবর্ষের সংখ্যানুন লোকসমষ্টি সকলের মধ্যে, যাহাদিগকে অস্পৃশ্য অনাচরণীয় অবনত বলা হয়, তাহাদের মত দুরবস্থা অন্য কোন লোকসমষ্টির নাই । নাগপুরে এই সকল শ্রেণীর লোকদের সমগ্র ভারতীয় যে কনফারেন্স হয়, তাহাতে তাহদের নির্বাচিত সভাপতি ডক্টর আম্বেদকর ( গোলটেবিল বৈঠকের সভ্য ) স্বীয় অভিভাষণে বলেন, যে, ইংরেজ গবন্মেণ্ট তাহাদের অবস্থার উন্নতির জন্য বিশেষ করিয়া কিছু করেন নাই । অন্য দিকে ইহা সত্যবাদী কেহ অস্বীকার করিতে পারেন না, যে, অতীতে এই নিপীড়িত ও লাঞ্ছিত লোকগুলির প্রতি হিন্দুসমাজের ব্যবহার সাতিশয় নিন্দনীয় হইয়া থাকিলেও বর্তমানে নেতার তাহাদের প্রতি ন্যায্য ব্যবহার সম্বন্ধে উদাসীন নহেন । তাহাদের উন্নতির জন্য বেসরকারী নানা চেষ্টা হইতেছে এবং তাহাদের ন্যায্য অধিকার প্রাপ্তি ও রক্ষার জন্য একাধিক হিন্দু নেতাই আইন করাইবার চেষ্টা করিতেছেন। স্বতরাং তাছাদের অধিকার রক্ষার জন্য বিশেষ ক্ষমতা বড়লাটের হাতে থাকার কোন প্রয়োজন নাই। বরং এরূপ ক্ষমতা বিদেশী কাহারও হাতে রাখার দ্বারাই