পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গে বগা স্তর যন্ত্রনাথ সরকার ( S) ধন-ধান্য পুষ্পে ভরা জামাদের এই বাংলা দেশ ভারতের প্রদেশগুলির মধ্যে অতুলনীয়। এখানে বিহার বা আগ্রার মত কৃষককে কঠিন পরিশ্রমে কুয়া হইতে জল তুলিয়া অথবা স্থদুর নদী ও বাধ হইতে খাল কাটিয়া জল জানিয়া ক্ষেতে দিতে হয় না । প্রতি বৎসর বর্ষার স্রোত জমির উপর পলিমাটি বিস্তার করিয়া দেয়। বাংলায় চাষের কাজে মামুষের চেষ্টা বা খরচ জাৰগুক নাই বলিলেও চলে ; প্রকৃতির আশীৰ্ব্বাদে এখানে জমিতে ধেন আপন হইতেই প্রচুর ফসল জন্মায় ; গ্রামে গ্রামে কত গাছ নানা রকমের স্বমিষ্ট ফল দান করে ; এই জলের দেশে অসংখ্য নদীপুকুর মাছে ভরা। বাংলা দেশে খাদ্য প্রচুর ; দিনরাত্রে কখনও পাহাড়ে-দেশের মত অসন্ধ শীত অথবা মরুভূমির মত অসহ গরম হয় না বলিয়া লোকের কাপড় ও বাড়িঘর ধৎসামান্ত হইলেই চলিয়া বায় । এইরূপ অবস্থার ফলে জনসংখ্যা অবারিতভাবে বাড়িয়া যায়, রাজা জমিদার ও বণিকের হাতে অগণিত ধনরত্ব সঞ্চিত হয় । সত্য বটে, মাঝে মাঝে প্রকৃতির রোষে প্রলয় বস্থা অথবা মড়ক আসিয়া এক এক বৃহৎ অঞ্চলের বাড়িঘর চাষবাস মাস্থ্য ও ধন মুছিয়া লোপ कुञैिश्च।। ८ङ्गश्च, झि६बा। প্রজাবিদ্রোহ, ब्रांछांञ्च ब्रांखांध्र दन्छ, শান্তিভঙ্গ ও অরাজকতা ততোধিক ধনজন ধ্বংস করে । কিন্তু আবার যেই একছত্র প্রবল রাজশক্তি আসিয়া খাড়া হয়, স্বশাসনও শান্তি দেখা দেয়, অমনি “মূৰ্ছিত পীড়িত দেশ” জাগিয়া উঠে,—কয়েক বৎসরের মধ্যেই ঐশ্বৰ্য্য ও জনসংখ্যা বাড়িয়া অতীতের ক্ষতি পূরণ করিয়া ফেলে, তাহার সব ভীষণ চিহ্নগুলি লোপ করিয়া দেয়। বঙ্গবাসীদিগের সর্বপ্রধান শক্র এই শাস্তিভঙ্গ, এই <थॉषांदनाब्र cजां८छ .cप्तडांग्न cनडांग्न जफ़ाहें * ७lद९ রাজশক্তিকে লঙ্ঘন। অতি পূর্বে পাল-রাজবংশের s e ۹--- আদিপুরুষ এক বিজয়ী সেনাপতি এইরূপ “মাৎস্য-ভায়” হইতে বাংলা দেশকে রক্ষা করেন। কিন্তু হিন্দু-সাম্রাজ্যের श्रृंडरनग्न श्रृंब्र नोंठांनयूरभं च्षांशां८मब्र cनc cगहे थ७ब्रांजा, সেই স্বার্থে অন্ধ স্ব স্ব-প্রধান দলপতিদের বিদ্রোহ ও অন্তর্বিবাদ, সেই রাজহত্য ও নগর লুণ্ঠন আৰাৱ দেখা निज ; बांश्tिब्र बांश्लांग्न नांभ इहेल “नन बिाजां८श्ब्र • দেশ” । ( २ ) খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষের দিকে মুঘল সম্রাট আকবর বাংলা বিজয় করিয়া দেশময় একছত্র রাজত্ব ও একই শাসন স্থাপিত করিলেন, অশাভি হইতে বাংলা বাচিল, পালযুগের মতই আবার ধনজন সাহিত্য কলা দ্রুত बाफ़िटङ जागिल । “uहे भूषण ब्रांजकौञ्च लांखि” दक्टमट्टन নবযুগ আনিয়া দিল। সপ্তদশ শতাব্দী ধরিয়া বাংলার মুঘল স্ববাদার ( অর্থাৎ প্রাদেশিক শাসনকৰ্ত্তা )-দের মধ্যে অনেকেই অতি ন্যায়পরায়ণ, পরিশ্রমী, কাৰ্য্যদক্ষ বীর পুরুষ ছিলেন ; তাহার ফলে বাংলা দেশের ঐশ্বর্ধ্যের খ্যাতি সমস্ত ভারতে ছড়াইয়া পড়িল, এমন কি বিলাতে 'পৰ্যন্ত গেল। এদেশের সহিত ইংরাজ ডাচ প্রভূতি জাতির বাণিজ্য কয়েক বৎসরের মধ্যে দুই-তিনগুণ বাড়িয়া উঠিল। শুধু ইংরাজ কোম্পানীই ১৬৬৮ সালে পৌনেতিন লক্ষ টাকার মাল বাংলা দেশ হইতে রপ্তানী করেন, আর তাহার বার বৎসর পরে ( ১৬৮০ খৃষ্টাব্দে ) বার লক্ষ টাকার । [ এক পাউণ্ডকে ঐ যুগে আট টাকার সমান ধরা হইত। ] সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এক কাসিমবাজারেই ইংরাজ ডচ, ফরাসী এই তিন জাতির সাহেবর বৎসরে দেড় হাজার রেসমের তাতীকে দান দিয়া কাজে লাগাইয়া রাখিতেন। এইরূপে ইউরোপীয় বণিকগণ দেশের রপ্তানী বৃদ্ধি করিয়া ৰঙ্গে শিল্পজ্য ও জঙ্গল্প