পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] লাগিল । দেবকুমারের কনেকশান পাইতে দেরি হইতেছে দেখিয়া জিজ্ঞাসা করিল, “কোথায় ‘ফোন कब्रझ ?” দেবকুমার বলিল, “বাবার কাছে। প্রথমে ভেবেছিলাম একবার গিয়ে সৰ বলে আসব। কিন্তু তোমায় একলা রেখে যেতে এখন আর ভরসা হচ্ছে না । ভয়টয় পেয়ে এক কাও করে রাখবে।* মায়া মানহাসি হাসিয়া বলিল, “ভয় পাওয়া যদি অদৃষ্টে থাকে তাহলে কি আর তুমি আটকাতে পাৰ্বৰে ?” দেবকুমার টেলিফোনে কথা বলিতে আরম্ভ করিয়াছিল, কাজেই তাহার কথার উত্তর দিল না। বাহিরে গাড়ীর শক শোনা গেল, মায়া বুঝিল প্রভাসের জিনিষপত্র রওয়ানা হইয়া গেল । প্রভাসকে লইয়া না-জানি আবার কি জটিলতার স্বষ্টি হুইয়াছে, ভাবিতে ভাবিতে তাহার মন ক্রমেই অবসন্ন হুইয়া পড়িতে লাগিল । দেবকুমার কাজ সারিয়া আসিয়া ইজিচেয়ারটার হাতের উপর বসিয়া বলিল, “এর পর স্বরু করতে পার । কিন্তু প্রথমেই ব’লে রাখছি আজ কিছু নিয়ে মন খারাপ করতে পারবে না । আজ আমাদের জীবনে সব চেয়ে আনন্দের দিন יין মায়া বলিল, “আনন্দ কি নিরানন্দ তা এখনও ঠিক ठूभूमि ।” মায়ার চুলে হাত বুলাইতে বুলাইতে দেবকুমার বলিল, "অনেকক্ষণ ঠিক হয়ে গেছে, যখন জামায় চিনতে পেরেছ, उ१किं ।" 通 মায়া তাহার হাতের উপর মাথা রাখিয়া বলিল, "আচ্ছা। কিন্তু জমি যা জানতে চাই তা আমায় পরিষ্কার করে বুজে4ামার মন খারাপ হতে পারে বলে কিছু লুকিও না।” দেবকুমার বলিল, “সব জানা এমনিই কি দরকার মায়া ? দুজনে দুজনকে ফিরে পেয়েছি, দারুণ দুঃখের পরে, এইটুকু জানাই কি যথেষ্ট নয় ? আজকের দিনটা কি যত ইখকষ্ট আর সংশয়ের কাহিনী শুনেই নষ্ট করতে চাও?" भांबांब्र cछांथ ख८ण डब्रिग्रां ऊँडैिल । • cन अछनिवॆक भूथं ফিরাইয়া নিজেকে সামলাইবার চেষ্টা করিতে লাগিল । भङ्ांभांब्रां দেবকুমার তাড়াতৃাড়ি উঠিয়া তাহার সামনে দাড়াইল। দুই হাতে, মায়ার মুখ তুলিয়া লই তৎপনার স্বরে বলিল, “ও কি মায়া ? ফের চোখে গুল ? তাকাও দেখি আমার দিকে ?” we মায়া অশ্রুসজল দৃষ্টিতে তাহার মুখের দিকে চাছিয়া দেখিল। দেবকুমার তাহার চেয়ারের সামনে নতুজান্থ হইয়া বসিয়া তাহাকে নিজের বাহুবন্ধনে টানিয়া আনিল, তাহার মুখের উপর মুখ রাখিয়া বলিল, “এইবার কাদ দেখি কেমন কাদবে ? আমাকে যা কমপ্লিমেন্ট দিচ্ছ তুমি, তা আর কি বলব ? কেৰল কান্না আর কান্না । যেন আমায় মনে পড়ে যাওঁয়াটা ভারী একটা ক্যাল মিটী হয়েছে। ভুলে থাকলেই ছিল ভাল, না ।” মায়ার চোখের জলের ভিতর দিয়া হাসি ফুটিয়া উঠিল। সে বলিল, “কোনো অবস্থায় তুমি সিরিয়াস হতে পার না, না ? কি রকম ধে একটা ভয়ানক ব্যাপার হয়ে গেল, সেটাকে তুমি হেসেই উড়িয়ে দিতে চাও? এ বিষয়ে ভাববার কিছু নেই " দেবকুমার বলিল, “ভাববার সমর ত চলে যাচ্ছে না। আজই সব ভাবনা ভেবে শেষ করতে হবে ?” মায়া আমুনয়ের স্বরে বলিল, “না লক্ষ্মীটি, তুমি রাগ করে না। সমস্ত ভাল করে না শুনলে আমার মনে কিছুতেই শাস্তি আসছে না। আমার এতখানি আনন্দের মধ্যেও কেমন যেন একটা ছায়া পড়ে রয়েছে।” দেবকুমার উঠিয় দাড়াইয়া বলিল, “আচ্ছ, আমি . বলছি। তোমাকে বলাই ভাল। সত্যি যা হয়েছে তার দশগুণ ভেবে বসে থাকবে তা না হ’লে । প্রভাসের এখান থেকে চলে যাওয়ারই কথা ছিল, জাহাজের টিকিটও কেন হয়েছিল বোধ হয়। কিন্তু কাল রাত্রে একটা গোলমাল হওয়ায়, সে কাউকে কিছু না ব'লে কোথায় চলে গিয়েছে। তোমার বাবা আন্দাজ করছেন যে সে ষ্টীমার ধরতেই যাবে, সেজন্ত তার জিনিষপত্র হোয়ারফে, পাঠিয়ে দিচ্ছেন ৷” - মায়া জিজ্ঞাসা করিল, “কাল রাত্রে কি গোলম .হয়েছিল ? আমাকে নিয়ে ত?” - দেৰকুমার একটু ভাবিয়া বলিল, “বলতে হ’লে, সবটাই