পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] মায়ার দুই চোখ বহিয়া জল বরিয়া পড়িল। সে বলিল, “তুমি আমায় বড় বিপদে ফেললে। আমি অনেক কষ্টে মন স্থির করেছিলাম। আমাকে জুলে যেতে পারবে না ? তুমিই না সেদিন বললে মানুষে সব ভুলতে পারে " দেবকুমার বলিল, “গুরুমার বিদ্যে ফলাচ্ছ ? আচ্ছ, " তুমি যদি জামায় ভুলে এখনি আর একটা বিয়ে কর, তাহলে আমি ভুলতে রাজী আছি।” মায়ার সমস্ত শরীর শিহরিয়া উঠিয়া, তাহার উত্তর দেবকুমারকে জানাইয়া দিল । দেবকুমারের মুখ বিজয়গৰ্ব্বে আনুম্বে উৎফুল্প হইয়া खेठेिल । cन दलिज, “যাক দেখলে ত শেষ চেষ্টা করে ? আমার হাত থেকে নিষ্কৃতি তোমার নেই। অতএব ইন্‌এভিটেবল যা, তার কাছে মাথা নীচু ক’রে হার মেনে যাও । कि दल ?” মায়া বলিল, “আমাকে ছেড়ে দাও একটু । আমি আর একবার ভেবে দেখি ” দেবকুমার বলিল, “ছাড়ব না। এইখানেই তোমার ভাবনা শেষ করতে হবে। আমার হাত ছাড়লেই যত আজগুৰি খেয়াল তোমার মাথায় ঢোকে।” মায়া বলিল, “সহ করতে পারবে, যদি আবার জামার cभभद्रौ करण यांच्च ? शक् ि८डांभांब ना क्लिनि ? यनि चडक्टिक भन निहे ?” দেবকুমার বলিল, “সব সম্ব-করতে পারব। কেবল তোমার হারানটা সঙ্ক করতে পারব না।” भाम्रा जानकक्र१ नैौंब्रzय मैंाफ़ाहेब्रा ब्रश्लि । डांशद्भ পর বলিল, “জাস, নিজের দণ্ড যখন নিজে মাথা পেতে মহামায়া SR! নিচ্ছ, তখন আমি আর কি করব । ভগবান জানেন, আমার যথাসাধ্য চেষ্টা আমি করেছি। তোমাকে অনেক দুঃখের হাত থেকে বাচাতে পারতাম যদি এখন একটু দুঃখ দেবার শক্তি আমার থাকত। কিন্তু তোমার চোখের দিকে তাকালে আমার সব জোর মন থেকে চলে যায়। কিন্তু একটা কথা আমার রাখ।” । দেবকুমার মায়ার চুলে হাত বুলাইতে বুলাইতে बनिण, “कि रूष ना cखप्नहे चाभि रूष निक्रि, কথা রাখব।” মায় বলিল, “আমাকে কিছুদিন সময় দাও । এর ভিতর মানুষের যতদূর সাধ্য ত ক’রে দেখব, নিজের জন্তে ।” ' দেবকুমারের মুখ একটু যেন স্নান হইয়া গেল । একটু থামিয়া বলিল, “বেশ। I wont go back upon my word. আমিও যতটা পারি করব।” মায়া নিজেকে মুক্ত করিয়া লইল, বলিল, “তবে এখনকার মত বিদায় ।" দেবকুমার বলিল, “এখনকার মতই, সেট মনে রেখে৷ ” নিরঞ্জন কিছুদিনের মত কৰ্ম্ম হইতে অবসরগ্রহণ করিতেছেন বলিয়া পরদিনই শহরে রুটিয়া গেল, তিনি মায়াকে লইয়া ইউরোপ চলিয়াছেন । জাহাজঘাটে দাড়াইয়া দেবকুমার নীচুগলায় বলিল, “নেকুস টিপটা আমাদের ‘হনি মুন" টিপ ত ?” মায়া বলিল, “আশা করতে ক্ষতি নেই। সমাপ্ত حصكصحددتجد