পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] উমা দেবী কোন কোন মাসিক কাগজেও লিখিতেন | "बिछिबा"ब उँीशब्र “काक्वणौ” नामक छत्रछांग बाहिब्र হইয়াছিল। ছোট গল্প রচনাতেও তাহার দক্ষতা ছিল, "প্রবাসী"তে র্তাহার “ছায়াছবি”গুলি পড়িয়া আমাদের পাঠকের প্রত হইয়াছেন। উমা দেবীর আদ্যশ্ৰাদ্ধ বাসরে রবীন্দ্রনাথের এই আশীৰ্ব্বচন পঠিত হইয়াছিল,— * “বীণার তার হঠাৎ ছিড়ে গিয়ে গান মুদি অকালে স্তন্ধ হ’য়ে যায়, তবে তার অন্তঃপ্রবাহ স্রোতার মনে নীরবে সমাপ্তির মুখে চলতে থাকে। উমার অসম্পূর্ণ জীবন তেমনি ক’রে অকালমৃত্যুর মধ্যে দিয়ে তার প্রিয়জনদের মনের মধ্যে একটি জুম্ভরতর গতি লাভ করেছে। সংসারে স্নেহ দেবার এবং স্নেহ পাবার ইচ্ছা ' उ'ब्र चौबटनब्र जब cछान्न अर्कांख झिण । कूण cषभन বিবিধ প্রসঙ্গ—হিন্দু শিক্ষায় অনগ্রসর సెళళి আলো চায় এষংগন্ধ দেয়, সে তা’র অল্পায়ু জীবলীলায় তেমনি ক’রেই প্রতি দিয়েছে এবং নিয়েছে। এই দেওয়া-নেওয়ার অবসান হ’ল, এখন একথা মনে ক’রে যেন বিলাপ না-করি। জীবিতকালেই সে অনুভব . ক’রেছিল যে, তার স্পর্শশক্তি মৃত্যুর অন্তরাল অতিক্রম ক’রেছে ; আজ শ্রদ্ধার সঙ্গে যেন মনে করি যেঃ তা’র আত্মিক শক্তি ইহলোক পরলোকের মাঝখানে অত্মিীয়তার সেতু রচনা করে আছে এবং আত্মীয়-বন্ধুদের কাছ থেকে শোকস্মৃত্তির অর্ঘ্য গ্রহণ ক’রে এই মুহূৰ্ত্তেই তা’র হৃদয় স্নিগ্ধ হ’ল । তা’র আত্মা শাস্তি লাভ করুক, তৃপ্তিলাভ করুক, মৰ্ত্ত্যজীবনের সমস্ত অপূর্ণতা থেকে মুক্তিলাভ করুক, এষ্ট কামনা করি ।” হিন্দু শিক্ষায় অনগ্রসর অনেকের ধারণ আছে, হিন্দুরা বিদেশের সভ্যজাতিদের তুলনায় শিক্ষায় অনগ্রসর হইলেও ভারতবর্ষে অম্লান্ত ধৰ্ম্ম সম্প্রদায়ের তুলনায় অগ্রসর। ১৯২৮ ২৯ সালের সমগ্র ভারতবর্ষের যে শিক্ষা রিপোর্ট গত ফেব্রুয়ারী মাসে বাহির হইয়াছে, তাহা দেখিলে এই ধারণা দূর হইবে। ঐ রিপোটের দ্বিতীয় পৃষ্ঠা হইতে নীচের তালিকাটি উদ্ধৃত করিয়া দিতেছি । জাতি বা ধৰ্ম্মসম্প্রদায় সমগ্র লোকসমষ্টির শতকরা কতজন শিক্ষালয়ে পড়ে । ইউরোপীয় ও ফিরিঙ্গী ১৮.৫ ভারতীয় খ্ৰীষ্টিয়ান ר ס\צ o হিন্দু , 8.ግ মুসলমান ઉt ૧૨ a বৌদ্ধ * (t.8 পাসী २२.१ . fηψ o,S অম্লান্ত হিন্দুদের কয়েকটি “উচ্চ” জাতির মধ্যে শিক্ষালয়ে ছাত্র খুব বেশী বটে। কিন্তু সমগ্র হিন্দুসমাজের তুলনায় এই “উচ্চ” জাতির লোকদের সংখ্যা কম। অন্ত হিন্দুদের মধ্যে শিক্ষার বিস্তার সামান্তই হইয়াছে। এই কারণে হিন্দুরা শিক্ষায় অনগ্রসর। সেইজন্ত এই সৰ “নিয়” শ্রেণীর শিক্ষায় খুব মন দেওয়া দরকার।