পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ইয়েন বেতন পায়। তাহা হইলে জাপানী প্রধান নিম্নতম এই কৰ্ম্মচারীদের কেবল ২৫গুণ বেতন বড়লাট পাহারাওয়ালাদের হাজারগুণ বেতন মনে রাখিতে হইবে, ইউনাইটেড ষ্টেটস ও জাপান য়েই ভারতবর্ষ অপেক্ষ ধনী এবং প্রথম ীির শক্তিশালী স্বাধীন দেশ ; ভারতবর্ষ দরিদ্র ধীন দেশ । আমেরিকার প্রেসিডেন্ট সকলের চেয়ে ও শক্তিশালী দেশের গবন্মেণ্টের শীর্ষস্থানীয় ব্যক্তি । :ানের প্রধান মন্ত্রী এসিয়ার সর্বাপেক্ষ শক্তিশালী ও Iান দেশের গবন্মেন্টের নেত।। অনিচ্ছাকৃত স্বীকারোক্তি লগুন টাইম্স্ গত ১৮ই ফেব্রুয়ারী একটি “ভারতবর্ষ |” বাহির করে । তাহাতে দুজন ইংরেজ লেখক কথা বলিয়াছেন, যাহ অনিচ্ছাকৃত স্বীকারোক্তি মনে যাইতে পারে । মুত স্যার ভ্যালেণ্টিন চিরল ( না ল ? ) একটি প্রবন্ধে লিখিয়াছেন – Never, perhaps, has , the profound difference weeli 1h : Ilindu and Mohamedan mentality so strikingly illustrated as during the period o, India was definitely passing under British তাৎপৰ্য্য । “যখন ভারতবর্ষ নিশ্চিতরূপে ব্রিটিশ নের অধীন হইতেছিল, তখন যেমন হিন্দু ও সমানের মনোভাবের গভীর পার্থক্যের সুস্পষ্ট দুষ্টাস্ত ওয়া গিয়াছিল, এমন বোপ হয় আর কোন সময়ে - יין বিদেশী মুসলমানদের দ্বার। সিন্ধুদেশ আক্রমণেরও নক আগে মালাবার উপকূলে হিন্দুরাজার রাজ্যে সমান আরব বণিকের যাতায়াত করিত এবং অনেকে Iানে বসবাস ও তথাকার কতক লোককে মুসলমান দীক্ষিত করিয়াছিল । তখন হিন্দু মুসলমানের {ভাবের পার্থক্য দেখা গেল না। তাহার পর শত বৎসর ধরিয়া ভারতের নানা অংশে মুসলমান ও ন কোন অংশে হিন্দু রাজত্ব করিল । তখন ও ঐ ভদটা বিশেষ ভাবে লক্ষিত হইল না । কিন্তু যখন রজ রাজা হইতে বসিল, তখনই উহা বিশেষ ব ফুটিয়া উঠিল । এই বিকাশ কিসের বা কাহার কি অবস্থায় হইল, তাহা চিন্তনীয়। এই বিকাশ েিজর কৌশলের ফল, না ইংরেজ শাসন ইহার ফল, कठेिन । নাগ্র-অযোধ্যা প্রদেশের ভূতপূৰ্ব্ব গবর্ণর স্যার য়ম ম্যারিস অন্য একটি প্রবন্ধে লিখিয়াছেন : — বিবিধ প্রসঙ্গ – বিলাতযাত্রী ভারতীয় বিমাননাবিক S Q& “That, ris. Hindus and Moslems, have fallen much farther apart in feeling during the past ten years is the conclusion formed by most competent observers, and is, indeed, generally admitted by far-seeing men om cither side.” তাৎপৰ্য্য। “যোগ্যতম পয্যবেক্ষকগণের সিদ্ধান্ত এই, যে, হিন্দু ও মুসলমানেরা গত দশ বৎসরে মনের ভাবে পরস্পর হইতে আরও অধিকতর দূরে গিয়া পড়িয়াছে ; এবং ইহা বস্তুতঃ উভয় পক্ষের দূরদর্শী লোকেরা সাধারণতঃ স্বীকার করেন ।” এই মন্তব্যটিতে ও প্রবন্ধটিতে হিন্দুমুসলমানের ছাড়াছাড়ির জন্য কোন দুঃখবোধের অভিাস পর্য্যন্ত নাই । গত দশ বংসর আমরা মণ্টেগু-চেমসফোর্ড কৃত সংস্কৃত শাসনপ্রণালীর গুণে সাম্প্রদায়িক নিৰ্ব্বাচনাদি “বর” পাইয়াছি। মনের ভাবে এই অধিকতর দূরত। সেই বরগুলির ফল । তৎসমুদয়ের ফল যে এইরূপ হইবে, তাহ বহুদশী ও দূরদর্শী সাম্রাজ্যশাসক রাজনীতিজ্ঞ ব্রিটিশ রাজপুরুষের আগে হইতে অকুমান করেন নাই মনে করিলে তঁfহাদের মানসিক শক্তির ও মানবপ্রকৃতিজ্ঞানের অপমান করা হইবে । the two communities, সেনেট ও মিউনিসিপালিটীতে বাঙালী মহিলা আচাৰ্য্য প্রসন্নকুমার রায় মহাশয়ের পত্নী শ্ৰীযুক্ত। সরল রায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের ফেলো মনোনীত হইয়াছেন । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইনিই প্রথম ফেলে । বালিকাদের শিক্ষা ও নারীশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত বিশেষ কোন চেষ্টা করেন নাই । ইনি সে দিকে সেনেটকে মনোযোগী করিতে পারিলে ইহঁণর নিয়োগ সার্থক হইবে । শ্ৰীযুক্ত কিরণচন্দ্র দে মহাশয়ের পত্নী শ্ৰীযুক্ত। সরোজিনী দে বাঙালী মহিলাদের মধ্যে প্রথমে কলিকাতা মিউনিসিপালিটীর অন্যতম কমিশনার নিযুক্ত হইয়াছেন । প্রস্থতিদের প্রয়োজনের প্রতি দৃষ্টিপাত, শিশুদের জন্য যথেষ্ট খাটি দুগ্ধ সরবরাহ, শিশুদের যথেষ্ট খেলার জায়গা, বালিকাদের শিক্ষার নিমিত্ত যথেষ্টসংখ্যক বিদ্যালয় প্রভৃতি নান৷ কাজ মহিলা কমিশনারদের জন্য অপেক্ষা করিতেছে । একজন মহিলা কমিশনার এত কাজ করিতে না পারিলেও কিছু করিতে পারিবেন। তাহার আরও সহযোগিনী আগবশু্যক । বিলাতযাত্রী ভারতীয় বিমাননাবিক করাচী হইতে চাউলা নামক একজন পঞ্জাবী যুবক একটি ছোট এরোপ্লেনে ইংলণ্ড পৌছিয়াছেন । ইঙ্গর বয়স এখনও কুড়ি হয় নাই । তাহার সঙ্গে কেবল