পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা | আফগানের অতিথিপরায়ণ, বহুকালের আচরিত রীতি প্রতিপালন করিয়া তাহার এই বিশিষ্টতার অধিকারী হুইয়াছে। তাহদের রীতি অনুসারে যদি কোন শত্রুও আসিয়া গৃহে আশ্রয় প্রার্থনা করে তবে নিৰ্ব্বিচারে তাহার। তাহাকে আশ্রয় দান করে, এবং সাধারণত: এ ব্যাপারে সৰ্ব্বথা বিশ্বাস রক্ষা করিয়া চলে । গ্রামে কোথায়ও বা মোল্লারা অতিথিদের অভ্যর্থনার জন্ত প্রত্যেক লোকের নিকট হইতে নিদিষ্ট পরিমাণে চাদ গ্রহণ করে। এ সকল যে তাহারা আপনাদের বৃদ্ধি-বিবেচনার দৌলতে করিয়া থাকে তাহী নহে, সনাতন প্রখার আচরণই এ সকলের মূলস্ত্র । আফগানিস্থানে পথঘাট এখনও বিশেষ কিছু নাই । কাবুলের চারিপাশে কিছুদূর পর্য্যস্ত বাধা রাস্ত হইয়াছে এবং কোথায় ও বা মোটরগাড়ী চলে। ভারতবর্ষের সঙ্গে মল্পজগতে ভারতের স্থান MSeeMAMS MMAM S AAAAAA ২৮৭ .ങ്കങ്ങഫ কিন্তু দেশের ভবিষ্কৃৎ এখনও যে তিমিরে সেই তিমিরে । স্ত্রীলোককে এখনও সেখানে একপ্রকার দ্রব্যসম্ভারের মধ্যে গণ্য করা হয়, এমন কি অর্থের বিনিময়েও ক্রয় করা চলে । - দেশে কাব্য, সাহিত্য কিছু কিছু আছে—ইহাদের ভাষার নাম পুস্থ । ইহ। পুরাতন পারসী ও হিন্দুস্থানীর সংমিশ্রণে উৎপন্ন। দেশে লেখ্য ও কথ্য ভাষারূপে পারসীর প্রচলন এখনও সমধিক । অন্য কোনও বিষয়ের গ্রন্থ সে-সাহিত্যে একেবারে নাই বলিলেও 历7研目 শিক্ষাবিস্তার ব্যতিরেকে আফগানিস্তানের সংস্কারসাধন অসম্ভব, আর সে-দেশের পক্ষে অতি দ্রুত সংস্কারও সম্ভবপর নষ্ঠে । তবে চারিদিক চিন্তা করিলে মনে, হয় শিক্ষার তালে। লাভ করিলে এই শক্তিমান আফগানিস্থানের টেলিগ্রাফ-সংযোগ আছে। সম্প্রতি জাতির মধ্যে একটা বিরাট জাতীয়ত গড়িয় কালুলে বেতারবার্ট গ্রহণের ব্যবস্থ হইয়াছে । উঠিবে। মল্পজগতে ভারতের স্থান ব্যায়ামাচাৰ্য্য শ্ৰীশ্যামসুন্দর গোস্বামী ( > ) জাৰ্ম্মানীর আর্থার স্যাকৃশন ইনি ভারোত্তলন ব্যায়ামে জগতে নবযুগের স্বচন৷ করিয়াছেন। ১৯০৩, ৮ই এপ্রিল তারিখে লণ্ডনে Bent press-এ ৩১৪ পাঃ ভার সর্ববাদিসম্মতভাবে উত্তোলন করেন । পরবৎসর নভেম্বর মাসে ঐ ভাবে ৩৩১ পা: ; পুনরায় হলে ৩৩৫ পা: ; ১২ই ডিসেম্বর, জাৰ্ম্মানীর ষ্টুটগার্টে ৩৭• পা: ; এবং আপলো-স্কুলে ৩৮৬ পা, যাহা এযাবৎ কাহারও স্বারা অগুরুত হয় নাই, অচিরকাল মধ্যে হইবার সম্ভাবনাও অল্প। ১৯০৫, Bent press, two hands any how, one hand any how এ সকলে তিনি অদ্যাপি অজেয়ই আছেন। off-så for smooth type, Roots co-so এইটি তাহার শরীরের বিশিষ্টত । ইংলণ্ডের টমাস ইঞ্চ Bent pressএ স্তাকশনের পরেই টমাস ইঞ্চ— sos? "I kH #" | Side presse so? "t:sziffrgel i Èf Inch Challenge Dumbbellegg আবিষ্কৰ্ত্ত । ইঞ্চ ব্যতীত অপর কেহ ইহা তুলিতে পারে না ।