পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পৃথিবীর সৰ্ব্বশ্ৰেষ্ঠ ভারোত্তোলনকারী দেবী চৌধুরী এইবার অমাহুষিক বলসম্পন্ন দেবী চৌধুরীর কিঞ্চিং পরিচয় দিব । তাহার সহিত পাশ্চাত্য ভারোত্তোলনকারিগণের বলের তুলনা করিলে দেপা যায়, ভারতীয় ভারোত্তলন পদ্ধতি বলের আদর্শকে কত উচ্চ স্থান দি তে সমর্থ। ভারতীয় ভারোত্তোলন তিন ভাগে বিভক্ত—নাল উত্তোলন, গদা উত্তোলন এবং মুদগর উত্তোলন । দেবী চৌধুরী এই তিন প্রকার উত্তোলনেই বিশেষ পারদর্শী ছিলেন । র্তাহার গদা ও মুদগরের গুরুত্ব অভাবনীয় ছিল । আর উত্তানভাবে শায়িতাবস্থায় তাহার “নাল” উত্তোলন ইউরোপীয় বা আমেরিকায় সৰ্ব্বশ্রেষ্ঠ ভারোত্তোলকদিগের ও স্বপ্নাতীত ছিল । পাশ্চাত্য মতে ইহার নাম Pull over gas push on back with bridge I of g of: মস্তকের পশ্চাদেশ হইতে, আর ভারতীয় প্রথায় সম্মুখ হইতে আবক্ষ উত্তোলন—ষ্টতাদের মধ্যে এই পার্থক্য, যদিও শেষ ব্যাপারে অর্থাৎ pushing-এ কায্যের ধারা উভয়ের মধ্যে একই প্রকার । দেবী চৌধুরী এইভাবে ৯৬০ পঃ উত্তোলন করিতে পারিতেন । আর পাশ্চাত্য জগতের ভারোত্তোলনকারীদিগের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ আর্যর স্ত্যাক্সন তুলিতেন জো নর্ডকোয়েষ্ট আর জর্জ লুরিক ৪৪৩ পাঃ । দেবী চৌধুরীর অতুলনীর শক্তিমত্তার তুলনায় ইহাদের স্থান বহু নিম্নে। ভারোত্তলন জগতে দেবী চৌধুরী ছিলেন বিশ্ববিজয়ী । শ্বাণ্ডে তাহার অদ্ভুত বলের পরিচয় দিবার জন্য যখন ভারতে আগমন করেন তখন দেবী জীবিত, কিন্তু শু্যাণ্ডোর পক্ষে অবশ্য সৌভাগ্যের বিষয় হইলেও, আমাদের দুর্ভাগ্যবশতঃ উভয়ের মধ্যে দেখাসাক্ষাৎ ঘটে নাই, সুতরাং বল পরীক্ষাও হয় নাই ৷ হইলে ফল যাহা দাড়াইত তাহ সহজেই অমুমেয়। আরও পরিতাপের কথা, দেবী দেশ-দেশান্তরে বহির্গমনের স্থধোগ প্রাপ্ত হন নাই, সুতরাং ইউরোপ, আমেরিকায় যাইয়া বলপরীক্ষা তাহার ভাগ্যে ঘটিয়া উঠে নাই। এরূপ স্বযোগ ঘটিলে তিনি যে সৰ্ব্বত্র জয়ী Ꮌ Ꮔ-- Ꮌ☾ ৩৮৬ পীঃ ; οίτισ "Ίς মল্লজগতে ভারতের স্থান Ջե-> হইয় সাফল্যের বিজয় মাল্য পাই৷ স্বদেশে ফিরিতে পারিতেন তাহ ন বলিলে ও চলে । ভীমকৰ্ম্ম রামমূৰ্ত্তি ভারতীয় পদ্ধতিতে ব্যায়াম ভ্যাদের অন্য তম নিদর্শন ও ব্যায়াম জগতে নবযুগের প্রবর্তৃক রামমূৰ্ত্তি। কতভাবে ধে পৈশিক শক্তির প্রয়োগ সম্ভবপর তাহ। ইনি অতি প্রত্যক্ষভাবেই দেখাইয়াছেন। এক বিশাল কায় হস্তীর ভারে যে মাতুসের বক্ষস্থিত অস্থিপঞ্চর চূর্ণ-বিচূর্ণ হইয়া যায় না, শ্বাস রুদ্ধ হয় না,—রামমূৰ্ত্তিই পুথিবীর মধ্যে প্রথমে নিজের কত কায্যের দ্বারা তাহ। নিংসন্দেহভাবে প্রমাণ করিয়া দিয়াছেন। এতদ্ব্যতীত আরও অনেক অদ্ভূত বলের পরিচয় দিয়াছেন ; যথা উন্মুক্ত বক্ষস্থল ও উরুদেশের উপর দিয়া সমকালে ভারবহ শকট চালাইয় দেওয়া, উন্মুক্ত বক্ষ, উরু ও পুষ্ঠের উপর দিয়া মোটর গাড়ী চালান, এক বা দুইপাণি মোটরের গতি রোধ করা, পৃষ্ঠে ও বক্ষে প্রকাণ্ড ভারী পাথর রাগ, মোট লোহার শিকল ছিড়িয় ফেল প্রভৃতি । ভারতের প্রায় সৰ্ব্বত্রই এবং প্রিন্স অব ওয়েলস, রাজামহারাজা, বড়লাট, প্রাদেশিক লটি প্রভূতি বহু গণ্যমদ্য লোকের সমক্ষে তিনি তাহার অসীম শক্তির পরিচয় দিয়৷ অসংখ্য পদক ও মহামূল্য পুরস্কার লাভ করিয়াছেন । তিনি শক্তি প্রদর্শন করিবার জন্য ল গুনেও গমন করিয়াছিলেন, কিন্তু দৈবদুৰ্ব্বিপাকে ইউরোপের অন্যান্য স্থানে বা আমেরিকায় তাহার যা ৪য়া হয় নাই । ১৯০৫, মে মাসে রামমূৰ্ত্তি মান্দ্রাজে খাণ্ডোকে প্রতিদ্বন্দ্বিতীয় আহবান করিয়াছিলেন, কিন্তু শু্যাণ্ডে পৃষ্ঠপ্রদর্শনই সমীচীন বোধ করিয়৷ মুদুর রেজুনাভিমুখে যাত্র করেন। রামমূৰ্ত্তি স্মথ টাইপ ; বাংলায় ভীম ভবানী ও এই শ্রেণীভুক্ত ছিলেন । তিনি ও রামমূৰ্ত্তির সমস্ত প্রক্রিয়। করিতে পারিতেন । তিনি ভারোত্তলন ও বৃক্ষণ দুই-ই পারিতেন । ভীম ভবানী পাশ্চাত্য প্রথায় ভারোত্তলনে অভ্যস্ত ছিলেন । ইউরোপের শ্রেষ্ঠ মল্ল হেকেনস্মিট ফ্রান্স, জাৰ্ম্মেণী, বেলজিয়ম, অষ্টিয়া, ইটালী, ইংলণ্ড, রুশিয়া প্রভৃতি