পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి SAAA AAAA S SA SAS A SAS SSAAAASA SAASAASAASAA AAAA AAAA SAAAAAAASAAAA -مم----------مم-مسیس بیر প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড ইউরোপের সকল দেশের সকল মল্লকেই পরাস্ত করেন । ১৯০০, ২০শে সেপ্টেম্বর বিখ্যাত মল্ল এবং ভারোত্তোলক জর্জ লুরিক প্রতিদ্বন্দ্বিতায় আহত হইয়াও শেষে পলায়ন করেন। এই বৎসরের সেপ্টেম্বর মাসে বুডাপেস্তে তুর্ক মল্ল করি আমেদকে তিন ঘণ্টায় পরাস্ত করেন। এতদ্ব্যতীত অন্যতম খ্যাতনামা তুর্ক মল্ল হালিল আদোনিকে এপ্রিল ভিয়েনার্তে পরাভূত করেন। প্যারিসে যে ইউরোপের নানা স্থান হইতে সমাগত ১৩০ জন মল্লের “দঙ্গল” হয় তাহাতে হেকেনস্মিট সৰ্ব্বশ্রেষ্ঠ আসন পরিগ্রহ করেন। তিনি ১৯০৫, ৪ঠা মে অ মেরিকার শ্রেষ্ঠ মন্ত্র টম জেঙ্কিন্সকেও পরাস্ত করেন। তাহার পর অলিম্পিয়াতে তুরস্কের স্ববিখ্যাত মল্প আমেদ মাদ্রানি হেকেনৰ্ম্মিটের নিকট. পরাভব স্বীকার করিতে বাধ্য হন । কাহারও কাহারও মতে হেকেনন্মিট—“চ্যাম্পিয়ন” । তবে জন লেনিন, জ বিস্কো, ফ্রাঙ্ক গচ-এর অভু্যখানের পূর্ব পর্য্যস্ত ইউরোপ, আমেরিক সম্বন্ধে সে কথা স্বচ্ছন্দেই বলা চলে, কারণ তিনি তৎকালে ঐ সকল দেশের যাবতীয় মল্পকে পরাস্ত করিয়াছিলেন । কিন্তু সুইজারল্যাণ্ডের জন লেনিনের বার বার আহবানে তিনি সাড়া দেন নাই জ বিস্কোর সঙ্গে ও তিনি বলপরীক্ষায় প্রস্তুত ছিলেন ন। কাল্প, গামা, ইমাম বক্স, গোলাম মহীদীন, আমেদ বক্স প্রভৃতি ভারতবাসী আর তুক কুর ডিরেলি ইহাদের ত কথাই নাই । শেষে তিনি গচ-এর নিকট পরাজিত হন । সুতরাং তঁাহাকে “পুথিবীর শ্রেষ্ঠ মল্ল" বলা চলে না । মল্পজগতে ফ্রাঙ্ক গছ-এর অভু্যদয় গচ-এর অভু্যদয়ে পাশ্চাত্য মল্পজগং বিশেষরূপ আলোড়িত হইয়াছিল। এখন পর্য্যস্ত অনেক পাশ্চাত্য বিশেষজ্ঞগণের ধারণ র্তাহার তুল্য মন্ত্র আর জন্মগ্রহণ করে নাই। ১৯০৮, ৩রা এপ্রিল শিকাগো শহরে গচ-এর সহিত হেকৈনস্মিটের মল্লযুদ্ধ হয়। একঘণ্টাকাল যুদ্ধের পর হেকেনন্মিট লড়িতে অসমর্থ হন এবং গচই বিজয়ী বলিয়া ঘোষিত হন। ১৯০৯ খৃষ্টাব্দে অষ্ট্রিয়ার স্ববিখ্যাত মল্ল জ বিস্কে Soo Y গচ-এর সহিত কুস্তি করেন এবং তাহাতে কেহ কাহাকেও পরাজিত করিতে পারেন নাই। পর বংসরের ১লা জুন পুনরায় তাহদের মধ্যে মল্লযুদ্ধ হয়। প্রথমবারে অসাবধানতার জন্য জ বিস্কো কয়েক সেকেণ্ডের মধ্যেই পরাজিত হন । দ্বিতীয়বারে তঁহাকে হারাইতে গচ-এর ২৭ মিঃ ৩৩ সেকেণ্ড লাগিয়াছিল । পরাজয়ের তিন বৎসর পরে হেকেনশ্বিট পুনরায় গচ-এর সহিত বলপরীক্ষার জন্য আমেরিকায় উপস্থিত হন । প্রথমবার ১৪ মিনিটের মধ্যে, এবং দ্বিতীয়বার অতি সহজেই হৈকেনস্মিট পরাজিত হন। পাশ্চাত্য জগতে মল্লগণের সংঘর্ষ ১৯১৫ খৃষ্টাব্দে গচ মল্পজগৎ হইতে অবসর গ্রহণ করেন। গচ-এর মধ্যস্থে হেনরি অর্ডিম্যান ওয়েষ্টগার্ড নামক মল্পকে পরাজিত করেন । এই কারণে গচ তাহার জগজয়ী উপাধি অডিম্যানকে প্রত্যপণ করেন । ১৯১৫ খৃষ্টাব্দে চালস কাটলার আবার হেনরি অডিম্যানকে পরাস্ত করিয়া সৰ্ব্বোচ্চ সম্মান লাভ করেন । তাহার পর ডাক্তার রোলার-এর সহিত কাটুলারের তিন বার মল্লযুদ্ধ হয় এবং তাহাতে পর্য্যায়ক্রমে জয়-পরাজয় হয় জে৷ ষ্টেচার নামক মল্ল ১৯১৫ খৃষ্টাব্দেই কাটুলারকে পরাজিত করিয়া বিজয়মাল্যে ভূষিত হন। তারপর ১৯১৭, ৯ই এপ্রিল অল কেডকৃ. আবার ষ্টেচারকে পরাস্ত করিয়৷ ‘জগজয়ী উপাধিতে ভূষিত হন । কিন্তু ১৯২০ খৃষ্টাব্দে ষ্টেচারের হস্তে কেডকের পরাজয় ঘটে। ১৯২০, ১৩ই ডিসেম্বর ষ্টাংলার লিউইস্ ষ্টেচারকে পরাস্ত করেন। পর বংসর মে মাসে জবিস্কো লিউইসকে পরাজিত করেন বটে, কিন্তু ১৯২২, ৩রা মার্চ লিউইস-এর হস্তে বিস্কোস হার হয়। জিবিস্কো সহজে ছাড়িবার পাত্র নহেন ; তিনি পুনরায় ১৯২৪ খৃষ্টাব্দের ২২শে মে লিউইসকে পরাভূত করিয়া বিজয়ী আখ্যা প্রাপ্ত হন। ইটালীর স্ববিখ্যাত মল্প রাইসাভিচ জো ষ্টেচারের সন্মুখীন হইয়া পরাজিত হন। তারপর ইটালীর অপর এক মল্প, ক্যাল্জ। বহু চেষ্টা করিয়াও ষ্টেচারকে হারাইতে পারেন নাই । -