পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిరిఫ్చి হাজার এক লক্ষ পাচ লক্ষ লোকের সভা ও মিছিলের খবর সংবাদপত্রে বাহির হইতেছে, নিরুপদ্রব আইনলজঘকদের গ্রেপ্তারির ও কারাদণ্ডের বিস্তর খবর ও পূৰ্ব্ববং নানা কাগজে বাহির হইতেছে, এবং কংগ্রেসের যে-সব প্রধান কৰ্ম্মী এখনও জেলে যান নাই, তাহারা মহাত্ম। গান্ধীর প্রবর্তিত উ পী য়ু অবলম্বন ছাড়া আরও কি করিবেন তাহ স্থির ক রি তে ছে ন । সুতরাং গান্ধীপত্নী শ্ৰীমতী কস্থর বাঈ স্বামী কারারুদ্ধ হওয়ার পর যে বলিয়াছেন, গান্ধীজীকে কৰ্ম্মক্ষেত্র হ ই তে অপস্তত করায় ভারতবর্ষকে

  • --- SAASASAAAAASA SSASAS SSAS SSAS

স্বাধীন করিবার জন্য তিনি যে মহৎ কাৰ্য্য অা র ভ করিয়াছিলেন তাহ ব্যাহত হইবে না, তাহা আপাততঃ সত্য বলিয়াই মনে হইতেছে । উত্তেজনা কিছু কমিলে মহাত্মাজীর মতাবলম্বী লোকদের কম্মিষ্ঠতা কমিবে কিনা, তাহ কালক্রমে বুঝা যাইবে । বস্তুতঃ, গান্ধীজীকে গ্রেপ্তার করিয়া গবন্মের্ণট স্বাধীনতালাভ-প্রচেষ্টার ব্যাপ্তি, গভীরতা ও শক্তি প্রমাণ বা অপ্রমাণ করিবার নিমিত্ত ভারতবর্ষের বেসরকারী লোকদিগকে প্রকারী স্তরে আহবান করিয়াছেন। ভারতীয় বেসরকারী লোকদের কার্য্যগত জবাব ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকিবে। প্রীমতী ক প্রবাসী—জ্যৈষ্ঠ, లిరిగి SAAAAAAASAAAA গান্ধীদম্পতি মহাত্মা গান্ধীজীকে যখন সরকারী লোকেরা গ্রেপ্তার করিয়া লইয়া যাইতেছিল, তখন র্তাহার সহধৰ্ম্মিণীর জন্য তাহার কোন অতু [ ৩০শ ভাগ, ১ম খণ্ড عیسی مستعمیم میبیسی ---۔--۔ রোধ উপদেশ বা আদেশ অা ছে কিন, জিজ্ঞাসা করা হয়। মহাত্মাজী বলেন, “তিনি বীরাঙ্গনা, তাহার জন্য বাণীর কি প্রয়োজন ?” মহাত্মাজীর আত্ম-চরিত যাহারা পড়িয়াছেন, র্তাহারা জানেন শ্ৰীমতী কস্তুর বাঈ কিরূপ অসাধারণ সাহস, ধৈর্য্য ও অধ্যবসায়ের অধিকারিণী । তা হা র পাতিব্ৰত্য অনতিক্রাস্ত, এবং তিনি অনেক বি ষ য়ে মহাত্মাজী অপেক্ষাও শ্রেষ্ঠ । - র বাঈ স্তুর বা স্বামীর কারা রোধের সংবাদ পাওয়ার পর, ভ্রমতী কস্তুর বাষ্ট্রর সহিত সংবাদসংগ্রাহক এসোসিয়েটেড প্রেসের ও ফ্রী প্রেসের প্রতিনিধিরা দেখা করেন । তিনি এসোসিয়েটেড প্রেসের লোককে বলেন – “মহাত্মাজীকে সরাইয়া লওয়া হইয়াছে, কিন্তু র্তাহাকে স্থানাস্তরিত করা দ্বারা ভারতবর্ষের জন্য স্বাধীনতা অর্জনের মহং কার্য্য ব্যাহত হইতে পারে না। যদি জাতি অন্তরের সহিত র্তাহার অমুবৰ্ত্তন করে, তাহা