পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vర్ఫిb AMAMAMAAYJYAMS SSMSAMA AMASAS SSAS SSAS SSASAS SS SS সাম্রাজ্যবাদী ইংরেজদের তাহা চক্ষুশূল হইতে পারে। কিন্তু তাহাদের ভবিয়। দেখা উচিত, দে, আলোচ্য উপ-অাইন সশস্ব রাজদ্রোহ, সশস্ত্র বিদ্রোহ এবং নিরুপদ্রব তাইন-লঙ্ঘনকে একশ্রেণা ভুক্ত করিয়াছে । তাহাদের চক্ষে দুটাই কি নৈতিক হিসাবে সমান ? অথবা এ প্রশ্ন জিজ্ঞস নী ভাল । তাহার। বলিতে “সশস বিদ্রোহ দমন কর। তামাদের পক্ষে করাই হয় ত 外Y司-, অপেক্ষাকত সহজ, কিন্তু নিরুপদ্রব আইন-লঙ্ঘন দমন করা তত সহজ নহে ; সুতরাং শেষোক্তটাই গুরুতর অপরােধ । সাংবাদিকদের কন্‌ফারেন্স গত রবিবার ২৮শে বৈশাখ কলিকাতার ইণ্ডিয়ান এসোসিয়েশুল হলে প্রেসের ও সংবাদপত্রের স্বত্বাধিকারী, পরিচালক ও কৰ্ম্মচারীদের বে কনফারেন্স হয়, তাহার কিছু বিকৃত রিপোর্ট কোন কোন কাগজে বাহির হইয়াছে । সভায় দুটি প্রস্তাব সকলের সম্মতিক্রমে ধায্য を羽 I বল। হয়, এবং উহা জারী হইতে-ন-হইতেই, ঘে, কতকগুলি কাগজের কাছে টাকা আমানত চাওয়া হয়, তাহাকে যথেচ্ছাচার-প্রস্বত ( arbitrary ) এবং পূৰ্ব্বসঙ্কল্লাতুযায়ী ( pre-moditated ) বলা হয় । যে সকল কাগজের কাছে আমানত চাওয়ায় তাহার টাকা না দিয়া কাগজ বন্ধ রাখিয়াছেন, দ্বিতীয় প্রস্তাবটির দ্বারা তাহাদিগকে অভিনন্দিত করা হয় । তাহার পর কৰ্ম্মচারীদের একজন প্রতিনিধি এই প্রস্তাব উপস্থিত করিতে চান, যে, যাহার কাগজ বন্ধ রাখিয়াছেন তাহারা যেন বন্ধ থাকার সময়ের বেতন কৰ্ম্মচারীদিগকে দেন। কাগজ অতঃপর বন্ধ রাখা হইবে কিনা, সেইরূপ প্রস্তাব বিবেচিত হইয়৷ গেলে এই প্রস্তাবটি বিবেচিত হইবে, ইহা ঠিক হওয়ায় অতঃপর একটি প্রস্তাব উত্থাপিত হয়, যে, দেশের বর্তমান অবস্থা এবং সৰ্ব্বসাধারণের সত্য সংবাদ পাইবার ঔংস্থক্য বিবেচনা করিয়া অতঃপর যাহার কাগজ প্রকাশ করিতে চান তাহাদিগকে প্রকাশ করিবার স্বাধীনতা দেওয়া হউক ; প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৭ HSAMS JYJJAMAYA SAeeAMAAASAAAA প্রথমটিতে প্রেস উপ-আইনকে গৰ্হিত ও নিন্দাহ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড SAASAASAASAASAASAASAASAASAAASYAeSeeAMAeSMSMSMSMSJMS AMAMMJSAMAMAMAAAS পরে তাহারা অবস্থার পরিবর্তন হইলে অন্তরূপ ব্যবস্থাও করিতে পারিবেন। এই প্রস্তাব সংশোধন করিয়া অন্ত এই একটি প্রস্তাব উত্থাপিত হয়, যে, উহার বিবেচনা সাতদিন স্থগিত থাকুক এবং ইতিমধ্যে কংগ্রেসের অস্থায়ী প্রেসিডেণ্ট পণ্ডিত মোতিলাল নেহর-কে সমস্ত ভারতবর্ষের সাংবাদিকদিগের একটি কন্‌ফারেন্স আহবান করিতে বলা হউক । এই সংশোধক প্রস্তাব সম্বন্ধে আমি যখন এক এক জনের ভোট লইয়া লিপিবদ্ধ করিতেছিলাম এবং যখন উহার সপক্ষে ১৯ এবং বিপক্ষে ২২ ভোট লিপিবদ্ধ হইয়াছিল, তখন এরূপ উচ্ছ স্থলত দেখিলাম, যে, সভা ভঙ্গ করিতে বাধ্য হইলাম । কথাকাটাকাটি, কথায় বক্তিগত আক্রমণ, একসঙ্গে অনেক লোকের চীংকার, ইত্যাদি বিশৃঙ্খলা প্রায় প্রথম হইতেই মধ্যে মধ্যে হইতেছিল । আমার 受弼 সাইকেলে মহাত্মা গান্ধী প্রতি দোষারোপও হইয়াছিল । আমি বার বার সকলকে শাস্তভাবে কাজ. চালাইতে অনুরোধ করিয়াছিলাম }, মধ্যে মধ্যে দীর্ঘকাল শান্তভাবে কাজ চলিয়াও ছিল । সভা অধিকাংশ সময় স্বশুস্থলই ছিল । উচ্ছ স্থলতার,