পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8చి ఫి SMMMSASAMMMAMMMMMMAAASAAAS প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড পূরণ হবে, কিন্তু হিন্দুদের যে অনেক লাখ টাকা ক্ষতি হয়েছে তা পূরণ করবে কে ? এতগুলি লোক নিরাশ্রয় আহত ভয়ান্ত হয়ে ঢাকা-হলে আশ্রয় নিয়েছে, এখনও গভমেণ্টের তরফ থেকে কোনো কৰ্ম্মচারী দয়া করে কিছুই “সুশীলা-নিবাসে"র অপেক্ষাকৃত অল্পক্ষতিগ্রস্ত অংশ জিজ্ঞাসা করতে যান নি। পরশু এক গোয়েন্দা ঢাকা-হলে গিয়েছিল বটে । বাজার দোকান এখনও বন্ধ । পথ জনবিরল ৷ ঢাকা-হলের ছেলেরাও ক্লাস্ত হ’য়ে একে একে বাড়ী যাচ্ছে । এখনও দশবার জন আছে । এপর্য্যস্ত কংগ্রেস ও হিন্দুসভা ছাড়া ঢাকা-হলে কোন ধনী লোক সাহায্য দিতে অগ্রসর হন নি। কেবল একজন ঢাকা-হলের প্রাক্তন ছাত্র স্বতঃপ্রবৃত্ত হয়ে কুড়ি টাকা হলের এক লেকচারারের পকেটে গুজে দিয়ে গেছেন । (s) (t-ు-SS\Do ৩রা ও ৪ঠা তারিখের অযুত বাজার পত্রিকায় ঢাকার যে বিবরণ বেরিয়েছে, তা সত্য। এখন ঢাকার নিকটবৰ্ত্তী গ্রামে দাঙ্গা লুট আরম্ভ হয়েছে। ঢাকাতেও ছাড়া বাড়ীর তালা ভেঙে জিনিষপত্র চুরি হচ্ছে। বাসিন্দারা বাসায় ফিরে যেতে চাইলেও মুসলমানরা বাধা দিচ্ছে ও ভয় দেখাচ্চে, মহরমের আগে ফিরে গেলে ভাল হবে না। কোনো হিন্দু মুসলমানের কাছ থেকে কিছু কেনে না। তাই তারা হিন্দু দোকানীদের ভয় দেখিয়ে তাদের দিয়ে চোরাই মাল বেচছে। ঢাকা-হলের সামনের এক দোকানী এই রকমে বরাবর দোকান খোলা রেখেছে । এই খবর পেয়ে তার দোকান থেকে জিনিষ কেন? ছেড়ে দেওয়া গেছে । মুসলমানেরা খুব ব্ল্যাকমেল করছে। যে-সব পরিবার পালিয়েছে তাদের অনেককে ঘুষ দিয়ে যেতে হয়েছে। যারা পালাতে পারে নি তাদের অনেকে ক্রমাগত ঘুষ দিচ্ছে । অনেক ইউনিভার্সিটি লেকৃচ্যারারদের কাছ থেকে ২০০ টাকা করে ঘুষ চেয়েছে। র্তারা দেন নি ; কাজেই র্তাদের বাসা ছাড়তে হয়েছে । ঢাকার থেকে ব্যবস্থাপক সভায় যে তিনজন প্রতিনিধি গেছেন, তাদের কেউ বা অন্য কোন সভ্য কি গভমেণ্টকে প্রশ্ন করতে পারেন না—(১) কতজন হিন্দু ও মুসলমান হতাহত হয়েছে ? (২) হিন্দু ও মুসলমানের সম্পত্তিক্ষতির পরিমাণ কি ? (৩) কতজন হিন্দু ও মুসলমান গেরেপ্তার হয়েছে ? (৪) ভবেশ নন্দীকে অডিন্যান্স অনুসারে গেরেপ্তার করার পর কয়েক শত মুসলমান তাদেরই বাড়ী আক্রমণ করলে কেন ? (৫) যারা আত্মরক্ষার জন্য বন্দুক ছুড়েছে তাদের বন্দুক বাজেয়াপ্ত হয়েছে কেন ? (৬) তেসরা জুন তারিখে কেবল মাত্র দুজন নিম্নশ্রেণীর মুসলমানের নির্দেশ অনুসারে নবাবপুর, টিকাটুলি, উয়ারী, ঠাঠারী বাজার গুর্থ দিয়ে ঘিরে বহু হিন্দুকে গেরেপ্তার করা হয়েছে কি না ? (৭) বেলা ৯টা ১০টার সময় যখন কয়েক শত মুসলমান কায়েতটুলী ংস করে তখন ক’জম মুসলমানকে গেরেপ্তার করা হয়েছে ? (৮) রাত্রি ১০টার সময় বাবুপুর থানার অদূরে যখন মুসলমানের