পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.৩য় সংখ্যা ] মাত্র । কয়টি জিনিযই উগ্রভাবে বৰ্ত্তমান । কেন বৰ্ত্তমান, সে কথাটা বুঝিতে হইলে প্রি-র্যাফেলাইটপন্থীদের চিত্রাঙ্কণ পদ্ধতি ও থিওরী এবং এই দলভুক্ত চিত্রকর, হলমান হাণ্ট, রসেটি, মিলে, মরিস প্রভৃতির-বিশেষ করিয়া ডাণ্টে গেব্রিয়েল রসেটার—রুচি ও ব্যক্তিগত ঝে কের একটু আলোচনা করা প্রয়োজন । “প্রি-র্যাফেলাইট ব্রাদারহুড’ প্রতিষ্ঠিত হয় ১৮৭৯ সনে । ব্রিটিশ চিত্রকলার অবস্থ। তখন বিশেষ শোচনীয় বলিতে হইবে । সে-সময়ে অ্যাকাডেমিক রীতির প্রাণহীন ও “ল গীরলাগুণটা”—রসেটা বৈশিষ্ট্যঙ্গীন অল্পকরণ ছাড়া ইংলণ্ডের চিত্রকলায় আর বিশেষ কিছু ছিল না। প্রতিকৃতি, দৃশ্যচিত্র, ধৰ্ম্মবিষয়ক চিত্র প্রভৃতি প্রত্যেক ধরণের চিত্র তাকিবার জন্যই বাধাধরা কতকগুলি নিয়ম ছিল । প্রকৃতির দিকে দৃকপাত না করিয়া, ব্যক্তিগত প্রেরণার অপেক্ষ না রাথিয় চিত্রকরেরা সেই সকল বাধাধর নিয়মে, অক্ষর গুণিয় কবিতা লিখিবার মত ছবি তাকিয় ঘাইতেন, তাহাতে না থাকিত প্রাণ, না থাকিত সৌন্দর্য্য । অথচ তখন ইংলিশ প্রি-র্যাফেলাইট চিত্রকল 86 (t প্রি-র্যাফেলাইট ব্রাদারহুড-এর চিত্রে এই চ্যানেলের অপর পারে—ফ্রান্সে—দ্যলাক্রোয় ও গেরিকোর পদাঙ্ক অতুসরণ করিয়া রোমাণ্টিক চিত্রকলার জয়যাত্র আরম্ভ হইয়াছে। সেখানেও জড় অ্যাকাডেমিক রীতি

ল্লেসেড ড্যামোজেল”—রসেটা “ব্রুেসেড ড্যামোজেল” রসেটার একটি বিখ্যাত কবিতা। এই চিত্রটিতে

রসেট তাহার কাব্যকল্পনাকে মূৰ্ত্তি দিতে প্রয়াস পাইয়াছেন চিত্রকলাকে প্রাণহীন করিতে বসিয়াছিল, রোমাটিক চিত্রকরগণ উহারই বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়া চিত্রকলায় আবার জীবনের মোত বহাইয়াছিলেন । প্রি-র্যাফেলাইট উপর ফ্রান্সের রোমাণ্টিক চিত্রকল| কোন প্রেরণা অনিয়া দিয়াছিল কিন। তাহা ঠিক জান। নাই । তবে একথাটা সত্য যে রোমাটিক আন্দোলনেরই প্রভাব ইংলণ্ডের কয়েকটি যুবকের মনেও প্রাচীন প্রথা ও প্রাচীন ভাবধারার বিরুদ্ধে একটা বিদ্রোহঘোষণার ভাব আনিয়া দিয়াছিল । তাহাদের মনেও চিত্রকলাকে আবার কি করিয়া সরস, সচল ও জীবন্ত করিয়া তোলা যায় এই প্রশ্ন জাগিয়াছিল। ইহাদের মধ্যে যাহারা অবশেষে প্রি-র্যাফেলাইট ব্রাদারহুড স্থাপিত করিয়া কাৰ্য্যক্ষেত্রে বিদ্রোহ করিয়া বসেন র্তাহাদের নাম হলম্যান হাণ্ট, রসেটি ও মিলে । রদিfর ৮-এর