পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Qや প্রি-র্যাফেলাইটগণ চিত্রকলায় যে নূতনতের স্বত্রপাত করেন তাহা প্রকৃতপক্ষে রোমাটিক আন্দোলনের একটি ** i Lyrical Ballads z FTC-H Hto strząst সাহিত্যে যে নবভাব দেখা দেয়,বিলম্বিত হইলেও প্রি-র্যাফে সোনার সিড়ি বার্ণ জোনস কর্তৃক অঙ্কিত লাইটিজম ত’হারই আর একটা ওয়ার্থ “লিরিক্যাল ব্যালাডস”এর ভূমিকায় কথাশিল্প ও কাবের সহিত প্রকৃতির যে সম্বন্ধের কথা বলিয়াছেন, 3Iif;a &f&t* Modern Painters- q Cxíè *«iífè একটু ঘুরাইয়া চিত্রকলার সম্বন্ধে প্রয়োগ করিয়াছেন। দিক মাত্র। ওয়ার্ডস প্রবাসী—আষাঢ় ট, ১৩৩৭ [ oo */ ভাগ, ১ম খণ্ড مستعمیمیر রাস্কিন ইংলণ্ডের তরুণ চিত্রকরগণকে একনিষ্ঠভাবে—কিছু বাদ না দিয়া, কোনও বাছবিচার না করিয়া – প্রকৃতির শরণাপন্ন হইতে বলিয়াছিলেন । প্রি-র্যাফেলাইট চিত্রকরগণ র্তাহার এই কথা কি ভাবে মানিয়া লইয়াছিলেন, তাহা হলমান হাণ্টের দুইটি চিত্র অঙ্কনের কাহিনী হইতেই »è cztąd qišrą i Light of the World 8 Scapcgoat হলমান হাণ্টের দুইটি বিখ্যাত ছবি । প্রথমটিতে যীশু গভীর রাত্রিতে এক গুহস্থের দ্বারে আসিয়া করাঘাত করিতেছেন, এই বিষয়টি অঙ্কিত হইয়াছে। খুষ্টের হাতে একটি লণ্ঠন, পিছনে কতকগুলি গাছপালা, পায়ের কাছে কঁাটাগাছ, চারিদিক চন্দ্রালোকে প্লাবিত । লণ্ঠনের আলোর সঙ্গে চাদের আলো মিশিয়া খুষ্টের মূৰ্ত্তির চারিদিকে এক অপরূপ জ্যোতির স্থষ্টি হইয়াছে । এই আলো ঠিক ভাবে দেখাইবার জন্য হলমান হাণ্ট তিন মাস ধরিয়া প্রতি শুক্লপক্ষে রাত্রি নয়ট হইতে ভোর পাচটা পৰ্য্যন্ত র্তাহার বাগানে বসিয়া ছবিটি আঁকিয়ছিলেন। এই চিত্রটির ক্ষুদ্রতম অলঙ্কারটি পৰ্য্যন্ত বাস্তব হইতে অঙ্কিত । রাস্কিন এই জন্য ইহাকে “the most perfect instance of expressional purpose with technical power which the world has yet produced” of Histon I offi Wojs.g. সন্দেহ নাই। তবু ইহার দ্বারা প্রি-র্যাফেলাইট ব্রাদারহুডের সত্যের প্রতি অনুরাগ ও সত্যের জন্য কষ্টস্বীকার করিবার ইচ্ছা স্থচিত হয়। হলম্যান হাণ্টের Scapegoat নামক ছবিটি ডেড-সির তীরে দণ্ডায়মান এক বৃদ্ধ ছাগের প্রতিকৃতি মাত্র । কিন্তু হাণ্ট এই ছবিটি আঁকিবার জন্য সুদূর প্যালেষ্টাইনে গিয়া মাসের পর মাস অসাধারণ পরিশ্রম ও কষ্টস্বীকার করিয়াছিলেন । এই দলের অন্যান্য চিত্রকরগণের মধ্যেও এই সত্যনিষ্ঠার বহু দুষ্টান্ত দেখিতে পাওয়া যায়। সকল জিনিষই প্রকৃতি হইতে লইতে হইবে, এই নিয়মের অনুবর্তী হওয়ায় ইহাদের সকল চিত্রের সকল আলেখাই কোন-না-কোন ব্যক্তিবিশেষের । atrista Girlhood of Mary Virgin-a cris witt=R মুখ তাহার মাতার প্রতিকৃতি। অন্যান্য ছবির সকল প্রতিকৃতিও তাহার ভাই, বোন অথবা বন্ধু-বান্ধবীদের।