পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] পুস্তক পরিচয় Q○。 সকালে ডাক্তার আনতে চান—তা আনবেন । তখনও বুঝিলাম না যে, ইহার অথর্প-ডাক্তার আনিতে তিনি আর আমাদের অবসর দিবেন না। মৃত্যুর দশ ঘণ্ট আগে রাডকের প্রকাণ্ড বইখানি জীর্ণ বুকের উপর রাথিয়া আমার রাত্রি জাগরণের ওষুধ নিৰ্দ্ধারণ করিলেন, অন্য কাহাকেও করিতে দিলেন না। বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ অক্ষুণ্ণ ছিল, কিছুই ভূল হয় নাই। বৃহৎ লাইব্রেরীর কোন পুস্তক কোথায় তাহা শেষ পয্যস্ত নির্দেশ করিতে পারিতেন । এই লাইব্রেরীর চারিদিকে একবার দৃষ্টিপাত করিয়া তিনি চক্ষু মুদ্রিত করিলেন। সে চক্ষু খুলিলেন পরপারে যাইয়। আন্দাজ তিন ঘণ্ট। আগে ডানহাতে ঘড়ি ধরিয়া বা-হাতে ডান ক রবীন্দ্র সাধনী—শ্ৰীশিবকৃষ্ণ দত্ত প্রণীত ও প্রকাশিত। শরামানন্দ চট্টোপাধ্যায় লিখিত ভূমিকা সম্বলিত । ‘রবীন্দ্র-সাধনা'য় লেখক কবির কাব্যসাধনার আলোচনা করেন নাই, কাব্যের ভিতর দিয়া কবির যে অধ্যাত্ম সাধনা পরিস্ফুট হইয়া উঠিয়াছে, তাহারই পরিচয় দিতে চেষ্টা করিয়াছেন । কাজেই 'মানসী, SBBB BBSS SBBSS SBBBS BBBS BBBS BBB ‘গীতাঞ্জলী গীতিমালা’, ‘নৈবেদ্য’ প্রভৃতি লইয়াই বেণীরকম আলোচনা করিতে হইয়াছে। রবীন্দ্রনাথ শুধু কবি নহেন, তিনি ভক্ত ও দার্শনিক । কাব্যের যেখানে তিনি নিছক কবি নহেন, সেই সব স্থানগুলি বুঝিবার ও উপভোগ করিবার পক্ষে পুস্তকখানি সাহায্য করিবে । পরিচ্ছেদগুলির নামকরণ সম্বন্ধে আর একটু সতর্ক হইলে ভাল হইত। প্রতিভার উন্মেষ আরম্ভ হইয়াছে নিঝরের স্বপ্নভঙ্গে’ এবং শেষ হইয়াছে ‘দেশ দেশ নন্দিত করি মন্দিত তল ভেরী’তে । কবির অধ্যাত্মবাদ, কবিধৰ্ম্ম ও ভগবৎপ্রেম, কবির জগৎ, কবির কল্পলোক প্রভৃতি কয়টি প্রবন্ধে বইখানি সমৃদ্ধ হইয়াছে। শ্রীশৈলেন্দ্রকৃষ্ণ লাহ। সহজ পাঠ । প্রথম ভাগ—ীরবীন্দ্রনাথ ঠাকুর । মূল্য পাচ আনা । সচিত্র । সহজ পাঠ। দ্বিতীয় ভাগ——ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর । মুল্য সাড়ে তিন আনা । সচিত্র। 感 এই দুটি বই কলিকাতায় ২১০ কর্ণওয়ালিস ষ্ট্রীট, বিশ্বভারতী গ্রন্থালয়ে পাওয়া যায় । যে সব শিশুর সবে মাত্র হাতেখড়ি হইয়াছে, তাহাদের জন্ত কবি এই দুখানি বহি লিথিয়াছেন। ইহ। তাহারা আনন্দের সহিত দেখিবে এবং দেখিতে দেখিতে পড়িতে শিখিবে ;– পড়িঃ আনন্দ পাইবে ।

  • R一ー> ミ

হাতের নাড়ী ধরিয়া বলিলেন—“বড় thready pulse, গণ যায় না।” আমার স্বামীকে বলিলেন—“আপনি ভাল নাড়ী দেখতে পারেন না।” বড় ঘামিতেছিলেন, দুই ঘণ্টা পূৰ্ব্বে বেশ শক্তি প্রয়োগ করিয়া আমাদের সাহায্যে জামাট ছাড়াইয়া লইলেন । এতক্ষণও কথা বলিতেছিলেন । এইবার কথা বন্ধ হইল । জ্ঞান তখনও ছিল । বুকের উপর হাত দুখানি রাখিয়া যেন ঘুমাইলেন । বসিবার ক্ষমত ছিল না—এরূপভাবে বসিলে যোগস্থই মনে হইত। মুতু্যর কোনো উৎপাতই লক্ষিত হইল না । এইরূপ অবস্থায় ( ১২ই জুন, ১৯শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ) ব্রাহ্ম মূহূৰ্বে মামার অমর আত্মা ব্রহ্মলোকবাসী হইলেন । এ লোকে হাহাকার, সে লোকে আনন্দধ্বনি । পরিচয় বহি দুখানির কবিতাগুলিতে কবিত্ব আছে, রবিবাবুর বহি হইলেও ইহা বলা দরকার এই জন্ত, যে, অনেক বুদ্ধিমান লোকও ছোট ছেলেমেয়েদের বুদ্ধির উপযোগী করিয়৷ কিছু লিপিতে গিয়। এমন জিনিষ লেপেন যা সাহিত্য নয়। রবিবাবু শিশুদের জন্য যাহ। লিথিয়াছেন, তাহা তাহদের ভাল লাগিবে, বুড়োদেরও ভাল লাগিবে । গদ্য গল্পগুলিও, অক্ষর পরিচয় এবং বানান শিপাইবার জন্ত লিখিত হইলেও, উপভোগ্য । ভানুসিংহের পত্রাবলী –শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর। মূল্য এক টাকা । বিশ্ব-ভারতী-গ্ৰস্থালয় । কর্ণওয়ালিস স্ট্রট । কলিকাতা । এই বহিখানির উৎসর্গে লেখা আছে--"এই পত্রগুলি দিয়ে যে পত্রপুট গাথা হ’য়েচে তার মধ্যে রাণুর প্রতি ভাঠদাদার আশীৰ্ব্বাদ পূর্ণ রইলো।" এই রাণুকে ভানু দাদা যখন চিঠিগুলি লিথিয়াছিলেন, তখন রাণু এত ছোট ছিল, যে, তাহাকে একথা বলিলে তাহার রাগ ও হিংস হইত, যে, রবিবাবু কেবল তাহারই একার বন্ধু নহেন, এগুজ সাহেবকেও তিনি বন্ধু মনে করেন এবং হয়ত বৰ্ত্তমান সমালোচককেও কতকট। তাই মনে করেন। এখন সেই রাণু বড় হঠয়াছে এব" সব কথা বুঝিতে শিখিতেছে। কিন্তু বোধ হয়, এই চিঠিগুলি চিরকাল তাহার কাছে সরস থাকিবে : কারণ বুদ্ধ সমালোচকের কাছেও এগুলি অপুৰ্ব্ব ঠেকিতেছে । অনেক ভাষার অনেক সাহিত্যের সহিত আমার পরিচয় নাই ; কিন্তু অল্প যাহা আছে, তাহাতে বলিতে পারি ছোট একটি মেয়েকে লেখা বুদ্ধের এমন চিঠি বাংলা ছাড়া আর কোন সাহিত্যে আছে বলিয়া শুনি নাই। অনেক পাঠক আছেন—বিশেষতঃ আজকালকার দিনে—-র্যাদের রাষ্ট্রনৈতিক জিনিষ ছাড়া আর কিছু ভাল লাগে না । বহিথানির

  • У о