পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } করে দুটা ডচ পুরুষের মূর্ত পাথরে খুদিয়ে রেখেছিলেন । তখন এই দ্বীপ ডচেদের হাতে আসে নি। সমগ্র দ্বীপময় ভারতের স্বাধীনতায় হস্তক্ষেপ ক’রে ইউরোপীয় ডচেরাই এদেশর লোকেদের কাছে যেন রক্ষিসের প্রতীক হ’য়ে ੧ੱਢਿਸ਼ ;—এদের চিত্রিত করা হ’য়েছে, এক জনের হাতে মদের বোতল, আর এক জনের হাতে টাকার থলি ; দুজনেরই মাথায় টুপি, গম্ভীর ভাবে তোরণদ্বারের দু পাশে দুটা মূর্ত বসে। এই ব্যঙ্গ-চিত্র ডচেরা বেশ প্রসন্নভাবে রসজ্ঞের মতই নিয়েছে, - ডচ ভদ্রলোকেরা গিয়ে এই টৌ মূৰ্ব দেখে আসেন, আর আমরা যথারীতি গিয়ে তোরণ দারের ছবিও তাদের ফোটো গ:ফ ও নেন । দেখে এলুম, আর লাকে এষ্ট নিলেন । ক্ল এ-কুঙ এর প্রাসাদে দ্বাপ্পাল মূৰ্ত্তিতে ডচ প্রতিকৃতি ( শ্ৰীযুক্ত বাকে-কর্তৃক গৃহীত ) এদিকে আমাদের পাসঙ্গিহানের হাতার মধ্যে প্রাচীন আর আধুনিক বলিদ্বীপীয় শিল্পদ্রব্যের একটা হাট ব’সে গেল। তিন চার জন স্ত্রীলোক আর দু একটী পুরুষ দ্বীপময় ভারত Գ8 Ց নানা রকমের মনোহর শিল্পজাতের পসার দিয়ে ব’স্ল। বলিদ্বীপের আর যবদ্বীপের ‘বাতিক' ব। ছাপা কাপড় ; কাপড়ের উপর আর কাগজের উপরে নানা রঙে আঁক। বলিদ্বীপীয় পৌরাণিক চিত্র ; কাঠের ছোট ছোট দেবতা মূৰ্ব, আর অন্য মূৰ্ত্তি ; চামড়ার ७झा३ग्राद्ध द। ছায়fনাট্যে ব্যবঙ্গত মূৰ্ব ; পিতলের তৈরী পূজার তৈজল ; ছোটো ছোটে। ক্রীস বা ছোর ; জরীর কাপড়— বেনারসী কাপড়ের মতন ; স্বরাতের রঙীন রেশমে বেন। ‘পাটোলা’ কাপড়ের মত কাপড় ; এই রকম নেতুন পুরাতন নন। জিনিস, আমরা কয়জন ভ্রমণকারী ব। ধাত্রী পাসঙ্গি,াহানে উঠেছি দেখে এনে হাজির করলে । আমরা সকলেই কিছু কিছু কিনলুম। বিশ্ব ভারতীর কলাভবনের জন্য কিছু জিনিস পরেন বাকু সংগ্ৰহ করলেন । কাপড়ে তাক। রঙীন-পট কতকগুলি, আর দু একটা মূ%, এই যা আমি নিলুম। বিদেশী যাত্রীদের কাছে বলিদ্বীপীরের যে ভাবে তাদের দেশের প্রাচীন শিল্পজাত উজাড় ক’রে বিক্ৰী ক’রে দিচ্ছে, তাতে মনে হয় বছর কতক পরে প্রাচীন জিনিস একটিও দেশে আর থাকবে না, সব আমেৰিকান আর ইউরোপীয় টুরিসটদের সঙ্গে সাগর পরে চ'লে যাবে । একজন বলিদ্বীপীয় ছোকরা, মাটিতে পসরা পেতে এইসব জিনিস পত্রের বেচাকেন। দেখছিল । ভাঙাভাঙা ইং রিজিতে সে আমার সঙ্গে কথা কইলে । ‘মহাগুরু কোথায়, তাও জিজ্ঞাস ক’রলে । ছোকরা এতটা খবর রাখে দেখে ভারী খুশী হ’লুম। একটু গর্বের সঙ্গে নিজেকে হিন্দু ব’লে সে পরিচয় দিলে। ব’ললে, তার ও পুরাতন আর নোতুন শিল্পদ্রব্যের দোকান আছে—পাসাঙ্গ,াহানের পাশেই তার দোকান। আমরা যদি তার দোকানে গিয়ে জিনিসপত্র দেখি, তাহ’লে সে ভারী অনুগ্রহীত হয় । তার দোকানে গিয়ে যেন ছোটো থাটে একটা বলিদ্বীপীয় চিত্রশালা দেখলুম, নান। সুন্দর জিনিসের সমাবেশ। এখানেও দু একটা মূৰ্ত্তি নিলুম— আমার পিতলের মূৰ্ত্তি দুট যার কথা একটু আগেই বেসাকিকের মন্দিরে মূৰ্ত্তি-দর্শন প্রসঙ্গে বলেছি wayang