পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৫২ SAMAMAMMMA AMAMJAAA SASS SSSSSSMAMAAAA SASAAASAAAA তিনি গবন্মেণ্টকে বা দলবিশেষকে খুশি করিবার চেষ্ট৷ করেন নাই । অন্য দিকে, কোন পক্ষকে কড়া কথাও তিনি বলেন নাই। বর্তমান সময়ে কংগ্রেসওয়াল কোন কোন নেতা ও অনেক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষণয় উপস্থিতির এবং স্কুল কলেজে ছাত্রদের উপস্থিতির বিরোধী হওয়ায় এবং পিকেটিং চলায় বাংলা দেশে প্রেসিডেন্সী কলেজে এবং অন্যান্য কোন কোন প্রদেশের কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের আবির্ভাব বশত: মারপিট কারাদণ্ড প্রভৃতি হইয়াছে। এরূপ সঙ্কট সময়ে আর্কার্ট সাহেব ভাইস-চ্যান্সেলার রূপে এবং নিজের কলেজের প্রিন্সিপ্যাল রূপে নিজের পদের মর্য্যাদা এবং বিরোধী ছাত্রদের সম্মান রক্ষা করিয়| নিজ কৰ্ত্তব্য পালন করিতে চেষ্টা করিয়াছেন । তিনি ডাক্টস-চ্যান্সেলার হইবার আগে হইতে এ পর্য্যস্ত বিশ্ববিদ্যালয়ের অর্থাভাব চলিয়া আসিতেছে । ইহার কারণ একদিকে বিশ্ববিদ্যালয়ের অবিবেচন, কোন কোন ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব, এবং অমিতব্যয়িত। ও অপচয় ; অন্যদিকে গবন্মেণ্টের কলিকাতা বিশ্ববিদ্যালয়কে যথেষ্ট অর্থ দিতে অনিচ্ছা ও অসামর্থ্য । আর্কার্ট সাহেবের আমলে যাহাতে বিশ্ববিদ্যালয়ে ব্যয়সংক্ষেপ এবং অধ্যাপকদিগের প্রতি ন্যায্য ব্যবহার হয়, তাহার চেষ্ট হইয়াছে ; আবার গবন্মে ন্টৈর নিকট হইতেও যথেষ্ট টাকা পাওয়ার চেষ্ট হইয়াছে । বিশ্ববিদ্যালয় সম্বন্ধে ঠিক ঠিক খবর যথাসময়ে পাওয়া কঠিন। আমরা আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের সময়ে প্রকাশ্যভাবে মূল্য দিয়া বা না-দিয়া বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন কমিটি আদির কায্যের রিপোর্ট পাইবার চেষ্টা করিয়াছিলাম, কিন্তু পাই নাই। এখনও পাই ন । আর্কার্ট সাহেব সম্বন্ধে যাহ। লিখিতেছি, তাহ সব কথা জানিয়া লিখিতেছি, বলিতে পারি না ; যতটুকু আমাদের { : গোচর হইয়াছে, তাহার উপর নির্ভর করিয়া লিখিতেছি । যাহা জানিয়াছি, তাহাতে উক্ত উভয়বিধ চেষ্টার প্রত্যেক অংশের অনুমোদন আমরা করিতে ন পারিলেও এরূপ চেষ্টা হওয়াটাই প্রশংসনীয় মনে করি । প্রবাসী –ভাদ্র, ১৩৩৭ AMMAMA AMMMAMMMMMAMMMeeeAeeMMMAMMeAMMMMMAMMAMMAMAeMeeeAMMAAAA [ ৩০শ ভাগ, ১ম খণ্ড حح صحصصه حیحیی تعمیم حیح تصحیج مجیح یحیی ও মিতব্যয়িত এবং অধ্যাপকদিগের প্রতি ন্যায্য ব্যবহারের চেষ্টা, এবং অন্য দিকে গবন্মে ন্টের নিকট হইতে যথেষ্ট টাক আদায়ের চেষ্ট যতটুকু হইয়াছে, তাহা এখনও সফল বা বিফল হয় নাই। এ অবস্থায় গবন্মেণ্ট তাহাকে আরও দুই বৎসরের জন্য ভাইস-চ্যান্সেলারের পদে নিযুক্ত করিলে ভাল হইত। এরূপ পুননিয়োগ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নূতন হইত না । কিন্তু গবন্মেটি অনেক সময় শিক্ষার উন্নতির দিকে দৃষ্টি রাপিয়া ভাইসচ্যান্সেলার নিয়োগ করেন না ; কখন কখন রাজনৈতিক কারণে, কখন বা ব্যক্তিবিশেষের প্রতি অনুরাগ বা বিরাগ বশতঃ নিয়োগ বা অনিয়োগ করেন। আর্কার্ট সাহেব গবন্মেন্টের অনুগ্রহভাজন হইতে পারিয়াছিলেন বলিয়৷ মনে হয় না। কারণ, তিনি বিশ্ববিদ্যলয়টাকে ছাটিয়৷ খুব ছোট করিবার, ব্যয়সংক্ষেপের জন্যই উহার ব্যয়সংক্ষেপ করিবার, গবন্মেন্টের নিকট হইতে টাকা না-চাহিবার বা খুব কম টাক চাহিবার, এবং ছাত্রদের মনোভাব সম্বন্ধে অবুঝ হইবার ও তাহদের প্রতি কড় জবরদস্ত ব্যবহার করিবার প্রবৃত্তির পরিচয় দেন নাই । কেকোন সময়েই যোগ্য কোন মুসলমানকে ভাইস চ্যান্সেলার নিযুক্ত করা অমুচিত হইত না । এখন আর্কাট সাহেবকে পুনৰ্ব্বার নিযুক্ত না করিয়৷ একজন মুসলমানকে নিযুক্ত করিবার কারণ সম্ভবতঃ এই যে, এখন মুসলমানদিগকে সস্তুষ্ট করা গবন্মেটি বিশেষ আবশ্যক বলিয়। অনুভব করিতেছেন । এবং বর্তমান শিক্ষামন্ত্রী মুসলমান বলিয়। তিনিও একজন মুসলমান ভাইস-চ্যান্সেলার চাহিয়া থাকিবেন হিন্দুদের ব৷ বিদেশী খৃষ্টিয়ানদের মধ্য হইতে এপর্য্যস্ত র্যাহারা ভাই"চ্যান্সেলার নিযুক্ত হইয়াছেন, তাহার প্রত্যেকেই সেই সময়ে ঐ কাজের জন্য যোগ্যতম ব্যক্তি ছিলেন না । সুতরাং, এখন ডাক্তার স্বহাওয়াদী যোগ্যতম কি না,বিচার করা উচিত হইবে না। তিনি যোগ্য কি না ইহাই বিচাৰ্য্য । একাজের জন্য র্তাহার সাধারণ রকমের যোগ্যতা নিশ্চয়ই আছে । তদপেক্ষ বেশী যোগ্যত। i তাহার অাছে কি ন!, জানি না ; তাহার কাজ হইতে র্তাহার আমলে এক দিকে বিশ্ববিদ্যালয়ের কাজে শৃঙ্খল৷ তাহার প্রমাণ পাওয়া যাইবে। ইংরেজদের একটা কাগজে