১৪৬ প্রবন্ধ লিখিয়াছেন আমরা নিয়ে তাহার প্রবন্ধের সার সংকলন করিয়া দিলাম-- আমি আফ্রিকা মহাদেশের সমস্ত পৰ্ব্বত, মরুভূমি, বন প্রভৃতিতে বহু বৎসর ভ্রমণ করিয়া যে অভিজ্ঞতা লাভ *fossifs stol wint: ‘In Darkest Africa’ into পুস্তকে প্রকাশ করিয়াছি । আফ্রিকার জঙ্গলের বামন মানবদের সম্বন্ধে আমার মনে সাধারণতঃ কতকগুলি প্রশ্নের উদয় হইত। বামন মানব প্রকৃত মনুষ্য-শ্রেণী-ভুক্ত কিনা ? মামুষের মত তাহদের যুক্তি-তর্ক ও চিন্তাশক্তি আছে কি না ? তাহারা যাহা দেখে তাঙ্গ প্রকাশ করিতে পারে কি না ? আমার অভিজ্ঞতার ফলে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে বামন মানবদের সহিত আমাদের বিশেষ কোনো পার্থক্য নাই । আমরা যেমন ভাষার সাহায্যে কথা বলি এবং তাহীদের সম্বন্ধে প্রশ্ন করিতেছি, তাহাদের অস্পষ্ট ভাষা যদি আমরা বুঝিতাম তবে হয়ত শুনিতে পাইতাম তাঙ্কারাও প্রশ্ন করিতেছে, মানুষ আমাদের মত কথা কহিতে পারে কি না ? ডারউইন সাহেব যাহাই বলুন না কেন, এ কথার কোনো প্রকৃষ্ট প্রমাণ আজও পাওয়া যায় নষ্ট যে মানুষ কোনো দিন অন্ত জন্তু ছিল। আবহমান কাল হইতে মানুষ মানুষই রহিয়াছে এবং মানুষের সক্তিত অন্ত সমস্ত জীবের একটা বিশেষ পার্থক্য আমরা চিরদিনই দেখিতে পাইতেছি । পুরাকালে আমাদের পূৰ্ব্বপুরুষগণ যখন পৰ্ব্বতগহবরে বাস করিতেন এবং গাছের ছাল পরিধান করিতেন তখনও তাহাদের সহিত অন্তান্ত নিকৃষ্ট জীবের একটা পার্থক্য ছিল। বুদ্ধিবৃত্তির সহিত তুলনা করিলে দেখিতে পাই যে বামন-মানবদের বুদ্ধি আমাদের চেয়ে কম নয় অথচ তাহার যুগযুগান্তর হইতে একই ভাবে রহিয়াছে কেন ? পার্থী ও মৌমাছি যেমন বাসা নিৰ্ম্মাণ করে, পিপীলিকা যেমন উপনিবেশ স্থাপন করে, তেমনি ইহার হেরোডোটাসের এথেন্স ভ্রমণের সময় অর্থাৎ খ্ৰীষ্টপূৰ্ব্ব ৪৪৫ বৎসর হইতে একষ্ট ভাবে বাস করিতেছে । আটাশ কি উনত্রিশ শতাব্দী পূৰ্ব্বে ইহার (Albert Lake) আলবার্ট হ্রদের চতুর্দিকে বাস করিত ইহার প্রমাণ আছে। পরিবর্তন প্রকৃতির নিয়ম। কিন্তু তিন হাজার বৎসরেও এই বামন প্রবাসী—জগ্রহায়ণ, ১৩১৭ { ১৬ম ভাগ, ২য় খণ্ড - .."۰----۳۰۰ سه ماهه ح বন্দী বামন । মানবদের কোনোই পরিবর্তন হইল না । বিষয় । বামন মানবদের আবিষ্কারের জন্ত আমরা হেরোডোটাস ও এগু. ব্যাটেলের নিকট ঋণী। ১৮৭৬ খ্ৰীষ্টাব্দে অামি প্রথম একটী বামন মানবের সাক্ষাৎ পাই কিন্তু তাহাকে ভাল করিয়া দেখিবার সুযোগ ঘটে না । ১৮৮১ খ্ৰীষ্টাব্দে এমিল পাশাকে মুক্ত করিবার জন্ত সসৈন্তে আফ্রিকার বন প্রদেশের মধ্য দিয়া যাইবার সময় আমরা প্রায় পঞ্চাশ জন বিভিন্ন বয়সের বামনকে ধরিয়া আনিয়াছিলাম। আমি ১৭০৯ শত মাইল বনপথ অতিক্রম করিয়াছি। বামন মানবদের প্রদেশট ইহুরিয়ে৷ এবং ইতুরি নদীর মাঝখানে ত্রিশ হাজার মাইল স্থান বিস্তৃত। আমি এই অভিযানের সময় আমার কয়েদীদের নিকট হইতে অনেক বিষয় জানিয়াছি এবং অনেক বামনদের গ্রাম দেখিয়াছি। একখানি গ্রাম অতিক্রম করিতে দেড় ঘণ্টা কি দুই ঘণ্টার বেশি সময় লাগে না । --הריי" ירי-י". זיאיחודיזיה דקההלוחיsי4"חאני א"תrfיia zבקa ইহা আশ্চর্য্যের
পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৮
অবয়ব