পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য } ছিল--কিছুতেই তাহাকে আমি দূর করিতে পারি নাই । তাহাব পূৰ্ব্ববৰ্ত্তী যে লাম। সেখানে চল্লিশ বৎসর বাস করিয়াছিলেন তাঙ্গকে বিস্তৃত হওয়া ত’ আরও কঠিন । আমার মনে হষ্টত মৃত ব্যক্তির শ্রাদ্ধবাসরে যে শঙ্খধ্বনি সন্ন্যাসীদিগকে আহবান করিয়াছিল, তাহা যেন আমি শুনিতে পাষ্টতেছি । আমি মনে মনে সেই গুহার ছবি আঁকিতাম—যেখানে লামা অবনত দেহে ভূমিতলে ছিন্ন কস্থার মধ্য হইতে তাহার জীর্ণ শুষ্ক হস্তটি মৃত্যুর দিকে প্রসারিত করিতেছেন—মন্দিরের নৃমুণ্ডের মুখোসে যে করুণ হাসি লাগিয়া থাকে, মৃত্যুর মুখে তাহারই মত একটি করুণ হাসি---সে তাঙ্গকে তাহার একটি হস্ত বাড়াইয়া দিয়াছে, তাহার অপর হস্তে দীপ্ত উজ্জ্বল একটি আলোক । নিৰ্ব্বাণে প্রতিফলিত হইয়া সন্ন্যাসীর মুখরেখা পরিবর্তিত হুইয়া গেছে ! এবং মন্দিরের ছাদ হইতে যে মুহুর্তে দামামা বাজিয়া উঠিয়াছে, ঠিক সেই মুহূর্তেই যে “ওঁ মণি পদ্মে হুম্‌” রাত্রি দিন,—কত দিন কত বৎসর ধরিয়া তাহার গুহার প্রাচীরগুলিকে ধবনিত প্রতিধ্বনিত করিয়াছে, আজ তাহ বিস্মৃত হইয়া সন্ন্যাসী জয়োল্লাসের সঙ্গীত গাহিয়৷ উঠিয়াছেন—সে সঙ্গীত আর এক জাতির পৌরাণিক গানের কথা স্মরণ করাষ্টয়া দেয় ৪— “I sail ye deities bright ! Ye Vallhalla Sons, ! Farth fadeth away; to the heavenly feast Glad trumpets invite Me, and blessedness crowns, As fair, as with gold helm your hastening guest.” শ্ৰীসন্তোষচন্দ্র মজুমদার। মধুত্ৰোত৷ ( কৰি “বাৰ্ণম্” হইতে ) ধীরে বহে যাও, তটিনী মধুর, শুামগিরি মাঝখানে, ধীরে বহে যাও, গুনাব তোমায় তোমারি মহিমা গানে । গর্জনময় কল্লোলে তোর প্রেয়সী ঘুমায়ে আছে, ধীরে বহে যাও, তটিনী মধুর, ! স্বপন ভাঙ্গে বা পাছে مجo. ংকলন ও সমালোচন—মধুস্রোত ১৬৫ তোমার গাছের কপোতের বোলে ধ্বনিত এ সাকুতল, কণ্টকময় গুচায় গুহায় বন-পিক-কোলাহল । মুকুট-মাথায় গুণমা ফিঙ্গে তব তুলিয়া উচ্চ তান, দেখো যেন মোর প্রেয়সার ঘুমে নাহি করে বাধা দান । কত ন বিশাল, তটিনী মধুর, তোমার পুলিন-গিরি, পাছে পাছে তব, স্বচ্ছ-সলিলা, সেও গেছে ঘুরি ফিরি। সে পাহাড়গায়ে ভ্ৰমিয়া বেড়াই দীপ্ত দুপুর বেলা, প্রিয়ার শয্যা তখনো আমার অঁাথিতলে করে থেলা । কত না রুচির তব তটদেশ, শুমি সমতল ভূমি, বন্তকুসুম-মুরভি মধুর নিয়ত রয়েছে চুমি । স্নিগ্ধ মধুর সন্ধ্যা-বাতাসে, সুরভি বকুলতলে, প্রাণের আমার প্রেয়সীর সাথে আমি নিতি পড়ি ঢলে । কত না স্বচ্ছ মাধুরী তরল মধুরে বহিয়া যায়, তাক বাকী হ’য়ে, প্রেয়সী আমার . শুয়ে যেথা বিছানায়। মুগ্ধ চপল ঢেউগুলি তব চুমে যায় পদতল, চরণে প্রকৃত প্রবাহের মাঝে ফুটে যেন শতদল । ויי-יזיהודיעהיחיזיה"-"יידיrאיא