পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bసెషా AS AAAA S AAAAA AAAASASASS পূর্ণ করিলেও অনেক বৃত্তাস্ত লিখিতে বাকী স্বাক্টবে। সিংহদ্বার দিয়া ঢুকিয়াই দর্শক দেখিতে পাইবেন, তিনদিকে ক্ষুদ্র ক্ষুদ্র কামরায় কারিকরের কাজ করিতেছে । এখানে আগ্রা অযোধ্যা ও পঞ্জাব প্রদেশের এবং তৎসন্নিহিত কোন কোন দেশীয় রাজ্যের প্রায় সৰ্ব্ববিধ হস্তশিল্পের নিৰ্ম্মাণপ্রণালী দেখান হইতেছে । কিরূপ সামান্ত যন্ত্রের সাহায্যে দেশী শিল্পিগণ কেমন সুন্দর জিনিস সকল প্রস্তুত করিতেছে, তাহ দেখিলে আশ্চৰ্য্যান্বিত झझेरठ झछ । - চিত্রশালায়, নানা দেশীয়-রাজ্যের গৃঙ্গে, অযোধ্যা বিভাগে অনেক সুন্দর সুন্দর ছবি সংগৃহীত হইয়াছে । প্রাচীন ও আধুনিক চিত্রের এমন স্বন্দর সংগ্রহ সহজে দেখিবার সুযোগ ঘটা কঠিন । কাঠের কাজ, পাথরের কাজ ও ধাতুর কাজ যে কত প্রকার দেখান হষ্টয়াছে তাকার ষ্টয়ত্তা মাষ্ট । দেশীয় রাজ্যে শিল্পের উন্নতি কিরূপ হইয়াছে, তাঙ্গ এই প্রদর্শনী হইতে বুঝা যায়। আমাদের একবার দেখিয়া এইরূপ ধারণা হইয়াছে যে জয়পুরে সৌধীন সুন্দর জিনিস খুব বেশী হয় এবং গোয়ালিয়ারে নিত্য ব্যবহার্য্য কাজের জিনিস বেশী হয় । বিকানীরে প্রস্তুত চীনামাটির বাসন দেখিয়া আমরা বিস্মিত হষ্টয়াছিলাম । শিক্ষাবিভাগে আমাদের দেশের ও বিলাতের শিক্ষাদান প্রণালী ফোটোগ্রাফ দ্বারা দেখান হষ্টয়াছে। বিলাতের ও আমাদের দেশের ছাত্র ও ছাত্রীদের অঙ্কিত ছবি ও প্রশ্নের লিখিত উত্তরের থাত প্রদর্শিত হইয়াছে। ছাত্রছাত্রীদের প্রস্তুত অদ্যান্য জিনিসও প্রদর্শিত কষ্টয়াছে। বিদ্যালয়ে ব্যবহার্য্য বৈজ্ঞানিক যন্ত্রাদিও প্রদর্শিত কষ্টয়াছে। চিকিৎসা বিভাগে রঞ্জন (Rontgen) আলোকের সাহায্যে জীবিত মানুষের শরীরের ভিতরের অস্থি আদি দেখান হইতেছে । নানাবিধ আধুনিক বৈজ্ঞানিক অস্ত্র, রোগনিবারণোপায় প্রভৃতি দেখান হইতেছে। এই বিভাগে শিক্ষার একটী বিষয় আছে, যাহাঁ লোকে দেখিতেছে না। ইহাতে বহু শত প্রকার আয়ুৰ্ব্বেদীয় ঔষধে ব্যবহৃত উদ্ভিজ্জ পদার্থ সংগৃহীত হইয়াছে। ষে সকল উদ্ভিদ প্রবাসী—মাঘ, ১৩১৭ থাকিয়া । ०•भ खशि, २झ ध७ S AASAASAASAASAAAS A SAAAAA AAA AAASA SAAAAS AAAS SAAAA AASAA AAAS همه مه عمحجعه می-عهع---- হইতে ঔষধ প্রস্তুত হয়, তৎসমুদরের চিত্রও সংরক্ষিত হইয়াছে। ভার প্রাপ্ত কৰ্ম্মচারীকে বলিলেই তিনি সে সকল দেখাইয়া থাকেন। আরণ্যবিভাগ ও কৃষিবিভাগ দেখিলে অবাক হইতে হয় যে ভারতবর্ষে ধনাগমের কত উপায় রচিয়াছে। অথচ আমরা দরিদ্র ! আমাদের দেশে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় !

  • -işi==msms

এলাহাবাদে পৌষমাস প্রদর্শনী দেখিবার জন্যই পৌষমাসে সৰ্ব্বাপেক্ষ অধিক লোক এলাহাবাদ গিয়াছে। কিন্তু কংগ্রেস, সমাজ সংস্কার সভা, শিল্পোন্নতি সভা, ভারত মহিলীপরিষদ, একেশ্বরবাদীদিগের সভা, নানা ধৰ্ম্ম মহামণ্ডল, শুদ্ধিসভা স্বভা একলিপি প্রভৃতির জন্যও অনেক লোক এলাঙ্গাবাদ গিয়াছিলেন । এবার কংগ্রেসে মোটে ৬৩৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। লাহোর কংগ্রেস অপেক্ষ ইহাতে অধিক সংখ্যক প্রতিনিধি যোগ দিয়াছিলেন, ইকা মুখের বিষয় । কিন্তু সকল দিক্ দিয়া বিবেচনা করিলে বুঝা যাইবে যে এখন আর কংগ্রেস সম্বন্ধে লোকের পূর্ববৎ উৎসাহ নাই । প্রয়াগ হিন্দুর তীর্থরাজ, প্রয়াগে এত বড় প্রদর্শনী হইতেছে, এই কংগ্রেসের সভাপতি ভারতবন্ধু সার উইলিয়ম্ ওয়েডারবর্ণ ; অথচ প্রতিনিধির সংখ্যা ১•••ও হইল না, ইহা খুব আশার কথা নহে। কেন এরূপ হইল, কংগ্রেসের নেতাদের তাহা বিবেচনা করা কৰ্ত্তব্য। সার উইলিয়ম্ ওয়েডারবর্ণ, বৃদ্ধ বয়সে ভারতের হিতার্থ যে এতদূর আসিয়াছিলেন, তজ্জন্ত র্তাহার পরার্থপরতার প্রশংসা না করিয়া থাকা যায় না । ংগ্রেসের সভাপতিত্ব করা ব্যতীত ওয়েডারবর্ণ সাহেবের ভারতাগমনের আর একটি উদ্দেশু ছিল। তাহা হিন্দু মুসলমানে সম্প্রীতিস্থাপন । এ বিষয়ে পরে কিছু লিখিবার ইচ্ছা রহিল। সমাজসংস্কার সভার সভাপতি হইয়াছিলেন রাজা রামপাল সিং । ইনি কলাকঙ্করের রাজা রামপাল সিং নহেন, তিনি পরলোকগত। ইনি অন্ত ব্যক্তি। ইহার