পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৭২ ASAAAAS AAASASAAAAASA SSASAS SSAS SSAS A SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS ৬ষ্ঠ চিত্র- রাজপুত মহিলা -মালিরাম কৃত । ৭ম চিত্র মালিরাম কর্তৃক বোম্বাইয়ের নিকটবর্তী হস্তিগুহার ত্রিমূৰ্ত্তির নকল । ইছা যদিও আসলের মতন সুন্দর হয় নাই, তথাপি ইহা শিল্পীর নিপুণতায় অনুপ্রাণিত। ৮ম চিত্রও মালিরাম কৃত, উপবিষ্ট উষ্টমূৰ্ত্তি। মালিরাম শীলমোহর, ছাঁচ প্রভৃতি খোদাই করিতেও সিদ্ধহস্ত। তাহাকে দিয়া সরকার মুদ্রাসমূহের পরিকল্পনা করাইয়া লইলে প্রচলিত মুদ্র অপেক্ষ অনেক সুন্দর মুদ্র হইতে পাবে। মালিরাম ও তৎসদৃশ কারিকরগণ এখন সাধারণের নিকট সচামুভূতি ও সাহায্য পাইবার অপেক্ষা করিতেছে। [ ১০ম ভাগ, ২য় খণ্ড مۃ---بی.ے***sے. یہ -- --. ه -* مے.. یہ حہ ভারতের ভবিষ্য আর্টের ইতিহাস উজ্জল দেখিতে ইচ্ছা করিলে আমাদের প্রধান কর্তব্য ভারতের কারিকর দিগকে ভালো ভালো কাজ দেওয়া । এই প্রকার বিদ্যোৎসাহ প্রদান ভূারতের রাজন্তবর্গের এককালে রীতি ছিল । এখন এরূপ ঘটনা বিরল হইয়া আসিয়াছে। ইহা হইতে বুঝা যায় আমাদের রাজন্তবর্গের রুচি, শিক্ষাদীক্ষা ও সৌন্দর্য্যবোধ কত ক্ষতিগ্রস্ত হইয়াছে । ভারতের অপর দুইটি প্রদেশ হইতে এইরূপ উচুদরের আধুনিক ভাস্কৰ্য মূৰ্ত্তির নমুনা আসিয়াছে। মন্দ্রিাজের মালাইকন্ন, আচারি নিৰ্ম্মিত হনুমান মূৰ্ত্তি ( ৯ম চিত্র ) শক্তিমত্তা ও ভারতবর্ষের বিশেষত্বব্যঞ্জক অঙ্গসঞ্চালন প্রকাশ করিতেছে। ব্ৰহ্মদেশের পেগু ও ডেবিন প্রদেশ হইতে কতকগুলি রৌপ্য ও তাম্রময় মূৰ্ত্তি আসিয়াছে ; তাঙ্গদের মধ্যে অধিকাংশষ্ট পরিকল্পনা ও রচনায় । চমৎকার মুন্দর। মঙ্গ সান পে নিৰ্ম্মিত কিন্নরমূৰ্ত্তি ( ১০ম চিত্র) ব্ৰহ্মদেশীয়ভাব, সজীবতা ও শ্রীতে পরিমণ্ডিত এবং ইহার গঠন ও পরিকল্পনা চমৎকার সুন্দর । অপর একটি ভাস্কৰ্য্য বিভাগের কথাও প্রসঙ্গত উল্লেখ করা আবশুক। এগুলি তাম্রফলকে উৎকীর্ণ মূৰ্ত্তি । খ্ৰীযুক্ত নন্দলাল বম্ব অঙ্কিত মহাদেবের তাণ্ডব নৃত্য প্রভৃতি চিত্রের আদর্শে প্রযুক্ত হিরন্ময় চৌধুরী কর্তৃক উৎকীর্ণ। এই সকল চিত্র বহুপরিচিত। সুতরাং ইহার বাহুল্য উল্লেখ নিম্প্রয়োজন । লক্ষেীনিবাসী দুর্গাপ্রসাদ জী নিজের মূৰ্ত্তি প্রস্তরে উৎকীর্ণ করিয়া বাষ্ট নিৰ্ম্মাণ করিয়াছেন । ইহা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। ইঙ্গ খুব নিপুণতা ও নিষ্ঠার সহিত