পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

دهه ۰-۰ سیم مسی هم ماه ۶ - میمی _ সখের ভিক্ষা ( গল্প ) sts মিসেস পাঠক বেশ সঙ্গতিপন্ন কিন্তু অতিশয় কৃপণ ছিলেন । বহুকাল হইল তাহার স্বামী ইহলোক ত্যাগ করিয়াছেন, সুরসম্পৰ্কীয় এক ভাগিনেয় ছাড়া নিকটসম্পৰ্কীয় আত্মীয়স্বজন তাহার আর কেচত ছিল না । এষ্ট ভাগিনেয় প্রায়ই সপ্তাহে সপ্তাহে মামীর খোজখবর লক্টতে আসিত । মামী অপেক্ষ মামীর অর্থের উপরই ভাগিনেয়ের অধিকতর দৃষ্টি ছিল। ভাগিনেয় মনে মনে বলিত, “মামীর হাতে প্রায় দুই লক্ষ টাকা আছে, বুড়া আর কদিনই বা বাঁচবে, তারপর সমস্তই ত আমার । এখন একটু থোসামোদ করে মামীকে খুনী রাখা দরকার ।" বান্তিরে কিন্তু সে মামীকে এইরূপ ধরণের কথা বলিত, “দেথ মামী, শরীরের দিকে একটু দৃষ্টি রেখো,—তোমার যে কি রকম কাও কিছুই বুঝতে পারিনে ! একটু শরীরের দিকে তাকাও না । আজ সকালে তোমার বোমার সঙ্গে এই কথাই হচ্ছিল । আমি তাকে বলছিলুম মামী যদি একটু শরীরের যত্ন নেন তাহলে এখনও অনেক দিন বাচ তে পারেন ।” মামীও একটু হাসিয়া উত্তর করিতেন, “সে ত ঠিক কথা বাছা ! কিন্তু খরচ যে বডড বেশী হয় । এষ্ট হণ্ডায় তিন দিন ডাক্তার এসেছিল—অনর্থক কতকগুলো টাকা খরচ হল ।” ভাগিনেয় রহস্তচ্ছলে বলিত, “তা খরচ হ’লই বা মামী, ঈশ্বরের ইচ্ছায় তোমার ত আর টাকার অভাব নেই। তুমি ত টাকার ওপরেই বসে আছ।”—বলিয়া মামীর মুখের দিকে তাকাইয়া দেখিত—তাহার কোন ভাবান্তর উপস্থিত হয় কি না । মুখখানি গম্ভীর করিয়া মামী বলিতেন, “টাকার অভাব আর কার নেই । আয় যা দু’পয়সা আছে সব যদি ডাক্তারের ডিজিট দিতেই খরচ হ’য়ে যায় তাহলে আর নিজে খাব কি ?” 零》 . ভাগিনেয় হাসিতে হাসিতে উত্তর করিত, “তাইত ! প্রবাসী—চৈত্র, ১৩১৭ " SBSA SAASAASAASAA AAAeMMMeeMeeeSeMSMSeeAeM MMMeeeSeMAeeeSMAMS AeASAeASAMMASAMAAAA [ ১০ম ভাগ, ২য় খণ্ড সেই ভেবে ভেবেই তোমার অস্থখ! তুমি যদি দিন কু টাকা করেও ডাক্তারের ভিজিট দাও, তা হলেও তুমি পায়ের ওপর পা দিয়ে श् সমস্ত জীবনট কাটিয়ে দিতে পার!”—এই বলিয়া মামীর অজ্ঞাতে মুখ টিপিয়া টিপিয়া আরও হাসিত । কৃত্রিম রাগ প্রকাশ বরিয়া মামা উত্তর দিতেন, “যাঃ যাঃ তোর আর তামাস বল্লতে হবে না ।” মামী ভাগিনেয়ে এইরী চলিত । মিসেস পাইকের বয় সত্তরের কিছু উপর হুইবে । কিন্তু এখনও তাহার শরীরে বেশ বল-—এখনও প্রত্যঙ্গ একক্রোশ পথ তিনি হাীিয়া বেড়ান। কোন রোগ না থাকিলেও নিজেকে চবিবশটি রুগ্ন। বলিয়া মনে করাই মিসেস পাইকের একটি বিশ্বে রোগ হইয়া দাড়াইয়াছিল । মিসেস পাইকের বারি অনতিদূরেই ডাক্তার রে থাকিতেন । মিসেস পাঠক একটু অসুস্থ বোধ করিলেই এই ডাক্তারকে ডাকিতেন । ডাক্তারটি নুতন পাশকরা, পশার জমাইবার জন্ত Iোগীদের বিশেষ যত্ন করিয়া দেখিতেন,--সঙ্করের ডাক্তারদের মধ্যে তাহারই ভিজিট সব চেয়ে কম ৷ যত্ন করিয় দেখিবার জন্ত হউক বা না হউক এই শেষোক্ত কারণরি জন্যই বোধ হয় মিসেস পাইক তাহাকে পছন্দ করিতেন। একদিন মিসেস পাইক ডাক্তারকে ডাকাচয় পাঠাইলেন। ডাক্তার আসিয়া ঘথীতি অভিবাদন করিয়া বলিলেন, “মিসেস পাইক, আমাক কি জন্য ডেকেচেন ?” মুখমণ্ডল ঈষৎ কুঞ্চিত ' ਾਂ কাতরকণ্ঠে মিসেস পাইক উত্তর করিলেন, "ডক্কায়, জামার খবর বড় খারাপ ।” . . . ডাক্তার মিসেস পাইককে খু.ঙালরকমই চিনিতেন। তিনি হাসিতে হাসিতে বলিলেন, কি হল জাবার ”

  • ७्रं ङिन Bांझ नि षींश्tज्ञ खॉल श्चन श्ल नीসমস্ত দিনই যেন শুয়ে থাকৃষ্ঠে ইস্থ করে "

হাসিতে হাসিতে अर्छात्र বললেন, “এর ಆತ ಆತ ব্যস্ত হয়েচেন ! ও স্বৰ শিক্ষ",→মঙ্গল বিকার মাত্র। সকালবেল একটু বেশী কবে বেড়াবেন, তাহলেই সব সেরে যাবে।” s