পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১০ অধিনী—ই শুল্লুম স্বগত, ব্যথিত কণ্ঠে ] “আমি বড় ব্যস্ত, সময় নেই” এ ব’লে তো ভিখারী, কুলি মজুরকেও ভাগায় । আমাকে সাম্বন দেবার জন্তে মোলায়েম ক’রে একটা মিথ্যা ওজরও করলে না । [ মারিনেল্লির প্রতি ] মারিনেল্লি, আপনি কি আমার ওপর একটু সদয় হবেন ? কিছুই চাই ন-শুধু একটা মিথ্যা কথা বলে আমাকে বিদায় দিন। যা মিথ্যা কথা প্রথম মুখে আসে, বলুন, আমি সস্তুষ্ট হয়ে চলে যাব। মারিনেল্লি—উত্তর শুনে এখুনি চলে যাবেন, এই সৰ্ত্তে বলতে পারি। অগিনী—কারা এখানে এসেছেন, যাদের জন্তে রাজা এত ব্যস্ত ? মারিনেল্পি—এদের কিছুক্ষণ আগেই বিষম বিপদ ঘটেছে । কাউস্ত আপ্লিয়ানি ও— অগিণী—কাউন্ত আপ্লিয়ানি ? বড়ই দুঃখের বিষয় আপনার এ মিথ্যা কথাটা টিকৃলো না! এই মাত্র শহরে দেখে এলাম নিহত কাউন্ত আপ্লিয়ানির দেহ তার গাড়ীতে ক’রে নিয়ে যাচ্চে। তিনি তার বন্ধু ও বধূর মাতাকে নিয়ে বিবাহ করতে যাচ্ছিলেন, তাদের গাড়ীতে ডাকাত পড়ে তাকে বধ করেছে। এ-খবর জানেন না নাকি ? মারিনেল্পি—সে কথা ঠিক। এই বাগানের সামনেই এই দুর্ঘটনা ঘটেছে। তার বধু ও বধূর মাতাকে উদ্ধার ক'রে এখানে আনা হয়েছে। তাদের নিয়েই রাজা ব্যস্ত রয়েছেন। অসিন-আপ্লিয়ানির বধু ! নিশ্চয়ই তিনি স্বন্দরী ? কে বলুন তো ? মারিনেল্লি--এমিলিয়৷ গালোত্তি ! অর্সিনা—কে ? এমিলিয়া গালোত্তি ? যে-আপ্লিয়ানিকে খুন করা হ’ল তার হতভাগিনী বধু হচ্চেন এমিলিয়া গালোক্তি ?” রাজা এখন তাকে নিয়ে ব্যস্ত ? [অট্টহাস্ত করতালি ক’রে ] বাহব, বাহব, বাহবা! কোন শয়তান এ করালে ? মারিনেল্লি—কী হ’ল [ স্বগত ] হয়ত বা বেশী ব’লে ফেললুম! [অর্সিনার প্রতি] আপনি একে চেনেন ? অর্সিনা—খুব চিনি ! মারিনেল্লি, আপনাকে একটা S99āు নূতন খবর দেব। ষা শুনে আপনার মাথার সব চুল খাড়া হয়ে উঠবে। এগিয়ে আম্বন, এগিয়ে আস্কন, খুব চুপিচুপি কানে-কানে বলবো! কেউ না শুনতে পায় [ মারিনেল্লির কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে, কিন্তু অত্যন্ত উচ্চৈঃস্বরে ৷ আপনাদের রাজা হচ্চেন নর-ঘাতক । তিনিই কাউন্ত আপ্লিয়ানিকে হত্যা করিয়েছেন ! মারিনেল্পি—এমন ভীষণু কথা মুখে আনেন কি ক’রে ? অধিনী—খুব সহজ! মিলিয়ে দেখুন। আজ সকালেই রাজা গিয়ে গীর্জাতে বন্ধুটির কাছে প্রাণভরে প্রণয়-নিবেদন করলেন । আমার চরেরা সে-খবর আমাকে দিয়েছে। আর পূর্বাহ্নেই রাজার প্রমোদভবনের সামনে বরকে হত্যা করা হ'ল,এবং বধুকে রাজার বাগান-বাড়িতে তোলা হ’ল ! কেমন মিলে যায় ? এও একটা আশ্চর্ধ্য ঘটনা-পরম্পর, কী বলেন ? মারিনেল্পি—এ কথার জন্যে আপনার গর্দান যাবেঅসিনা-বটে । তাহ’লে এখুনি হাটের মাঝখানে গিয়ে চীৎকার ক’রে লোক জড়ো ক’রে সকলের কাছে প্রচার করবেt—রাজাই আপ্লিয়ানির হত্যাকারী। আর যে সে-কথার প্রতিবাদ করবে সে তার সহায়ক । [ প্রস্থানোদ্যত এমন সময়ে বাহিরের দরজা খুলে বৃদ্ধ ওদোয়ার্দো গালোত্তি প্রবেশ করলে ] ওদোয়ার্দেশ-এ হতভাগ্য পিতার বেয়াদপি আপনারা মাপ করবেন! আমার স্ত্রী-কন্যার বিষম বিপদ হয়েছে। শুনলুম, আমার কস্তাকে এখানে আনা হয়েছে, তাই অস্থির হয়ে না বলেই ঢুকে পড়েছি! আমাকে বলতে পারেন আমার কন্যা কোথায় ? অধিনা—পিতা ? [ পুনরায় ফিরে ] এমিলিয়ার পিতা নিশ্চয়! হ, স্বাগতম্! মারিনেল্পি-কর্ণেল মহাশয়, অস্থির হবেন না। আপনার স্ত্রী-কন্ত উভয়েই নিরাপদে আছেন। আমি এখুনি রাজাকে খবর দিচ্ছি! [ অর্পিনার প্রতি ] ভঙ্গে, চলুন আপনাকে আগে গাড়ীতে তুলে দিয়ে আসি। জানেন তো, রাজার হুকুম !