পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রংরেজিনী রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত । শাণিত তার বৃদ্ধি শ্যেন পার্থীর চঞ্চুর মতে,— বিপক্ষের যুক্তির উপর পড়ে বিছাদ্বেগৃে— তার পক্ষ দেয় ছিন্ন ক'রে * । ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেচে দ্রাবিড় থেকে । বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহবান স্বীকার করেচেন শঙ্কর এমন সময় চোখে পড়য়ে পাগড়ি তার মলিন । গেলেন রংরেজির ঘরে । কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা। প্রান্তে থাকে জসীম রংরেজি । মেয়ে তার আমিনা, বয়স তার সতেরো । সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায় । বেণীতে তার লাল স্বতোর ঝালর, চোলি তার বাদামী রঙের, শাড়ি তার আসমানি । বাপ কাপড় রাঙায় রঙের বাটি জুগিয়ে দেয় আমিন । শঙ্কর বললেন, জসীম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরাণী রঙে, রাজসভায় ডাক পড়েচে । কুলকুল করে জল আসে নালা বেয়ে • কুসুম ফুলের ক্ষেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তু"ত গাছের ছায়ায় বসে