পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিল্পী শ্ৰীযুক্ত যামিনীরঞ্জন রায়ের প্রদর্শনী \ల్సి কৃষ্ণ রাজা ঐযামিনী রায় ব. ও রথ। দুইয়েরই বাহুল্য যথাসাধ্য বর্জন করিয়া বড় সাল জমির উপর দুই চারিট রঙের মোটা টান দিয়া ছবির বক্তব্য প্রকাশ করিয়াছেন । অলঙ্কারবাহুল্যবর্জিত ই প্রকার রিক্ত ছবির সাহায্যে ভাবপ্রকাশের সাধন এখন তিনি করিতেছেন । এই ছবিগুলির মধ্যে সামান্য অঙ্কন-রীতির প্রকাশ আছে তাহা বাংলারই । তবে "মিনীবাবু নিজের ইচ্ছামত সেগুলিকে আরও সাদাসিধা 1রয়া তুলিয়াছেন। ধামিনীবাবু নানাপদ্ধতিতে বহুদিন ছবি আঁকিয়া এ:কর পর একেকটিকে ত্যাগ করিয়া অন্য পদ্ধতি গ্রহণ করিয়া পরীক্ষা করিয়া দেখিয়াছেন । সুতরাং চিত্রাঙ্কনের নন নিয়মই তাহার জানা আছে। কোন পদ্ধতি বাঙালী শিল্পীর আত্মপ্রকাশের পথ, তাহা বলিবার অধিকার তাহার আছে । বাংলার চিত্র-পদ্ধতির ভিতর নানা শক্তির ও প্রকাশ-ভঙ্গিমার পরিচয় আমরা পাইয়াছি । ইহা যদি অজণ্ট কি রাজপুতনার মত ঐশ্বৰ্য্যশালী না হয়, তাই বলিয়া ইহাকে পিছনে ঠেলিয়া সরাইয়া দিয়া অন্য পদ্ধতি গুণ করা বাঙালীর পক্ষে যুক্তিসঙ্গত হইবে কিন, ভাবিয়া দেখিবার দিন আসিয়াছে । বাঙালী শিল্পীর "ানে এই চিত্রাঙ্কন-রীতিকে যদি সমৃদ্ধ করিয়া তোলা ধli, তাহা হইলে তাহ বাংলার প্রতিভারই পরিচয় ইহবে । বহুকাল পূৰ্ব্বে শিল্পাচাৰ্য্য নন্দলাল বস্থ মহাশয় বাংলা পুথির পাটার চিত্রের পদ্ধতিতে দশরথ ও রামচন্দ্র, কৌশল্যা ও রামচন্দ্র, অহল্যা ও রামচন্দ্র, শবরী ও রামচন্দ্র, প্রভৃতি কতকগুলি ছবি আঁকিয়াছিলেন। প্রবাসী কাৰ্য্যালয় হইতে প্রকাশিত রামায়ণে তাহা আছে । ছবিগুলিতে অজণ্টার প্রভাব আছে। তবু ইহাতে বাংলার ঐতিহ্যের প্রভাবও যথেষ্ট । মায়ামৃগবধ ও সীতার ছবিতে শিল্পীর বাঙালীত্ব স্পষ্ট ফুটিয়া উঠিয়াছে। আরও কয়েক বৎসর পরে নন্দলালবাবুর নবকুমার’ নামে একট মা ও শিশুর ছবি বাংলা পটের ধরণে অঁাক দেখিয়াছি মনে হইতেছে। সম্প্রতি কয়েকট ঋতুর চিত্রও এই জাতীয় মনে হইয়াছিল। ছবিগুলি একটিও আমার কাছে নাই। আমার মনে যেটুকু ছাপ আছে তাহ হইতেই লিখিতেছি, তবে নন্দলালবাবুর স্বজনীশক্তি অদ্ভুত, সুতরাং তাহার কোনো ছবিকে নির্দিষ্ট একটা পদ্ধতির গভীর ভিতর ঢুকাইয়া দিবার চেষ্ট৷ আমাদের মত সামান্তজ্ঞান লইয়া না করাই উচিত । র্তাহার প্রতিভা-বলে তিনি নিজস্ব নানা পদ্ধতিই স্মৃষ্টি করিয়াছেন। শিল্পীগুরু অবনীন্দ্রনাথের মা-যশোদার গোদোহন প্রভৃতি দুই একটি পটের ধরণের ছবি দেখিয়াছি মনে হইতেছে। শ্ৰীযুক্ত স্বনয়নী দেবীর চিত্রেও বাংলার নিজস্ব চিত্রকলা-পদ্ধতির প্রভাব সুস্পষ্ট । যাহা হউক বাংলার চিত্ৰপদ্ধতি লইয়া আলোচনা এবং ইহাকেই বাংলার প্রকাশভঙ্গী করিবার চেষ্ট৷ যামিনীৰাৰু অনেকদিন হইতে চিত্রপ্রদর্শনাদি দ্বারা cqय६ ७कखि ईशब्रहे সাধনায় নিযুক্ত থাকিয়া করিতেক্ষে। পাঁচ বৎসর পুৰ্ব্বে তিনি এইরূপ প্রদর্শনী একটি বরিয়া