পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ নস ও চিকিৎসক তৈয়ারীর জন্য এখানে বড় বড় চিকিৎসকেরাYআসিয়া নিয়মিত শিক্ষা দিয়া ও বক্তৃতা করিয়া যান | সুতিকা-গৃহ’গুলির তত্ত্বাবধানের জন্য শিক্ষিত নস A লেডি ডাক্তার অাছেন। এখানে শিক্ষা র্থিনী নস ৭ ধাত্রীদের শিক্ষাদানের সঙ্গে সঙ্গে দরিদ্র নারীদের প্রসবের সময় সাহায্য করাও হয়। এখানকার প্রস্থতিমঙ্গল কাৰ্য্য যে-সব লেডি ডাক্তার ও নসের সাহায্যে চলে তাহার এইখানেই থাকেন। শহরের মাঝখানে বলিয়া মেয়েরা এখানে আসিয়া অনায়াসে নানা কাজ শিথিয় যাইতে পারে। ষ্টহারা বৎসরে ১২,৮২২২ টাকা গভর্ণমেণ্টের নিকট পান । পুনা সেবাসদনের শাখা বরমতী, শোলাপুর, আমেদনগর, আলিবেগ, নাসিক, নাগপুর প্রভৃতি স্থানে আছে | $xico of gifolio (Public Health School) অন্যান্য বিষয়ের সঙ্গে শিশু মনস্তত্ত্ব, গাহস্থ্য অর্থনীতি ইত্যাদিও শিক্ষা দেওয়া হয়। স্ত্যর বিঠল দাস এই প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা দান করিয়াছিলেন । সৰ্ব্ব প্রথমে মিসেস রাণাড়ে ছিলেন ইহার পৃষ্ঠপোষক । সেবাসদনের অন্য বাড়িগুলি যেমন দরিদ্রের কুটরের মত দেখিতে একটি বাড়ি তাহার সম্পূর্ণ উন্ট। এই বাড়িটি দোতালা চকমিলানো। ইহার থামগুলি কাঠে কারুকার্যখচিত, দরজাগুলিও কালো ক কারুকার্য্য খচিত । একতলার চারিদিকে উঠান । মেয়েরা এখানে স্বপ sિ করেন । শুনিলাম কিছুদিন আগে ইহা ইয়াছে । ठिक এই রকম গড়নের এবং এই জাতী/&&ারুকার্য্যখচিত থাম ভোরের রাজপ্রাসাদে দেখি "পুনাতেও দুই একটি পুরানো বাড়িতে কিছু ই প্রকার কাজ চোখে পড়িল। কাঠের কারুকার্য:ি"প্ৰিল পেশওয়া যুগের প্রথায় রচিত বলিয় ‘۔". - صدا" Sఠా5వౌ প্রতিলিপি আছে। সেবাসদনে কিম্বা মহিলা বিশ্ববিদ্যালয় । কোথাও ভারভীয় প্রথায় আঁকা ছবি চোখে পড়ে নাই। পুনা শহরের বাড়িগুলি অধিকাংশই দেখিতে ভাল নয়। শহরের বাহিরে কতকগুলি চলনসই রকম ভাল বাড়ি আছে। ঐ দেশীয় প্রথায় ওখানে আজকাল আর কেহ বাড়ি করে না মনে হইল। পাশ্চাত্য সস্ত ধরণের বাড়ির উপরই মানুষের টান। বোম্বাইয়ের মত বড় বড় প্রাসাদ তুল্য বাড়ি এখানে চোখে পড়িল না। পথঘাটও বোম্বাইয়ের তুলনায় অত্যন্ত অপরিচ্ছন্ন। তবে বোম্বাই ধন ও বাহা আড়ম্বরে বড় হইলেও পুনা মস্তিষ্ক ও হৃদয় সম্পদে বড়। প্রার্থনা সমাজের স্তম্ভ স্বরূপ ও দেশহিতৈষী গোখলে রানাডে ভাণ্ডারকরের কৰ্ম্মভূমি পুন। এখনও সেবাসদন, মহিলাবিশ্ববিদ্যালয়, সার্ভেন্টেস অফ ইণ্ডিয়া সোসাইটি, ভারত ইতিহাস সংশোধক মণ্ডল, ভাণ্ডারকর রিসার্চ ইনষ্টিটুটে, ফাগুসন কলেজ ইত্যাদিতে পুনা অলঙ্কত। অধ্যাপক বেলভালকারের বাড়ির কাছেই মহামতি গোখলে প্রতিষ্ঠিত সার্ভেণ্টস অব ইণ্ডিয়া সোসাইটি। বাড়ি হইতে স্থাটিয়াই সেখানে গেলাম। পাৰ্ব্বত্য দৃশ্যমালার নিকট সুবিস্তীর্ণ প্রাঙ্গণের মধ্যে ইহাদের বাড়িগুলি। প্রায় সাতাইশ বৎসর পূৰ্ব্বে ইহা প্রতিষ্ঠিত হয়। এই ভারত ভূতাদের ত্যাগের ইতিহাস ভারতহিতৈষী মাত্রই জানেন। ইহার আজীবন এই কাজের ব্রত লইয়া সামান্য অর্থে আপনাদের গ্রাসাচ্ছাদন চালাইতেন । সম্প্রতি ছাব্বিশ জন সভা এথানে ভারত সেবার কার্য্যে নিযুক্ত। বড় বাড়িটির দোতালায় ইহাদের লাইব্রেরী। এখানে অনেক অতি প্রয়োজনীয় ও মূল্যবান গ্রন্থ আছে। ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস সঙ্কলনের উপযোগী এত দলিলপত্র এবং পুস্তকাদি আর কোনও লাইব্রেরীতে নাই । এই লাইব্রেরীতে ভারতের প্রায় সকল সুপরিচিত পত্রিকার পুরাতন ও চলতি সংখ্যার ফাইল আছে । ঐযুক্ত দেবধর এই সভার সভাপতি। ইহাদের পরিচালিত ইংরেজী ও ভারতীয় পত্রিকাদি পরিচালন ছাড়া দেশের আরও অনেক সদস্থান ও প্রতিষ্ঠানের সহিত y –