পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

چيجييم জ্যৈষ্ঠ পুলা ও ভোর >vペつ ইহার যুক্ত। ইহাদের সভ্যের। ঐ প্রদেশের অনেক শ্রমজীবী সঙ্ঘ গঠন ও পরিচালন করেন, ভারতের নানা বিশ্ববিদ্যালয়ের কাজের সহিতও ইহারা যুক্ত। পুন৷ সেবাসদন, বোম্বাই ভগিনী সমাজ, ভগিনী সেবা সঙ্ঘ, লাহোর সেবা সলন, গুজরাটের ভীল সেবামণ্ডল, অস্ত্যজ সেবামণ্ডল, কো-অপারেটিভ ব্যাঙ্ক ও গ্রামের উন্নতি ইত্যাদি নানা রকম কাজ ভারত-ভৃত্য-সমিতির প্রেসিডেণ্ট মি: দেবধর এবং অন্যান্য সভ্যেরা করিয়া থাকেন। সাতারার রাও বাহাদুর, আর. আর. কালে এক লক্ষ টাকা দান করিয়া এই সমিতির অধীনে Gokhale Institute of Politics and Economics offsèl করিতে সাহায্য করিয়াছেন। পোষ্ট গ্রাজুয়েট ছাত্রের এখানে গবেষণা করিতে পারে, বোম্বাই বিশ্ববিদ্যালয়ে তাহাদের এম-এ পরীক্ষা দিবার অধিকার আছে। কোনো কোনো ছাত্র সমিতির বাড়িতেই থাকিতে পান । অধ্যাপক ও ছাত্রেরা এখানকার পুস্তকসম্পদে সম্পন্ন লাইব্রেরীটি সৰ্ব্বদা ব্যবহার করিতে পান। মিঃ ডি, আর গ্যাডগিল ইহার প্রিন্সিপ্যাল । ইনি আমাদের সযত্বে লাইব্রেরী দেখাইলেন। দেশপূজ্য গোখলে মহাশয়ের আবাসগৃহ এই হাতার ভিতর । দেখিলাম ক্ষুদ্র দুই তিনখানি ঘর ও একটি বারান্দা। বিদেশীয় ও ভারতীয় বহু ভারতহিতৈষীর প্রতিকৃতি গোখলে মহাশয় ঘরের দেয়ালে সাজাইয়া রাখিয়াছিলেন। এখনও সেইরূপ সাজানো আছে। এই বাড়িতে এথন শ্ৰীযুক্ত দেবধর কাজকৰ্ম্ম করেন। পুনা হইতে পঞ্চাশ মাইল দূরে একটি ছোট দেশীয় ষ্টেট আছে, তাহার নাম ভোর। ভারত ভূতসমিতি দেখিতে দেখিতে শুনিলাম ভোর হইতে আমাদের লইবার জন্য চীফসাহেব (রাজী ) গাড়ী পাঠাইয়াছেন। তাড়াতাড়ি ফিরিয়া আসিলাম, এখনই যাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। ভোর পুন৷ হইতে অনেকট উচুতে পাহাড়ের উপর একটি সমতলক্ষেত্রে। আমরা একজন রাজকৰ্ম্মচারী ও অধ্যাপক বেলভালকারের সহিত গাড়ীতে চলিলাম। গাড়ী উপরে উঠতে থাকিলে দূর হইতে পুনা সহর ও আছে ক্ষ তাহার চারিপাশের পাহাড়গুলি সুন্দর দেখায়। পথে দলে দলে মেয়ের বোঝা মাথায় কাজে চলিয়াছে। কুলি মজুর, তবু তাদের শাড়ীগুলি সুন্দর ಕಣ್ಣಿನ, হঁাটাচল! সহজ ভ্রমণ্ডিত । পুনার পথে এক এক জায়গায় এত স্ত্রীলোক চলিয়াছে যে পুরুব প্রায় চোখেই পড়ে না। পাহাড়ের উপরের পথে অসংখ্য বাকু, ক্রমাগতই দৃশ্য পরিবর্তিত হইতেছে। গাড়ী বাশি বাজাইয়া মিনিটে মিনিটে পথিকদের সাবধান করিতে করিতে চলিল । পাৰ্ব্বত্য দৃশ্যগুলি স্বন্দর, কোথাও সুবিস্তৃত শস্যক্ষেত্র, কোথাও ঘন বন জঙ্গল, কোথাও বা ছোট গ্রাম । পাহাড়গুলি খুব উচু নয়, কিন্তু অসংখ্য আঁকাবাকা গোলকধাধর প্রাচীরের মত । অধ্যাপক মহাশয় শিবাজীর যুদ্ধক্ষেত্রের ইতিহাসপ্রসিদ্ধ নানা স্থান দেখাইতে দেখাইতে চলিলেন। যুদ্ধের উপযুক্ত দেশ বটে, লুকাইয়া থাকিলে খুজিয়া পাওয়া শক্ত, অকস্মাৎ আক্রমণ করিলে নিস্তার পাওয়াও কঠিন। এক একটা পাহাড়ের মাথায় ছোট ছোট দুর্গের মত এখনও আছে। এই সব দুর্গ দখল করিয়া যে একবার বসিত তাহাকে সহজে কাবু করা যাইত না । পথে এক জায়গায় একটি পুরাতন মন্দির আছে, বনেশ্বর মহাদেবের। ঘন পত্রবহুল বনানীর মধ্যে মন্দিরটি ভারী ফু মানাইয়াছে নামটিও ঠিক উপযুক্ত। একটি ছোট ঝরণী:" মন্দিরটি গঠিত। বাহিরে কোথাও জল 塾蹟 হাদেবের আসনের নীচ দিয়া জল দেখা যায় নষ্ট্র বহিয়া যাইজেক্ট - দেখাইল । এইখানে পথিকেরা পূজা দিয়া যায়। মণ্ডলীর গঠন বাংল, উড়িষ্যা প্রভৃত্তির মন্দিরের মত নহে । সন্ধ্যায় রাজ অতি য় পৌছিলাম। যুবরাজ অভ্যর্থনা ৰ }াড়াইয়াছিলেন । তিনি আমাদের থাকি ৮৮া করিবার পর পক্ষ সচিব মহাশয় ( চীফ সাহেব) দেখা কষ্ট গেলেন। বাস। কিন্তু ইহাতে চুটি প্রাথমিকায় ট্যু মাইরেক্টৰিয়াল ও একটি উচ্চ ইষ্ট্ৰেন্থি