পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন পুস্তক-পরিচয় wషిసె পৃ:, ৩•৫ পূ:, ৩৮° পূ:, ইত্যাদি)। কিন্তু দুর্ভাগ্যবশতঃ এই পৃষ্ঠাগণনার পুনরুক্তি এড়ান অসম্ভব ; কেননা এক গ্রন্থের ভূমিকা অনেক সময় গ্রন্থাস্তরের কলেবর বৃদ্ধি করিয়াছে (বর্তমান গ্রন্থের ১৮৩,৩০৬, ৩১২, ৩১৬,৩৬৯ পৃষ্ঠা ইত্যাদি স্রষ্টব্য)। তথাপি একথা কেহ অস্বীকার করিতে পারিবণ না যে, বিনয়বাবু বড় দেশ ভ্রমণ করিয়াছেন, বহু বিদ্যা অর্জন করিয়াছেন এবং বহু গ্রন্থ প্রণয়ন করিয়াছেন। প্রাচীন এমন অনেক বই আছে যার লেখকের কোন পরিচয়ই আমরা পাই না। আজকাল ততটা আত্মগোপন অসম্ভব হইলেও প্রখ্যাতনামা কোন লেখক স্বয়ং কিংবা প্রকাশকের মারফতে, নিজের লেখার পৃষ্ঠার পরিমাণ জানাইবার জন্য কোথাও পথ হইয়াছেন বলিয়। আমাদের জানা নাই। তবে, বিনয়বাবু নবীন দলের অন্যতম। ষ্টাঙ্গার ভাষায় এবং ভাবে অনেক নয়। ‘নয়া জিনিষ আছে। নবীনতা-বাদীরা উহাকে শ্রদ্ধ করিবেন সন্দেহ নাই। আলোচ্য গ্রন্থখানার নামটির সার্থকতা ঠিক বোঝা গেল না-- দ্বিতীয় ভাগে যদি উহা স্পষ্ট হয়। ছাপা ও কাগজ ভালই। শ্রীউমেশচন্দ্র ভট্টাচাৰ্য্য জয়ন্তী—ঐ প্রতাপ সেন, বি-এসসি প্রণীত । এই গ্রন্থ কবিগুরু রবীন্দ্রনাথের সপ্ততিতম জন্মোৎসব উপলক্ষে গ্রন্থকারের শ্রদ্ধাঞ্জলি । মুকবি কালিদাস রায়ের পরিচায়িকা পাঠে জানা গেল গ্রন্থকার বয়সে তরুণ। গ্রন্থখানি ক্ষুদ্র হইলেও কবিতাগুলি আমাদের ভাল লাগিল। দাম আট আন।। জমজম—মহম্মদ ফজল আলি খান প্রণীত। বস্তুজগৎ হইতে গারস্ত করিয়া অধ্যায় জগৎ সম্পৰ্কীয় নানাবিধ সঙ্গীতে এই গ্ৰন্থখালি সজ্জিত । - কতকগুলি সঙ্গীতে লেখকের উদার মনের পরিচয় পাওয়া যায় । কাগজ ভাল, ছাপা খারাপ। দাম এক টাকা । শ্রশৌরীন্দ্রনাথ ভট্টাচার্য্য মুক্তি-বাধন—ঐশশধর দন্তু এর্ণত। প্রকাশক এবদন্তকুমার রায়, ১১৬ মাণিকতলা ষ্ট্রট, কলিকাতা । সাতটি দৃষ্ঠে সম্পূর্ণ একটি "নারী-সমস্তা-পূর্ণ নাটক"। লেখা আছে ইণ্ডিয়ান ষ্টেট ব্রডকাষ্টিং সার্ভিস কর্তৃক বইখানি অভিনীত হইয়াছে। নারী-সমস্তার মত জটিল বিষয়ের উপর লেখক তেমন সুবিচার করিতে পারেন নাই। চরিত্রগুলি বেশ সৌষ্ঠবসম্পন্ন হয় নাই। র্তাহার আদর্শ চরিত্র যে গদাধর-যাহার উপর সমস্তা সমাধানের ডার অতখানি দেওয়া হইয়াছে—তাহারও চালচলন কথাবাৰ্ত্তার মধো ভাড়ামির খান মিশিয়া তাহাকে অনুকম্পার পাত্র করিয়া তুলিয়াছে। তবে, কাচ হাতের দোষ থাকিলেও লেখার মধ্যে শক্তির আভাস আছে এবং বইখানি জায়গায় জায়গায় মন্দ লাগে না। যাহারা নব প্রথায় শাড়ী পরা হইতে নূতন সবই দুর্গং, এবং মায় ‘গদাধর” নামটি পর্যন্ত পুরাতন সবই শ্লাঘনীয় মনে করেন তাহদের নিকট বইখানি বোধ হয় আর একটু ভাল লাগিতে পারে। ছাপা বাধাই মামুলি। দাম ॥• শ্ৰীবিভূতিভূষণ মুখোপাধ্যায় জাতের খবর-ত্রইলুপতি মুখোপাধ্যায় প্রাত। গ্রন্থকার কর্তৃক বাকীপুর, সোমড়া পোঃ হুগলী হইতে প্রকাশিত। পৃষ্ঠা ৪। বাংলার সামাজিক ইতিহাস এখনও সেরূপভাবে লিখিত হয় নাই। বাংলার বিভিন্ন জাতির উৎপত্তি সম্বন্ধে শাস্ত্র ও পুরাণমূলক আলোচনা এই পুস্তিকাখনিতে আছে। এই দিক দিয়া ইহা উপাদেয় হইয়াছে। লেখক জাতিভেদের সকল দোষ ব্রাহ্মণ জাতির উপর চাপাইয়াছেন। ইহা কি সত্য না প্রচারের ভঙ্গী ? সমুদ্রে ও ডাঙায়—শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র এগত। প্রকাশকইণ্ডিয়ান পারিশিং হাউস, ২২১, কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাতা। মূল্য আট আনা। বাঙাল কি শুধুই ডাঙার মানুষ? এ প্রশ্নের উত্তর বাঙালী সন্তান যথাযোগ্যভাবে দিতে চেষ্টা করিতেছে। পদব্রজে ভূপ্রদক্ষিণ, সাইকেলে কাশ্মীরভ্রমণ, ভারত পরিক্রমণ প্রভৃতি ব্যাপারের সহিত বাঙালী আজ পরিচিত। বাংলার ছেলেমেয়েরা সমুদ্রচারীও হইতে পারে-নানা আকস্মিক বাধা বিপত্তি সত্ত্বেও বাঙালীর মনে যে এই ভাব বদ্ধমূল এই গ্ৰন্থখানির প্রকাশ তাহাই স্বচিত করে। গ্রন্থকার গল্পস্থলে বাঙালী ছেলে বরণকুমারের দ্বারা সমুদ্রযাত্রার বিপদ আপদ অতিক্রম করাইয়া-কখনও জাহাজভূবি হইয়া সমুদ্রে সাতার কাটাইয়া, কথনও বা কুমীরের মুখ হইতে বাচাইয়। কখনও বা অপরিচিত দ্বীপ হইতে ভেলার সাহায্যে সমুদ্র পার করাইয়া--সতাই আমাদের প্রাণ নূতন আশার সঞ্চার করিয়া দিয়াছেন। ভরসা হয়, দে-দিন অনতিদূরে যখন সত্য সত্যই শত শত বরণকুমার সমুদ্রে ও छांtgtग्न নানা অসমসাহসিক কাৰ্য্য দ্বারা দেশের মুখ উজ্জ্বল করিবে। কতকগুলি রেখাচিত্রের সাহায্যে পুস্তকের ঘটনাবলী পাঠকের সাম্নে আরও স্পষ্ট করিয়া ধরা হইয়াছে। ত্ৰযোগেশচন্দ্র বাগল