পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদিতার স্মৃতি ীিসরলাবালা সরকার সে-দিনটির কথা আজও মনে পড়ে যে-দিন প্রথম শুনিলাম ভগিনী নিবেদিতা আমাদের অতি নিকটে বাগবাজারে বোসপাড়ার গলিতে আসিয়া বাস করিতেছেন। নিবেদিতাকে দেখিবার জন্য মনে সেদিন কি প্রবল আগ্রহ উপস্থিত হইয়াছিল তাহা বুঝানো অসম্ভব। এখনকার দিন অপেক্ষ তখন মেয়েদের স্বাধীনতা অনেক কম ছিল, গঙ্গাস্বানে যাইবার জন্যই গুরুজনের অল্পমতি পাওয়া কঠিন হইত। কি করিয়া ষে নিবেদিতার সহিত সাক্ষাৎ হইবে এই চিন্তায় মন ব্যাকুল হইয়। উঠিল। যাহা হউক ভগবানের দয়ায় অতি শীঘ্রই নিবেদিতার দর্শন जॉड ट्झेण । ‘অমৃত বাজার পত্রিকা জাপিসে প্রথমে নিবেদিতার সহিত দেখা হয়। নিবেদিতা সেখানে পূজ্যপাদ স্বগীয় শিশিরকুমার ঘোষ মহাশয়ের আমন্ত্রণে আসিয়াছিলেন। ভগিনীর আসিবার জন্ত পূৰ্ব্ব হইতেই বাড়ির মেয়েরা অপেক্ষা করিতেছিলেন। নিবেদিতা আসিলেন, তাহার সঙ্গে ভগিনী ক্রিশ্চিয়ানাও ছিলেন। পূজ্যপাদ শিশিরকুমার ঘোষ মহাশয় এইভাবে তাহার সহিত আমাদের পরিচয় করাইয়া দিলেন, "ইনি নিবেদিতা, এর ধা-কিছু সৰই ভগবানের পাদপদ্মে নিবেদিত হয়ে গিয়েছে, আর ইনি কৃষ্ণপ্রিয়া’ গ্ৰীকৃষ্ণের ইনি নর্শ্বসর্থী, তোমাদের পরম ভাগ্য য়ে এদের দুজভ সঙ্গের অধিকারী হইলে । জার ভগিনি, এরাই বাংলার মেয়ে-ভারত রমণী, র্যাদের জন্ত আপনি সৰ্ব্বত্যাগিনী হয়ে বহু দূর দেশ থেকে এসেছেন।” ভগিনী একটি গৈরিক বর্ণের কটি বেষ্টনী দ্বারা জাবদ্ধ পরিধেয় পরিয়াছিলেন, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে প্রসন্ন হাস্ত। তাহাকে দেখিয়া কিছুক্ষণ যেন মুগ্ধ হইয়া রছিলাম। মনে হইল, এ মূৰ্ত্তি যেন রক্তমাংস দিয়া গঠিত দেহ নয়, এ হেন জাত্মার আনন্দদীপ্ত প্রসন্ন রূপের ऋषव५्वंक्षोभंक्षद्मश्रं । चांब७ भग्न इऎण, ८१न नििनि झज्ठ 3 ա8 দিনের পরিচিত, খেন তিনি চিরস্কাষীয়। জামার भट्नब ७हे डार कि जैझाब्र भनs wर्न कविदाहिन ? কেন জানি না, পরিচয়ের পর মুণ্ডেই তিনি আমার হাতের উপর হাত রাখিয় একটু বিশ্ব ও আনন্সের সঙ্গে বলিলেন, “আপনাকে যেন চিনি বলিয়া মনে হয়, আগে কি আমাদের কোথায়ও দেখ। হটক্সাছিল " ভগিনী ক্রিশ্চিয়ানা একখানি ফলতোলা ঢাকাই শাড়ী অনেক পিন দিয়া আঁটিয়া অতিকষ্টে পরিয়াছেন। সরলা বালিকার মত সৰ্ব্বদাই আনন্সিভা। শাড়ী পরিয়া র্তাহার আনন্সের সীমা নাই। যাহা দেখিতেছেন তাহাতেই যেন উাচার আনন্দ উছলিয়া উঠিঙেছে ; আমাদের সহিত পরিচয়ে তিনি ষে খুব স্বর্থী হইয়াছেন তাহা বেশ বুঝা যাইতেছে। ঘরের প্রত্যেকটি জিনিষ আনন্দ, অgসন্ধিৎসা ও কৌতুহলের সহিত লক্ষ্য করিয়া দেখিতেছেন ও সে-সম্বন্ধে দু-একটি প্রশ্নও করিতেছেন। ঘরের কোণে পিতলের পিলস্থজে মাটির প্রদীপ জলিতেছিল। তখন ইলেকটিক লাইট ঘরে ঘরে হয় নাই এবং হরিকেনও প্রদীপকে একেবারে লুপ করে নাই। সুমার্জিত পিতলের দীপাধার ও মাটির প্রদীপ দেখিয়া দুই ভগিনী একেবারে মুগ্ধ হইছা গেলেন, আনন্দোজ্জল দৃষ্টিতে অতি আগ্রহের সহিত সেটি নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন, পরে ‘আরতি এই শৰ উচ্চারণ করিয়া যুগ্মকরে প্রণাম করিলেন । এই সামান্ত মাটির প্রদীপটিই যে কত পবিত্ৰ ভাবের প্রতীক छाश थाभब्र बग्रांदशि cनर्थिब्रांe कथनe चइसद कब्रि নাই, কিন্তু সেদিন নিবেদিতার দৃষ্টির সংস্পর্শের প্রভাবে नृकि छाझांब्र किडू चइछब कब्रिटऊ *ांब्रिजाभ । যতক্ষণ নিবেদিত রছিলেন, সময়টি যেন একটি স্বৰস্বপ্নের মত কাটিয়া গেল। নিবেদিত চলিয়া গেলেন, क्रुि छैशत्व पच्च् िभन उद्रभूव्र श्रेब ब्रश्नि। नयछ