পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS দাস বিক্রয়ের প্রাচীন দলীল S AASAASAAMAMAMAMA AMAeMAA AMAMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAS AAAAA AAAA SAA AAAA SAAA AAASA SAASAA AAAA SAAAAA AAAAS AAMM MMA AMA AMAAA AAASS ১৮৭ দাস বিক্রয়ের প্রাচীন দলীল পূৰ্ব্বে এই দেশে যে দাসব্যবস্ময় প্রচলিত ছিল তাহার প্রমাণ আমাদের বর্তমান সমাজেও বিরল নহে। কিন্তু ইহার ঐতিহাসিক প্রমাণ প্রাচীন দলীল পত্রাদিতেও কখন কখন পাওয়া যাইতেছে । ১৩২০ সনের ভাদ্রমাসের “সাহিত্য” পত্রিকায় এইরূপ একথান দলীল প্রকাশিত হইয়াছিল । গত বর্ষের “ভারতবর্ষে" ও বর্তমান বর্ষের “প্রবর্তকে" এক-একথান দলীল প্রকাশিত হইয়াছে। উক্ত উভয় দলীল হইতে জানিতে পারা যায় যে প্রায় ১৩০ বৎসর পূর্বে লোকে দুরবস্থায় পড়িয়া দাসরূপে বিক্রীত হইত,এবং ঋণ গ্রহণ করিয়াও দাসত্ব স্বীকার করিত। ইহাতে আমাদের দেশের কোন দুরবস্থাপন্ন পরিবারের শোচনীয় পরিণামের কথাই জানিতে পারা যায় ; কিন্তু ইউরোপ ও আমেরিকায় যেভাবে দাসব্যবসায় প্রচলিত ছিল, আমাদের দেশে ও যে সেইভাবে দাসগণ ক্রীত ও বিক্রীত হইত, ইহার প্রমাণসূচক কোন দলীলপত্রাদি এ পর্য্যস্ত প্রকাশিত হুইয়াছে বলিয়া আমি জানি না। এইরূপ একখানা দলীল প্রকাশিত করাই এই প্রবন্ধের উদ্দেশু। এই দলীলের প্রধান বিশেষত্ব এই যে ইহার প্রথম ভাগ পাসী-ভাষায় লিপিত এবং সেই সময়ের প্রচলিত প্রথানুযায়ী রাজদ্বারে রেজেষ্টারীকুত । দলীলের শিরোদেশে একটি বৃত্তাকার মোহরের চিহ্ন আছে, তাহাতে “খাদেমেসরে কাজি, কেয়ামুদিন" ও তাঙ্গর পাশ্বে —“মোহর নং ৯” পাশী ভাষায় লিখিত রহিয়াছে । দলীলের তারিখ বাঙ্গল ১১৯৫ সন অর্থাং ইংরেজী ১৭৮৮ সাল । সেই সময়ে লর্ড কর্ণওয়ালীস বঙ্গদেশ শাসন করিতেন । দলীল [দলীলের প্রথমাংশ পার্শী ভাষায় লিখিত, তাহ আমাদেরভাষার গণ্ডীর বহির্ভূত । ইহা পরিত্যাগ করিয়া বাঙ্গল ভাষায় লিপিত শেষের অংশের পাঠ প্রকাশিত হইল। ] “ইয়াদিকিদ— শ্রীরামনরসিংহু দত্ত সাকিন বিক্রমপুর সিমুলিয়৷ দাদ বিক্রয়ের দলিল—শীল-মোহর