পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস কাব্য -ঐক্ষেত্রলাল সাহা, এম-এ। দাম পাঁচ সিকা ; কাপড়ে বাধাই, দেড় টাকা । cप्रांकफेब्र छैvब्र ब३थीनि डाळाझे श्ब्रांप्छ । জোর করিয়া কবিত্ব করিতে গিয়া একটু একটু খাপছাড়া হইয়৷ তবে দু-একস্থানে গিয়াছে। র্যাহার কবিতারসগ্রাহী, তাহার এই পুস্তক পাঠে জানন্দ পাইবেন । ছাপ ও কাগজ একরকম চলনসই হইয়াছে । সচিত্র বয়ন-বিজ্ঞান-স্ত্রীরসময় সিংহ। আট আন, প্রাপ্তিস্থান লেখকের নিকট, লালবাজার, বাঁকুড়া । বর্তমান সময়ে দেশের চারিদিকে তাত এবং চরকার ব্যবহার উাতি ছাড়া অঙ্ক লোকেও করিতেছেন। র্যাহারা নুতন করিয়া বয়নকাৰ্য্য শিখিতে চান, তাহাদের কাছে এই ক্ষুদ্র পুস্তিকাথানি আদৃত হইবে আশা করি। লেখক বেশ সহজ ভাযায় এবং চিত্র-সাহায্যে বক্তব্য ধিয়র সহজবোধ্য করিয়াছেন। হায়দার আলি - প্রমুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডেলিনীপাড়, দীক্ষায়ণী প্রেস হইতে প্রকাশিত। একখানি নাটক। অভিনয় করিবার মত হয় নাই। তবে এমনি বই হিসাবে পড়িলে ভাল লাগিতে পারে। নাটকের প্রধান চরিত্রগুলি ভাল করিয়া ফুটিতে পারে নাই। ছাপার দোল-প্রমাদ অনেক আছে, লেখক তাহা স্বীকার করিলেও তাহাকে একেবারে মার্জন করা যায় না। তাড়াতাড়ি করিয়া যা-ত ছাপানে অপেক্ষ কিছু দেরী করিয়া ভাল করিয়৷ ছাপানোই উচিত। বইখানি ছোট করিয়া ভুলচুক বাদ দিয়া ছাপাইলে অভিনয়ের মত হইতে পারে । কাপাস—বি, কে, মুখার্জি, পোষ্ট বেহালা, কলিকাতা । এই পুস্তিকায় জগতের প্রায় সব দেশের তুলার বিষয় কিছু না কিছু বলা হইয়াছে। র্যাহার এখন চবুক কাটিতেছেন এবং ওঁতে চালাইতেছেন, এই বইখানি পাঠ করিলে উহাদের উপকার হইবে। তারতের কাপাল সম্বন্ধে আরো কিছু বেশী বলা উচিত ছিল, যাহা বলা হইয়াছে তাহা নেহাত সামান্য। মোটের উপর বইখানি পড়িলে অনেকেই কিছু শিখিবেন আশা করা যায়। ছাপা ভাল। স্বাধী খারাপ। .

  • 萱 গ্রন্থকীট

বাঙ্গালীর বল বা বাঙ্গালীর সামরি ইতিহাস — স্ত্রীরাজেন্দ্রলাল আচাৰ্য্য, বি-এ প্রণীত । মানসী প্রেসে মুজিত ও প্রকাশিত। ৫২২ + ৭১ + ২ + ৩ +J• পৃষ্ঠা। কাপড়ে বাধা । চার টাকা । * * * ७३ भूषकषानिtठ भशंडांब्ररङब्र पूर्श झुंड्रेष्ठ इं२८ब्रछ अधिकांzब्रब्र জাধুনিক কাল পৰ্য্যন্ত বাঙালী জাতির বাহুবলের, যোদ্ধ ত্বের ও বীরত্বের ইতিহাস স্বপূখলায় বর্ণিত হইয়াছে । এইরূপ একখানি প্রামাণ্য ইতিशरनब्र नलीव श्णि । ८१शन ईश राष्टॉजी जीडिज़ ७ वाश्ञा गांशिडाब ಥ್ರ), সম্পদ হইল। চমৎকার স্বন্দর উৎকৃষ্ট বই ; প্রত্যেক বাঙালী নরনারীর পাঠ করা উচিত। বাংলা বইএ নিতান্ত দুর্লভ শব্দসুচী এই বইখামির . সৌষ্ঠব ও উপকারিতা বৃদ্ধি করিয়াছে ; ধারা ঐতিহাসিক অনুসন্ধানের জন্ত এই পুস্তক আলোচনা করিবেন উদেয় বিশেষ কাজে লাগিবে। এই বইখানি পাইয়। আমরা অত্যস্ত আনন্দিত হইয়াছি ; যিনি এই বই পড়িবেন তিনিও সামাদের মতন আনন্দিত হইবেন জোর করিয়৷ বলিতে পারি। নীলদর্পণ ৮দীনবন্ধু মিত্র প্রশস্ত। কম মজুমদার এও কোম্পানী, ১ কর্ণওয়ালিস ট্রীট, কলিকাতা । ২৮৯ পৃষ্ঠা। কাপড়ে বাধা । মূল্যের উল্লেখ নাই । বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নাটককারের শ্রেষ্ঠ নামজাদ বই, বাংলার ইতিহাসের এক পরিচ্ছেদ এই নীলদর্পণ । তারই শোভন কুঙ্গর সংস্করণ। ভূমিকার নীলবিদ্রোহের ইতিহাস ও পরিশিষ্টে শৰার্থ আছে, দীনবন্ধুজীবনী আছে, নীলদর্পণ নাটকের ইতিহাস আছে। বাংলায় যে এমন সুন্দর উপকারী সংস্করণের বই হইতেছে ইহার জন্ত প্রকাশকের পাঠকদের ধন্যবাদভাজন। এই সংস্করণের সমাদর যে হইবে তাহ। বলাই বাহুল্য। মহাত্মা গান্ধী—স্ত্রীযোগেশচন্দ্র মুখোপাধ্যায় প্রণীত, হাওড়া পানিরাস হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত। ১৭• পৃষ্ঠা। দেড় টাকা। চতুর্থ সংস্করণ। جي মহাত্মার জীবনী ও আধুনিকতম উপদেশবাণী এই সংস্করণে সংগৃহীত হইয়াছে। এই সংস্করণে ১২ খানি ছবি জাছে—মহাস্কার নিজের ও তার হস্তীক্ষরের এবং তার কর্মজীবনের সম্পর্কিত অার কয়েকজন বিখ্যাত ব্যক্তির । এ বইএর প্রশংসা আমরা করিয়াছিলাম ; যে বইএর চতুর্থ সংস্করণ হইয়াছে তার প্রশংসা করা নিম্প্রয়োজন। মহাত্মা গান্ধীর প্রতি সমগ্র দেশ ভক্তিমান হইয়াছে ; উীর জীবন ও উপদেশ আলোচনা করিয়া নিজেদের জীবনকে গঠিত করার পক্ষে এই পুস্তক সকল নরনারীর সহায় হইতে পরিবে । কেদার-বদরীর পথে জীবীরেশচন্দ্র দাস, বি-এল প্রণীত। এম, সি, সরকার এও মৃগ, ৯ •॥২ এ হ্যারিসন রোড, কলিকাতা । ১৪৭ शृछे দেড় টাকা । * 嶺 গৌরীগুরু হিমালয় ভারতের পবিত্র তীর্থ। সেই তীর্থের একটি পথের বৃত্তান্ত ও যাবতীয় জ্ঞাতব্য তথ্য এই পুস্তকে আছে ; পথের কত भांझेल अखद्ध छौ जब्राहें, cकांशाग्न कि शक्षिl, ८कांथांग्न कि जहेबा ७ কৰ্ত্তব্য আছে, ইত্যাদি কেজো কথার সঙ্গে দেশের দৃপ্তের বাক্যচিত্র সংযোজিত হওয়াতে ইহার উপাদেয়ত বৃদ্ধি হইয়াছে। একখানি ম্যাপ সংযোজন করাতে তীর্থযাত্রীদের বিশেল সাহায্য করা হইয়াছে। রামকৃষ্ণ भन्ःछि-ञ्चाग ?ीकृद्र ! *१२I> ब्रॉकब्रा ট্রট, কলিকাত৷৷ ১৩৮ পৃষ্ঠা। ভালো কাগজে ছাপা। এক টাকা ।