বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8JeN9 পড়িয়া লোকে আনন্দ পাইতেছে ও অনুপ্রাণিত হইতেছে। • জাচার্য্য রায়-মহাশয় “সেবা সম্পূর্ণ’ হওয়া কি জর্থে প্রয়োগ করিয়াছেন, বলিতে পারি না। যদি ইহার অর্থ এই হয়, যে, সেবার যে কাজটি করা হইতেছে,—ম্বথা চিকিৎসা, জলদান. অন্নদান, বিদ্যাদান, জগতের জ্ঞানভাণ্ডার পোষণ, ইত্যাদি,—তাহা সম্পূর্ণ হওয়া, তাহ হইলে আমরা বিশ্বাস করি ও দেখাইয়াছি, যে, খাদি না পরিলেও তাহা হইতে পারে। কিন্তু যদি ইহার অর্থ এই হয়, যে, সেবার কার্য্যবিশেব স্বারা সেবিত ব্যক্তির বা ব্যক্তিদের ঐহিক পারত্রিক আত্মিক মানসিক দৈহিক সৰ্ব্ববিধ কল্যাণ যুগপৎ সাধিত হইয়া সৰ্ব্ববিধ অভাব দূরীভূত হইবে, তাহা হুইলে, আমাদের ধারণা এই, যে, খাদিপরিহিত বা আগুবিধ-বন্ত্র-পরিহিত কোন জনসেবক জগতে এপর্য্যন্ত এরূপ "সম্পূর্ণ সেবা” কোন একটি প্রকারেব হিতকাৰ্য্য দ্বারা সাধন করিতে পারেন নাই । খাদির ব্যবহার আমরা মন বাক্য ও কাৰ্য্য দ্বার সমর্থন করি, কিন্তু তাহার সম্বন্ধে অত্যুক্তির সমর্থন করিতে পারি না। তাহা পরিণামে অনিষ্টকর বলিয়া মনে করি। _ অসহযোগে প্রবাসী বাঙালী প্রবাসী বাঙালীদের খবর দেওয়া “প্রবাসী”র অন্যতম উদ্দেশ্য। তদনুযায়ী একটি সংবাদ দিতেছি। গবর্ণমেণ্ট যখন কংগ্রেসের সম্পর্কে ভল,ণ্টীয়র বা স্বেচ্ছাসেবক হওয়া আইনবিরুদ্ধ বলিয়া ঘোষণা করেন, তখন এই ঘোষণা অঞ্চায় বোধে হাজার হাজার লোক ভলান্টীয়রশ্ৰেণীভূক্ত হইয়াছিলেন এবং কারারুদ্ধ হইয়াছিলেন। ইহাদের মধ্যে প্রবাসী বাঙালীর নামও পাওয়া যায়। “প্রবাসী’র জন্মস্থান এলাহাৰাদে র্যাহীদের জেল হয়, উহাদের মধ্যে বাঙালী ছিলেন শ্ৰীমান রণেন্দ্রনাথ বস্থ । ইনি বিখ্যাত সংস্কৃতজ্ঞ জেলা-জঙ্গ স্বৰ্গীয় রায়বাহাদুর প্রশচঞ্জ ’ বন্ধ ৰিষ্টাৰ্ণব মহাশয়ের পুত্র। রণেন্দ্রনাথ এলাহাবাদের একজন প্রধান মিউনিসিপ্যাল কমিশনার প্রবাসী—অষাঢ়, -১৩২৯ MMAeeAeM MAMA AM AMAMAMMA AMAMA AMA AM MAM MMAeAeM eeMAeeAeAeS eA AAAS S ASAA AAA [ ২২শ ভাগ, ১ম খণ্ড SAAAAAA AAAAMSMM MAAA AAAA AAAA AAAA AAAMS MM AMAAA SAAAAA AAAAMAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ^^ ঐীরণেন্দ্রনাথ ব8 ছিলেন, জল-সবুবরাহ বিভাগ (Water Works Depart ment ) ইহঁার অধীন ছিল । অসহযোগ আন্দোলনের প্রারম্ভে তিনি হাইকোর্টের ওকালতী ত্যাগ করেন। স্থানীয় কংগ্রেসূ-কমিটির সম্পাদকরূপে, অন্যান্ত কাজের মধ্যে, খদ্দর উৎপাদন ও তাহার ব্যবহারের বিস্তারে তিনি ব্যাপৃত ছিলেন, এমন সময়ে স্বেচ্ছাসেবক হওয়ার বিরুদ্ধে গবর্ণমেণ্টের ঘোষণাপত্র জারী হইল। তখন স্বেচ্ছাসেবক হইয়া দৃঢ় থাকায় অন্যান্ত অসহযোগীর সঙ্গে রণেন্দ্রনাথের জেল হয়। এখন তিনি খালাস পাইয়াছেন। তাহার পিতা জীবিত থাকিলে পুত্রেব দৃঢ়তায সভষ্ট झ्हें एलन । t §