পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| o l. دیویسندسی شیمیایی را میبینیم இதுைளு শিউলে প্যাগোড। উদ্যান । কয়েকদিন মাত্র কয়েদ ভোগ করিবে, কিন্তু সেই পরিমাণের অপরাধে একজন কোরিয়াবাণীর ফাসি হইতে পারে। একজন জাপানী কোন কোরিয়াবাসীকে প্রতারিত করিলে জাপানীর বিরুদ্ধে বিচারালয়ে অভিযোগ উপস্থিত করা কোরিয়াবাসীর পক্ষে এক দুরূহ ব্যাপার। যদিও সে কোনক্রমে আদালতে অভিযোগ উপস্থিত করিতে সক্ষম হয়, স্যায়-বিচার লাভ তার ভাগ্যে অসম্ভব । আর, সব বিচারালয়ের হর্তা কর্তা বিধাতা একজন করিয়া জাপানী থাকেন। তার কৃপা স্বজাতীয়ের প্রতিই বর্ষিত হয় । অত্যাচার এবং দমননীতি কোরিয়ায় জাপানী শাসনের মূলমন্ত্র হইয়া উঠিয়াছে। একজন প্রত্যক্ষদশী আমেরিকাবাণীর কথায় কোরিয়ার অবস্থা এই –“পুলিশের বিশেষ অল্পমতি ব্যাতিরেকে এক স্থানে পাচজনের বেশী লোক কোন প্রকারের সভা করিতে পারিবে না--সামাজিক নয়, अछु বিষয়েও নয় । কোরিয়ার মুদ্রাষন্ত্রের স্বাধীনশ কাড়িী লওয়া হইয়াছে অর্থাৎ বট সংবাদ-পত্র প্রভৃতি প্রকাশ বন্ধ করা হইয়াছে। কোন কোরিয়াবাসী সাহস করিয়া স্বাধীনতা বা নেতৃত্তের,ভাব পোষণ করিলে بو- ۹ ما তার ভাগ্যে অনেক লাঞ্ছন । উচ্চ রাজপদ লাভ করা কোরিয়াবাসীর পক্ষে স্বদূরপরাহত।" কোরিয়াবাসীদের সম্পূর্ণরূপে নিরস্ত্র করা হইয়াছে। তারা কোন প্রকারের আগ্নেয় অস্ত্র ( বন্দুক প্রভৃতি ) ব্যবহার করিতে পারে না । তিনটি গৃহস্থ মিলিয়া রান্নাকার্য্যের জন্য একটি ছুরি বা বঁটি ব্যবহার করিতে পারে। এবং কাজ হইয়া গেলে সেই ছুরিটি আবার এমনিভাবে ঝুলাইয়া রাখিতে হয় যে জাপানী পুলিশ বাহির হইতে যেন তাহা স্পষ্ট দেখিতে পায় । জাপানীরা কোরিয়াবাসীদের পিছনে তীব্র গোrয়ন্দা পাহারা লাগাইয়া রাখিয়াছে । এই গোয়েন্দা-শাসন সম্বন্ধে একজন আমেরিকাবাসী প্রত্যক্ষদশীর কথা আমরা তুলিতেছি।–“কোরিয়ার প্রত্যেক লোককে রেজিষ্টি করিয়া একটি নম্বর দেওয়া হয় ; সেই নম্বরটি পুলিশের কাছে জানানো থাকে। যতবার লোকটি গাম বা নগর ছাড়িয়া বাহিরে যাইবে ততবার তাকে থানায় গিয়া স্পষ্টরূপে লিখাইয়া যাইতে হইবে সে কোথায় যাইতেছে এবং কি কাজে যাইতেছে। তারপর পুলিশ তার গন্তব্য স্থানে