পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিউগায়েনার "ইরোপি" নৃত্য—বালিকার নারীত্ব লাভের উৎসব । মাত্র সেই মাথায় স্বৰ্গ-পক্ষীর পালক-নিৰ্ম্মিত টুপী পরিতে পারে । তাহার পর একজন বৃদ্ধ মেয়েদের বুকে শূকরের চৰ্ব্বি বা মারিকেল তেল ঘসিয়া দেয়। দুই তিন জন বিবাহিতা বা বিধবা নারী পিছনে বসিয়া থাকে, তাহার। ঢাক বাজাইতে আরম্ভ করিলে মেয়ের ডান হাতে ছুরি এবং বা হাতে কলা লইয়া কুচি কুচি করিয়া কাটিতে থাকে। গোট ছয় করিয়া কলা কাটা হইলে পর, ঢাক বাজান বন্ধ হয়, এবং মেয়েরাও সেই মুহুর্তেই সামনের জনতার উপর বাদাম বৃষ্টি করে। বিবাহিতা এবং বিধব স্ত্রীলোকের। এই বিশেষ ভোজের অন্যান্য সমস্ত কাজই করে। ইহাদের রান্ন করিবার প্রথা অনেকটা নিউজিল্যাণ্ডের মত মাটিতে গৰ্ত্ত করিয়া, তাহাতে পাথর বিছাইয়া আগুন জালাইয় গরম করা হয়। পাথর গরম হইয়া লাল হইলে পর, তাহার উপর কলাপাতায় মোড়া মাংস ইত্যাদি রাখা হয়, এবং উপর হইতে ফোটা ফোট জল ফেলা হয়। এমন ভাবে খাবার বেশ সিদ্ধ হয়। মেয়েরাই এই খাবার পরিবেষণ করে । হেমন্ত চট্টোপাধ্যায় নারী-প্রগতি ব্রহ্মদেশের নারীরা লেজিস্লেটিভ কাউন্সিলের সভ্য নিৰ্ব্বাচন করিবার অধিকার লাভ করিয়াছেন । 冰 米 米 米 ব্ৰহ্মদেশের সংশোধিত শাসন-ব্যবস্থায় ইহা ও ধাৰ্য্য হইয়াছে যে, ভবিষ্যতে কোনও নারীকে কাউন্সিলের “নির্বাচিত সভ্যরূপে গ্রহণ করিবার অমুকুলে বিধি-প্রণয়ন করিবার অধিকারও কাউন্সিলের রহিল । বৰ্ত্তমানে কোনও নারীর সভ্য মনোনীত হইতে বাধা নাই । . 崇 崇 崇 崇 মান্দ্রাজ সহরে করপোরেশনের ব্যবস্থায় বালিকাদের প্রাথমিক শিক্ষণকে বাধ্যতামূলক - করিবার প্রস্তাব চলিতেছে। t 锡