কাৰ্ত্তিক এভারেক্ট-অভিষান ও ভারতীয় শেপ SNర్చి এদিন সমস্ত সকাল-দুপুর তুষার-ঝঞ্চ বহিয়া গিয়াছে। অভিযানকারীরাও ক্লান্ত দেহে এক পাও অগ্রসর হইতে পারিতেছেন না। সন্ধ্যার দিকে দেখা গেল, কয়েকজন শেপা উষ্ণ পানীয় লইয়া তাহদের নিকট উপস্থিত। এই ঘটনার বর্ণনা করিয়া বলা হইয়াছে,— "The climbers were heroic, but no words of praise can be too high for those native porters who risked their lives to take them warming drinks.” ‘অভিযানকারীর বীর বটে, কিন্তু ভারতীয় শেপাদের বীরত্বের প্ৰশংসার ভাষা নাই। এই দুর্বোগের মধ্যেও তাহার নিজেদের জীবন তুচ্ছ করিয়া উষ্ণ পানীয় লইয়া আসিতে ইতস্ততঃ করে নাই।’ চতুর্থ তাবু ২২,০০০ ফুট উচ্চে খাটানো হইয়াছিল। দলপতি রাটলেজ কায্যপদ্ধতি বুঝাইয়া দিবার জন্য শেপাদের তাবুতে গেলেন । রাটলেজের কথা শেষ হইলে শেপারা যাহা বলিয়াছিল তাহ বড়ই বীরত্বব্যঞ্জক। বাটলেজ লিথিয়াছেন, — ()ne can treat these porters as fellow mountaineers, and I, explained the whole plan to thein. They responded at once. “Don’t be anxious. We mean to do our bit and carry those loads as far as we possibly ran. You'll set to-morrow. Then it's up to the sahibs to climb the mountain.” There was no noisy demonstration, just a quiet statement of fact and a complete self-confidence. ( †: 5x e ) শেপারা পৰ্ব্বত-আরোহণে র্তাহাদের সমান পটু—রাটলেজ সাহেব এইরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন । রাটলেজের কথায় শেপারা বলিয়াছিল যে, তাহারা তাহাদের অংশ ( অর্থাৎ ভাণী মালপত্র উচ্চতর স্থানে পৌছাইয় দেওয়া ) নিশ্চয়ই Hরবে। ইহার পরেই কিন্তু সাহেবদের আরোহণের পালা ! শেপাদের সাহস, বীরত্ব ও কর্তব্যপরায়ণতার বিষয় প্রসঙ্গত; যৎসামান্তই এখানে উল্লেখ করিলাম। ইহা হইতে শ বা বা এজয়েট ে পৃথিবীর সৰ্বোচ্চ শৃঙ্গ আরোহণেও ভারতীয়ের অপটু নহেী যুগে যুগে শত সহস্ৰ সমতলস্থ ও পাহাড়ে অঞ্চলের ভারতবাসী বিদেশী অভিযানকারীদের মত পৰ্ব্বত আরোহণ করিয়া আসিতেছে। তীর্থভ্রমণ ব্যপদেশে প্রতি বৎসর পুণার্থীরা কেদারনাথ-বন্দ্রিনাথ, এমন কি কৈলাস ও মানস-সরোবর পরিভ্রমণ করিয়া থাকেন। ঐযুক্ত প্রমোদকুমার চট্টোপাধ্যায়ের হিমালয়পারে কৈলাস ও মানস-সরোবর’ পুস্তকখানি ইহার আংশিক প্রকাশ মাত্র। গত বৎসর শ্ৰীযুক্ত উমাপ্রসাদ মুখোপাধ্যায় মানসসরোবর পরিভ্রমণ করিয়া আসিয়া আলোকচিত্র সহযোগে বক্তৃতাও করিয়াছিলেন। শিবাজী ও র্তাহার সৈন্যরা কিরূপ পৰ্ব্বত আরোহণে পটু ছিলেন তাহ মোগল-দরবারে তাহাদের “Mountain Rats” i “off{REJ মূষিক আখ্যা হইতে বুঝা ধায়। এখন এমন বংসর যায় না যে, হিমালয়ের কোন-না-কোন শুঙ্গ আরোহণে পাশ্চাত্য অভিযানকারীরা গমন না করিয়া থাকেন। আগামী বৎসর এভারেঃ-শৃঙ্গ আরোহণের চেষ্টা পুনরায় করা হইবে বলিয়াছি। ইহা ছাড়া, ফ্রান্স, জাৰ্ম্মেনী ও নেদারল্যণ্ডস্ হইতে তিন দল অভিযানকারী হিন্দুকুশ ও হিমালয়ের অন্য কতকগুলি শুঙ্গ আগামী বৎসর আরোহণ করিবার অনুমতি ভারত-সরকারের নিকট হইতে লাভ করিতে সমর্থ হইয়াছেন। এভারেষ্ট-আরোহণের তথ্য বহুলাংশে আমাদের এখন জানা । ভারতবাসী অভিযানকারী কোন দল কি এভারেষ্ট ও অন্যান্য শুঙ্গ আরোহণ করিতে অগ্রসর হইবে না ?
পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৭
অবয়ব