পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিস্ময় উৎসর্গ করেছি বারে বারে, সেই উপহারে পেয়েছে আপন অর্ঘ্য ধরণীর সকল সুন্দর। আমার আস্তর রচিয়াছে নিভৃত কুলায় স্বর্গের সোহাগে ধন্ত পবিত্র ধূলায় ॥ ২৫ আগষ্ট, ১৯৩৫ শান্তিনিকেতন বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে নানা সুখ দুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে হঠাৎ কখনো এসেছে স্বসম্পূর্ণ সময়ের টুকরো। গিরিপথের নানা পাথর-নুড়ির মধ্যে যেন আচমকা কুড়িয়ে-পাওয়া একটি হীরে। কতবার ভেবেছি গেথে রাখব ভারতীর গলার হারে ; সাহস করি নি, ভয় হয়েছে কুলোবে না ভাষায় । ভয় হয়েছে প্রকাশের ব্যগ্রতায় পাছে সহজের সীমা যায় ছাড়িয়ে । ছিলেম দার্জিলিঙে, সদর রাস্তার নীচে এক প্রচ্ছন্ন বাসায় । সঙ্গীদের উৎসাহ হ’ল রাত কাটাবে সিঞ্চল পাহাড়ে ।