পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনঞ্জ রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাস শব্দটি প্রাচীন। পঞ্চতন্ত্র রঘুবংশ অভিজ্ঞানশকুন্তল উত্তররামচরিত ভর্তুহুরির বৈরাগ্যশতক প্রভৃতি গ্রন্থে ইহার প্রয়োগ দৃষ্ট হয়। প্রবাসী শব্দটিও পুরাতন । স্বতরাং যখন ৩৫ বৎসর পূৰ্ব্বে আমি এলাহাবাদ হইতে এই মাসিকপত্রটি বাহির করিবার সঙ্কল্প স্থির করি, তখন আমাকে প্রবাসী শব্দটি রচনা করিতে হয় নাই। কিন্তু এই মাসিকপত্রটির এই নাম দিবার পূৰ্ব্বে আমাকে অন্যান্য কয়েকটি নামের বিষয়ও চিস্ত করিতে হইয়াছিল । শেষে যখন প্রবাসী নাম রাখাই স্থির করিলাম, তখনও যে উহার সমালোচনা শুনিতে হয় নাই, বা আমারও মনে কোন সন্দেহ ছিল না, এমন নয় । সম্মেলনের সভামঞ্চ । বীরেন্দ্রনাথ বসুর সৌজষ্ঠে যাহা হউক, এই কাগজখানার নাম প্রবাসী রাখায় পয়ত্রিশ বৎসর ধরিয়া লোকমুখে ও ছাপার অক্ষরে প্রবাসী শব্দটির ব্যবহার যত বার হইয়াছে, আগে তত বার বোধ হয় ৩৫ বৎসরে কখনও হয় নাই। বঙ্গের বাহিরে যে-সকল বাঙালী স্থায়ী বা অস্থায়ী ভাবে বাস করেন, র্যাহাদিগকে প্রবাসী বাঙালী বলা হয়, তাহাদের বিষয়ে এই কাগজখানাতে যত বেশী বার যত বেশী লেখা হইয়াছে, ইহার জন্মের পূৰ্ব্বে ও পরে বোধ হয় কোন বাংলা পত্রিকায় তত বার তত লেখা হয় নাই। ইহার প্রথম বংসরের প্রথম সংখ্যার গোড়াতেই জয়পুর রাজ্যের প্রধান মন্ত্রী পরলোকগত কাস্তিচন্দ্র মুখোপাধ্যায়ের ছবি ছিল ও ভিতরে তাহার সম্বন্ধে কিছু লেখা ছিল। ঐ সংখ্যার শেষ পৃষ্ঠায় প্রবাসী বাঙালীর একখানি স্নেহাপুত পরিহাসাত্মক ছবিও ছিল। শ্ৰীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দাস “বঙ্গের বাহিরে বাঙালী” নামক যে উদ্যান-সম্মেলন লীযুক্ত কেদারনাথ বন্ধ্যোপাধ্যায় প্রভৃতি বৃহৎ পুস্তক লিথিয়াছেন এবং, আশা করি, যাহার আরও একথও তাহার বাংলা অভিধানের নুতন সংস্করণ বাহির হইয়াগেলে --- _验 --- --- -

  • এই প্রবন্ধটির যে-সকল ছবির নীচে কোন ফোটোগ্রাফারের নাম নাই, সেগুলির ফোটোগ্রাফ খ্ৰীযুক্ত নেীরেন্দ্রকুমার মজুমদার সেগুপ্ত .मश्रूॉरब्र छूलिङ्ग ब्रिांटाइन ।