পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ty প্রবাসী ○ 88、 অজয় দ্বিধা করিল না, প্রতিমার পfর্থে আসিয়া বসিল । অরুণ বেগে গাড়ী ছোটাইল । অজয় জিজ্ঞাসা করিল—কোনূ দিকে যাবে? অরুণ হাসিয়া কবিতার মুরে বলিল—কিছু ঠিক নাই, চলিয়াছি ভাই অজানার সন্ধানে । —চল যশোর-রোড দিয়ে । কলিকাতা, শহরতলী পার হইয়া গ্রাম্য পথে পড়িতে মোটরগাড়ী যেন নাচিতে লাগিল । গরুর গাড়ীর চাকায় ৰিক্ষত পথ, কোথাও বর্ষার জলে ভাঙিয়া গিয়াছে, কোথাও গৰ্ত্ত। অরুণ গাড়ীর বেগ কমাইল । পথের দুই ধীরে অপুৰ্ব্ব শারদত্র । শস্তপূর্ণ দিগন্তপ্রসারিত ক্ষেত্র বাতাসে হিল্লোলিত, আলোকে ঝলমল । মাঝে মাঝে কদলী নারিকেল নানা তরু-ছায়া-প্রচ্ছন্ন ছোট ছোট গ্রাম । প্রতিম উচ্ছসিত হইয়া উঠিল—দাদা, কি সুন্দর । প্রকৃতির সৌন্দর্ঘ্য সম্বন্ধে অজয়ের অনুভূতি স্বল্প নয় । মাঠ দেখিলেই তাহার মনে হয়, ইহাতে কয়টা ফুটবল বা ক্রিকেট খেলার মাঠ হইতে পারে । কিন্তু আজি তাহীর চোখে কে সৌন্দর্ঘ্যের অঞ্জন মাথাইরা দিয়াছে। কোন পথ দিয়া কোন দিকে কত দূর যে তাহার। চলিল, তাহার আর ছিপাব রহিল না । শরৎ-মধ্যাহ্নের সোনালী মোলোক ফেনিল মদের মত তাহীদের অস্তুর-পেয়ালা তরিয়া তুলিয়াছে। উন্মুক্ত আকাশের তলে শস্ত-স্যামল সুবিস্তৃত মাঠগুলি, ছায়াচ্ছন্ন স্বপ্নময় গ্রামগুলি মোটরগাড়ীর দুই ধারে সুন্দর ছবির অফুরন্ত ঝর্ণাধারার মত বেগে বহিয়া গেল । অপরাচুে তাহারা এক বড় গ্রামের নিকট আসিয়া cगोझाँहण । नबूष बङ्ग औवि । —দাদা, এখানে মোটর থামাও, চল ওই গ্রামে ধাওয়া पांद् । ---ञां८ब्र ठान्नाथ, गंष्क्लौ शंभ1 ड । ৰ’সে রয়েছে ওই দীঘির ধীরে । —ৰাণেশ্বর 1 এখানে ? সে ত সন্ন্যাসী হয়ে চলে গেছে । গ্রামে যাইবার মেঠা পথে গাড়ী চালান শক্ত । हौब्र जि९८झ्द्र छिबांग्र शांफ्रेंौ ब्रांषिब्रां जकद्दल शंiफ़ौ इहेरड নামিল । বাণেশ্বরের মত কে অজয় দীঘির দিকে অগ্রসর হইল। কেয়া-বনের পাশে কে এক জন দীঘিতে ছিপ ফেলিয়া মাছ ধরিতেছে। তাহার পাশে এক ছোট বালিকা মাছের টোপ তৈরি করিতেছে। অজয় চীৎকার করিয়া উঠিল—আরে বাণেশ্বর ! বাবা, এই তোমার সন্ন্যাসিগিরি হচ্ছে ! বাণেশ্বর ছিপ তুলির অবাক হইরা দেখিল—তাহার সম্মুখে অজয়, অরুণ ও তাহার বোন প্রতিমা । —এ কি তোমরা ? তোমরা এখানে ! —কলেজে আসার নাম নেই, গায়ে বলে মাছ ধরা। —মৎস্ত ধরিবে থাইবে মুখে । —যা বলেছিল ভাই। গায়ে খাবার সুখ আছে । এই গীয়ে আমার মাসীর বাড়ি । —চল, গায়ের ভেতর ; বড় জলতেষ্টা পেয়েছে। —কচি ডাব কেটে দেব, যেন অমৃত । —খিদেও পেয়েছে মন্দ নয়। —চল, মাঙ্গীমার ভাণ্ডারে অনেক রকম খাবার মজুত 卤杯硬日 —ভাই, মুড়ি আর নারকেল খাব, বেশ গেয়ে খাবার সব ধাওয়ান চfই । হৈ-চৈ করিয়া সকলে গ্রামে ঢুকিল । ঘুমন্ত গ্রাম সচকিত হইয়া উঠিল। বাণেশ্বরের মসীিমার ভাগুর হইতে মুড়ি, মোয়, পাটালি গুড়, রসকরা নানা খাদ্য বাহির হইল। কিন্তু ইহাতে তিনি সস্তুষ্ট হইলেন না, লুচি ভাজিতে বসিলেন। গ্রাম দেখিতে প্রতিমার বড় মজা লাগিল । আঁকা-বাকী সরু পথ, প্রাচীন বটগাছ, চণ্ডীমণ্ডপ, পানী-ভরা পুকুর, পুকুরের ছোট ছোট ঘাট, খড়ের চাল, মাটির দেওয়াল, গোবরলেপ পরিষ্কার আঙিনা, ধানের গোলা, পানের বরজ, কড়াইম্বটির ক্ষেত—এ যেন আর এক দেশ, স্বপ্নের রাজ্য । যাইবার সময় বাণেশ্বরের মালীমা পুকুরের মাছ, ক্ষেতের শাকসব্জী ও ছাড়ি-গুড় সঙ্গে দিলেন। অরুণরা তাহাকে জানাইয়া আসে নাই. বলিয়া বার-বার আক্ষেপ করিতে লাগিলেন । আর তাহীরা কখনও এ গ্রামে আসিৰে ?